দুবাই, 20 সেপ্টেম্বর : ফেব্রুয়ারিতে ইংল্যান্ডকে দেশে আনার তোড়জোড় করছে BCCI । মনে হচ্ছে, আগামী বছরের শুরুতে ইংল্যান্ড সিরিজ় দিয়েই শেষ হবে দেশের ক্রিকেট লকডাউন ।
এই বিষয়ে বোর্ডের এক কর্তা বলেছেন, ভারত সফরে আসছে ইংল্যান্ড । তাই ভারতীয় দর্শকরা ঘরের মাঠেই নিজেদের প্রিয় ক্রিকেটারদের দেখতে পাবে । তাঁর কথায়, “পরিস্থতি বিচার করে সরকারের কাছে অনুমতি নিয়ে UAE- তে IPL সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । তবে ভারতে ইংল্যান্ড সিরিজ় আয়োজন করার বিষয়ে আমরা আশাবাদী । এখন নিয়ম কিছুটা শিথিল হয়েছে । তাই বায়ো সিকিউর বাবলে ম্যাচ আয়োজন করা নিয়ে ভাবছি । এতে দেশে ক্রিকেট ফিরবে । তবে মাঠে উপস্থিত থেকে দর্শকদের সরাসরি ক্রিকেট অ্যাকশন দেখতে এখনও সময় আছে ।”
-
I along with Vice Chairman of Emirates Cricket Board, Mr Khalid Al Zarooni signed an MoU & Hosting agreement between @BCCI and @EmiratesCricket to boost the cricketing ties between our countries.
— Jay Shah (@JayShah) September 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
BCCI President, @SGanguly99 & Treasurer, @ThakurArunS were present on the occasion. pic.twitter.com/snYq2AUELZ
">I along with Vice Chairman of Emirates Cricket Board, Mr Khalid Al Zarooni signed an MoU & Hosting agreement between @BCCI and @EmiratesCricket to boost the cricketing ties between our countries.
— Jay Shah (@JayShah) September 19, 2020
BCCI President, @SGanguly99 & Treasurer, @ThakurArunS were present on the occasion. pic.twitter.com/snYq2AUELZI along with Vice Chairman of Emirates Cricket Board, Mr Khalid Al Zarooni signed an MoU & Hosting agreement between @BCCI and @EmiratesCricket to boost the cricketing ties between our countries.
— Jay Shah (@JayShah) September 19, 2020
BCCI President, @SGanguly99 & Treasurer, @ThakurArunS were present on the occasion. pic.twitter.com/snYq2AUELZ
সেপ্টেম্বরেই ভারতে আসার কথা ছিল ইংল্যান্ডের । কিন্তু IPL- এর জন্য তা স্থগিত করে দেওয়া হয় । ইংল্যান্ড ও ভারত দুটি বোর্ড যৌথভাবেই সিরিজ় স্থগিতের সিদ্ধান্ত নেয় । শোনা যাচ্ছে, সীমিত ওভারের পাশাপাশি হবে টেস্ট সিরিজ়ও । দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা উঠুক বা না উঠুক, দেশে ক্রিকেট ফেরার অপেক্ষায় রয়েছে ক্রিকেটপ্রেমীরা ।