ETV Bharat / sports

শীঘ্রই একদিনের ক্রিকেটকে গুডবাই জানাবেন ধোনি; মন্তব্য শাস্ত্রীর - dhoni retirement

শীঘ্রই একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন মহেন্দ্র সিং ধোনি ৷ একটি TV চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই জানালেন ভারতীয় দলের কোচ শাস্ত্রী ৷

image
ধোনি
author img

By

Published : Jan 10, 2020, 12:53 PM IST

দিল্লি, 10 জানুয়ারি : খুব শীঘ্রই একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি ৷ এমনই মত ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীর ৷ একটি TV চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ICC-র চার দিনের টেস্টের প্রস্তাব নিয়ে কথা বলতে গিয়ে ধোনির সম্পর্কে এই মন্তব্য করেন শাস্ত্রী ৷

ICC-র চার দিনের টেস্টের প্রস্তাবকে ‘‘নির্বুদ্ধিতা’’ বলেও কটাক্ষ করেন তিনি ৷ সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, ‘‘ আমি ধোনির সঙ্গে কথা বলেছি ৷ ও টেস্ট কেরিয়ারের ইতি টেনেছে, শীঘ্রই হয়ত একদিনের আন্তর্জাতিক ম্যাচ থেকও অবসর নেবেন ধোনি, তাড়াতাড়িই ও একদিনের ক্রিকেট শেষ করবে ৷’’

image
রবি শাস্ত্রী (সৌজন্য - @RaviShastriOfc)

যদিও আসন্ন টি-20 বিশ্বকাপে ধোনিকে প্রবল প্রতিদ্বন্দী বলেও দাবি করেন শাস্ত্রী ৷ ‘‘যদি তিনি IPL -এ ভালো খেলতে পারেন তাহলে বিশ্বকাপের জন্য ভালো প্রতিদ্বন্দী হতেই পারেন ধোনি,’’ এমনই মত ভারতীয় কোচের ৷

ভারতীয় দলের জার্সিতে বিশ্বকাপের সেমিফাইনালে শেষ ম্যাচ খেলেছেন দু’বারের বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারত অধিনায়ক ৷ ভারতের হয়ে 350টি একদিনের ম্যাচ, 90টি টেস্ট ও 98টি টি-20 ম্যাচ খেলেছেন মাহি ৷ উইকেটের পিছনে 829টি উইকেট নিয়েছেন তিনি ৷ কেরিয়ারে ভারত অধিনায়ক হিসাবে একটি একদিনের বিশ্বকাপ, একটি টি-20 বিশ্বকাপ ও একবার চ্যাম্পিয়ন ট্রফি জিতেছেন ধোনি ৷

দিল্লি, 10 জানুয়ারি : খুব শীঘ্রই একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি ৷ এমনই মত ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীর ৷ একটি TV চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ICC-র চার দিনের টেস্টের প্রস্তাব নিয়ে কথা বলতে গিয়ে ধোনির সম্পর্কে এই মন্তব্য করেন শাস্ত্রী ৷

ICC-র চার দিনের টেস্টের প্রস্তাবকে ‘‘নির্বুদ্ধিতা’’ বলেও কটাক্ষ করেন তিনি ৷ সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, ‘‘ আমি ধোনির সঙ্গে কথা বলেছি ৷ ও টেস্ট কেরিয়ারের ইতি টেনেছে, শীঘ্রই হয়ত একদিনের আন্তর্জাতিক ম্যাচ থেকও অবসর নেবেন ধোনি, তাড়াতাড়িই ও একদিনের ক্রিকেট শেষ করবে ৷’’

image
রবি শাস্ত্রী (সৌজন্য - @RaviShastriOfc)

যদিও আসন্ন টি-20 বিশ্বকাপে ধোনিকে প্রবল প্রতিদ্বন্দী বলেও দাবি করেন শাস্ত্রী ৷ ‘‘যদি তিনি IPL -এ ভালো খেলতে পারেন তাহলে বিশ্বকাপের জন্য ভালো প্রতিদ্বন্দী হতেই পারেন ধোনি,’’ এমনই মত ভারতীয় কোচের ৷

ভারতীয় দলের জার্সিতে বিশ্বকাপের সেমিফাইনালে শেষ ম্যাচ খেলেছেন দু’বারের বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারত অধিনায়ক ৷ ভারতের হয়ে 350টি একদিনের ম্যাচ, 90টি টেস্ট ও 98টি টি-20 ম্যাচ খেলেছেন মাহি ৷ উইকেটের পিছনে 829টি উইকেট নিয়েছেন তিনি ৷ কেরিয়ারে ভারত অধিনায়ক হিসাবে একটি একদিনের বিশ্বকাপ, একটি টি-20 বিশ্বকাপ ও একবার চ্যাম্পিয়ন ট্রফি জিতেছেন ধোনি ৷

Rameswaram (TN), Jan 10 (ANI): Devotees thronged to Tamil Nadu's Rameswaram for 'Arudra Darisanam' festival. A procession was carried out by locals carrying Lord Nataraja through the town. People from different areas also arrived to offer prayers. Security was beefed up around the temple to ensure safety of public.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.