সিডনি, 14 নভেম্বর : নিয়মমাফিক অস্ট্রেলিয়া পৌঁছেই কোরোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে । সেই পরীক্ষায় পাশ করার পরই অস্ট্রেলিয়া বধের প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় দল । দিওয়ালির শুভ দিন থেকেই অনুশীলনে নেমে পড়ল দেশের ক্রিকেটাররা । কেউ কেউ জিমে গা ঘামালেন । অনেকে আবার সারলেন আউটডোর অনুশীলন ।
26 নভেম্বর ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ়ের প্রথম ম্যাচ খেলা হবে সিডনিতে । তাই সিডনিতেই তৈরি করা হয়েছে বায়ো বাবল । বৃহস্পতিবারই পুরো ভারতীয় দল সিডনিতে এসে পৌঁছেছে । তার মধ্যে অনেকেই IPL শেষ করে সরাসরি সংযুক্ত আরব আমিরশাহি থেকে অস্ট্রেলিয়ায় পা দিয়েছেন । 14 দিনের কোয়ারানটিন পিরিয়ডে থাকলেও কোরোনা রিপোর্ট নেগেটিভ আসার পরই ক্রিকেটারদের মাঠে নামার অনুমতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া । এর জন্য দিওয়ালির শুভ দিনটাকেই অস্ট্রেলিয়া বধের প্রথম প্রস্তুতি হিসেবে বেছে নিয়েছে টিম ইন্ডিয়া । দিনের প্রথমে সিডনির অলিম্পিক পার্কের ব্ল্য়াকটাউন আন্তর্জাতিক স্পোর্টস পার্কে জিমে গা ঘামাতে দেখা যায় শার্দূল ঠাকুর, ঋদ্ধিমান সাহা, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, উমেশ যাদব, চেতেশ্বর পূজারাদের । সেই সব ছবি টুইটারে পোস্ট করেছে BCCI । ছবিতে ভারতীয় টিমের পেস সেনসেশন টি নটরাজন, দীপক চহারদেরও দেখা গেছে ।
-
Two days off the plane and #TeamIndia had their first outdoor session today. A bit of 🏃 to get the body moving! #AUSIND pic.twitter.com/GQkvCU6m15
— BCCI (@BCCI) November 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Two days off the plane and #TeamIndia had their first outdoor session today. A bit of 🏃 to get the body moving! #AUSIND pic.twitter.com/GQkvCU6m15
— BCCI (@BCCI) November 14, 2020Two days off the plane and #TeamIndia had their first outdoor session today. A bit of 🏃 to get the body moving! #AUSIND pic.twitter.com/GQkvCU6m15
— BCCI (@BCCI) November 14, 2020
পরে মাঠে নেমে হালকা ট্রেনিং করতে দেখা গেছে কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, পৃথ্বী শ, হার্দিক পাণ্ডিয়াদের । যদিও তা জৈব সুরক্ষা মেনেই । মাঠে কাকপক্ষী প্রবেশের অনুমতিও নেই । লেগ স্পিনার যুজবেন্দ্র চহ্বালও তাঁর স্পিন জুটি কুলদীপ যাদবের সঙ্গে ছবি পোস্ট করেন । সঙ্গে ক্যাপশন, "ভাইয়ের সঙ্গে ন্যাশনাল ডিউডিতে ফিরলাম ।"
-
Back with my brother @imkuldeep18 and back on national duty for 🇮🇳#TeamIndia 💪 #spintwins #kulcha pic.twitter.com/NmWmccaEXt
— Yuzvendra Chahal (@yuzi_chahal) November 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Back with my brother @imkuldeep18 and back on national duty for 🇮🇳#TeamIndia 💪 #spintwins #kulcha pic.twitter.com/NmWmccaEXt
— Yuzvendra Chahal (@yuzi_chahal) November 14, 2020Back with my brother @imkuldeep18 and back on national duty for 🇮🇳#TeamIndia 💪 #spintwins #kulcha pic.twitter.com/NmWmccaEXt
— Yuzvendra Chahal (@yuzi_chahal) November 14, 2020