ETV Bharat / sports

রেকর্ডের ছড়াছড়ি ; শামি-জাডেজার দাপটে জিতল ভারত - দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত

প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে 203 রানে হারাল ভারত ৷ এই টেস্টে হল একাধিক রেকর্ড ৷ দুই ইনিংসে সেঞ্চুরি করে ম্যাচের সেরা হলেন রোহিত শর্মা ৷

জয়ের পর ভারতীয় ক্রিকেটারদের উল্লাস
author img

By

Published : Oct 6, 2019, 2:14 PM IST

Updated : Oct 6, 2019, 2:44 PM IST

বিশাখাপটনম, 6 অক্টোবর : একাধিক রেকর্ড ৷ ব্যাটে রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়ালদের দাপট ৷ আর বোলিংয়ে শামি, অশ্বিন আর জাডেজার জাদু ৷ সবমিলিয়ে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে 203 রানে হারাল ভারত ৷ ম্যাচের সেরা হলেন রোহিত শর্মা ৷

আজ এক উইকেটে 11 রান নিয়ে খেলতে নেমেছিলেন দক্ষিণ আফ্রিকার দুই অপরাজিত ব্যাটসম্যান এডেন মার্করাম এবং টি বি ব্রুন ৷ দিনের দ্বিতীয় ওভারেই রবিচন্দ্রন অশ্বিন ফেরান ব্রুনকে ৷ এরপর শুরু হয় মহম্মদ শামি ও রবীন্দ্র জাডেজার দাপট ৷ শামির বল বুঝতে না পেরে বোল্ড হন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু'প্লেসি ৷ আর প্রথম ইনিংসে সেঞ্চুরিকারী কুইন্টন ডি'ককও শামির বলে বোল্ড হয়ে শূন্য রানে প্যাভেলিয়নে ফেরেন ৷ ইনিংসের 27তম ওভারে জাডেজা এক ওভারে নেন তিন উইকেট ৷ 70 রানে 8 উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা ৷

সেইসময় মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকার হার শুধু সময়ের অপেক্ষা ৷ তখনই প্রতিরোধ গড়েন সেনুরান মুথুস্বামী এবং ডেন পিদেত ৷ দু'জনে নবম উইকেটে 91 রান যোগ করেন ৷ শেষপর্যন্ত তাঁদের জুটি ভাঙেন শামি ৷ পিদেতকে বোল্ড করেন ৷ শেষ উইকেটে 30 রান যোগের পর শামির বলে আউট হন কাগিসো রাবাডা ৷ 191 রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা ৷ ভারত জিতল 203 রানে ৷ আর এই ম্যাচ জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 160 পয়েন্ট নিয়ে প্রথম স্থানেই রইল ভারত ৷

test
দক্ষিণ আফ্রিকার উইকেট পতনের পর ভারতীয় খেলোয়াড়দের উল্লাস

দ্বিতীয় ইনিংসে 5 উইকেট নেন শামি ৷ চারটি উইকেট নিয়েছেন জাডেজা ৷ আর অশ্বিন নিয়েছেন এক উইকেট ৷ সবমিলিয়ে এই ম্যাচে অশ্বিন নিয়েছেন 8 উইকেট ৷

এই টেস্টে বেশ কয়েকটি রেকর্ড হয়েছে ৷ তার মধ্যে টেস্ট ক্রিকেটে প্রথমবার ওপেন করতে নেমে একাধিক রেকর্ড করেছেন রোহিত শর্মা ৷ একটি টেস্টে সর্বাধিক ছয় মারার রেকর্ড গড়লেন ৷ দুই ইনিংসে 13টি ছয় মেরেছেন ৷ এর আগে এক টেস্টে সর্বাধিক 12টি ছয় মারার রেকর্ড ছিল পাকিস্তানের ওয়াসিম আক্রমের দখলে ৷ টেস্ট ক্রিকেটে প্রথমবার ওপেন করতে নেমে দুই ইনিংসে সেঞ্চুরির রেকর্ডও গড়লেন রোহিত ৷ ওপেনার হিসেবে ব্যাট করতে নেমে প্রথম টেস্টে সর্বাধিক রানের রেকর্ডও এল এই মুম্বইকরের দখলে ৷ এই টেস্টে দুই ইনিংস মিলে করলেন 303 রান ৷ এর আগে ওপেনার হিসেবে প্রথম টেস্টে সর্বাধিক রান ছিল অস্ট্রেলিয়ার কেপার ওসেলসের ৷ 182-83 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে 208 রান করেছিলেন তিনি ৷

