ওয়েলিংটন, 24 ফেব্রুয়ারি : দল সেভাবে প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি ৷ যে কারণে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টে 10 উইকেটে হারতে হয়েছে ভারতকে ৷ স্বীকার করে নিলেন বিশ্বের একনম্বর টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি ৷ পাশাপাশি বিদেশের মাটিতে টসে হেরে যাওয়াটাও পার্থক্য গড়ে দিয়েছে বলে মত তাঁর ৷
ICC টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে এই প্রথমবার হারের স্বাদ পেল পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ভারত ৷ কিউয়িদের বিরুদ্ধে ভারতের ব্যাটিং বিভাগ পুরোপুরি ব্যর্থ ৷ বরং কোহলির মুখরক্ষা করেছে ভারতের বিশ্বমানের বোলিং ব্রিগেড ৷ তবে শুধুমাত্র বোলারদের চেষ্টায় ম্যাচ জেতা অসম্ভব ৷ বাস্তবেও সেটাই হল ৷ ইশান্ত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনরা দলকে ম্যাচে ফেরানোর শত চেষ্টা করলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচ খোয়াতে হল ৷ নিউজ়িল্যান্ডের বোলারদের গতির সামনে দুটি ইনিংসেই মুখ থুবড়ে পড়েছে ব্যাটিং ব্রিগেড ৷ নড়বড়ে ওপেনিং জুটি, অধিনায়ক কোহলির অফ ফর্ম, টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পূজারার ব্যাটে রানের খরা, যার পরিণতি হিসেবে বেসিন রিজার্ভে 10 উইকেটে হেরে সিরিজে 0-1 ব্যবধানে পিছিয়ে পড়ল কোহলি ব্রিগেড ৷
হারের কারণ হিসেবে ব্যাটিং বিভাগের পাশাপাশি টস ভাগ্যকেও দায়ি করলেন কোহলি ৷ ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে হারের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, "প্রথমদিনে টস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ৷ পাশাপাশি লড়াকু ব্যাটিং বিভাগ নিয়ে আমরা ভীষণ গর্বিত ৷ সেই আমরাই যথেষ্ট প্রতিযোগিতা দিতে পারিনি ৷ ওদের বোলারদের চাপে ফেলতে পেরেছি বলে মনে হয় না ৷"
কেন উইলিয়ামসনের দুর্দান্ত ব্যাটিংয়ের পরও বোলারদের সৌজন্যে প্রথম ইনিংসে ঘুরে দাঁড়িয়েছিল ভারত ৷ একসময় 225 রানে ছয়টি উইকেট হারিয়ে ফেলেছিল তারা ৷ কিন্তু টেল এন্ডারদের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ তিন উইকেটে 123 রান যোগ করে নিউজ়িল্যান্ড ৷ ফলে 183 রানের লিড পায় তারা ৷ কোহলির কথায়, "প্রথম ইনিংসই ম্যাচে পিছিয়ে দিয়েছিল আমাদের ৷ শেষ তিন উইকেটে তোলা 120 রানে ম্যাচ হাত থেকে বেরিয়ে যায় ৷"