এই সংক্রান্ত খবর : রোহিতের ব্যাটে রেকর্ডের ফুলঝুড়ি

ভারতীয় স্পিন জুটি রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজাও বিশ্বরেকর্ড করলেন ৷ বাঁ হাতি বোলার হিসেবে সবচেয়ে কম ম্যাচে 200 উইকেট নেওয়ার রেকর্ড করলেন জাডেজা ৷ 44টি ম্যাচে 200টি উইকেট নিয়েছেন তিনি ৷ অন্যদিকে, বিশ্বের দ্রুততম 350 উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড স্পর্শ করলেন অশ্বিন ৷ শ্রীলঙ্কার মুথাইয়া মুরলিধরনের সঙ্গে একাসনে বসলেন ৷ দু'জনেই 66 তম ম্যাচে 350 উইকেট নিয়েছেন ৷

এই সংক্রান্ত খবর : রো'হিট'-এর সুপারহিট ইনিংস, অশ্বিন-জাদেজার ঘূর্ণিতে প্রথম টেস্টে অ্যাডভান্টেজ ভারত

এছাড়াও একটি টেস্টে সর্বাধিক ছয় মারার রেকর্ডও হল ৷ দুই দলের ক্রিকেটাররা মোট 37টি ছয় মারলেন ৷ এর আগে 2014 সালে নিউজ়িল্যান্ড ও পাকিস্তানের ম্যাচে মোট 35টি ছয় মেরেছিলেন ব্যাটসম্যানরা ৷

বিশাখাপটনম, 6 অক্টোবর : একাধিক রেকর্ড ৷ ব্যাটে রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়ালদের দাপট ৷ আর বোলিংয়ে শামি, অশ্বিন আর জাডেজার জাদু ৷ সবমিলিয়ে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে 203 রানে হারাল ভারত ৷ ম্যাচের সেরা হলেন রোহিত শর্মা ৷

আজ এক উইকেটে 11 রান নিয়ে খেলতে নেমেছিলেন দক্ষিণ আফ্রিকার দুই অপরাজিত ব্যাটসম্যান এডেন মার্করাম এবং টি বি ব্রুন ৷ দিনের দ্বিতীয় ওভারেই রবিচন্দ্রন অশ্বিন ফেরান ব্রুনকে ৷ এরপর শুরু হয় মহম্মদ শামি ও রবীন্দ্র জাডেজার দাপট ৷ শামির বল বুঝতে না পেরে বোল্ড হন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু'প্লেসি ৷ আর প্রথম ইনিংসে সেঞ্চুরিকারী কুইন্টন ডি'ককও শামির বলে বোল্ড হয়ে শূন্য রানে প্যাভেলিয়নে ফেরেন ৷ ইনিংসের 27তম ওভারে জাডেজা এক ওভারে নেন তিন উইকেট ৷ 70 রানে 8 উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা ৷

সেইসময় মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকার হার শুধু সময়ের অপেক্ষা ৷ তখনই প্রতিরোধ গড়েন সেনুরান মুথুস্বামী এবং ডেন পিদেত ৷ দু'জনে নবম উইকেটে 91 রান যোগ করেন ৷ শেষপর্যন্ত তাঁদের জুটি ভাঙেন শামি ৷ পিদেতকে বোল্ড করেন ৷ শেষ উইকেটে 30 রান যোগের পর শামির বলে আউট হন কাগিসো রাবাডা ৷ 191 রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা ৷ ভারত জিতল 203 রানে ৷ আর এই ম্যাচ জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 160 পয়েন্ট নিয়ে প্রথম স্থানেই রইল ভারত ৷

test
দক্ষিণ আফ্রিকার উইকেট পতনের পর ভারতীয় খেলোয়াড়দের উল্লাস

দ্বিতীয় ইনিংসে 5 উইকেট নেন শামি ৷ চারটি উইকেট নিয়েছেন জাডেজা ৷ আর অশ্বিন নিয়েছেন এক উইকেট ৷ সবমিলিয়ে এই ম্যাচে অশ্বিন নিয়েছেন 8 উইকেট ৷

এই টেস্টে বেশ কয়েকটি রেকর্ড হয়েছে ৷ তার মধ্যে টেস্ট ক্রিকেটে প্রথমবার ওপেন করতে নেমে একাধিক রেকর্ড করেছেন রোহিত শর্মা ৷ একটি টেস্টে সর্বাধিক ছয় মারার রেকর্ড গড়লেন ৷ দুই ইনিংসে 13টি ছয় মেরেছেন ৷ এর আগে এক টেস্টে সর্বাধিক 12টি ছয় মারার রেকর্ড ছিল পাকিস্তানের ওয়াসিম আক্রমের দখলে ৷ টেস্ট ক্রিকেটে প্রথমবার ওপেন করতে নেমে দুই ইনিংসে সেঞ্চুরির রেকর্ডও গড়লেন রোহিত ৷ ওপেনার হিসেবে ব্যাট করতে নেমে প্রথম টেস্টে সর্বাধিক রানের রেকর্ডও এল এই মুম্বইকরের দখলে ৷ এই টেস্টে দুই ইনিংস মিলে করলেন 303 রান ৷ এর আগে ওপেনার হিসেবে প্রথম টেস্টে সর্বাধিক রান ছিল অস্ট্রেলিয়ার কেপার ওসেলসের ৷ 182-83 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে 208 রান করেছিলেন তিনি ৷

এই সংক্রান্ত খবর : রোহিতের ব্যাটে রেকর্ডের ফুলঝুড়ি

ভারতীয় স্পিন জুটি রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজাও বিশ্বরেকর্ড করলেন ৷ বাঁ হাতি বোলার হিসেবে সবচেয়ে কম ম্যাচে 200 উইকেট নেওয়ার রেকর্ড করলেন জাডেজা ৷ 44টি ম্যাচে 200টি উইকেট নিয়েছেন তিনি ৷ অন্যদিকে, বিশ্বের দ্রুততম 350 উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড স্পর্শ করলেন অশ্বিন ৷ শ্রীলঙ্কার মুথাইয়া মুরলিধরনের সঙ্গে একাসনে বসলেন ৷ দু'জনেই 66 তম ম্যাচে 350 উইকেট নিয়েছেন ৷

এই সংক্রান্ত খবর : রো'হিট'-এর সুপারহিট ইনিংস, অশ্বিন-জাদেজার ঘূর্ণিতে প্রথম টেস্টে অ্যাডভান্টেজ ভারত

এছাড়াও একটি টেস্টে সর্বাধিক ছয় মারার রেকর্ডও হল ৷ দুই দলের ক্রিকেটাররা মোট 37টি ছয় মারলেন ৷ এর আগে 2014 সালে নিউজ়িল্যান্ড ও পাকিস্তানের ম্যাচে মোট 35টি ছয় মেরেছিলেন ব্যাটসম্যানরা ৷

Ghaziabad (UP), Oct 06 (ANI): A full dress rehearsal of 87th Indian Air Force day celebration was held on October 06 at Hindon Air Base. IAF officials took part in rehearsal with dazzling flying display of Paragliding and military aircraft. The IAF day is celebrated on October 08.

Last Updated : Oct 6, 2019, 2:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.