ETV Bharat / sports

শূন্য রানে আউট বিরাট, নেই পূজারাও ; ভারতকে টানছেন রোহিত - ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট

দীর্ঘ দুবছরের অপেক্ষার অবসান ঘটল কুলদীপ যাদবের । সাদা জার্সিতে জাতীয় দলে প্রত্যাবর্তন করলেন দেশের একমাত্র চায়নাম্যান বোলার ।

India vs England 2nd Test Kuldeep, Siraj return Axar Patel debuts as India bat
India vs England 2nd Test Kuldeep, Siraj return Axar Patel debuts as India bat
author img

By

Published : Feb 13, 2021, 9:48 AM IST

Updated : Feb 13, 2021, 11:40 AM IST

চেন্নাই, 13 ফেব্রুয়ারি : শূন্য রানে ফিরলেন অধিনায়ক বিরাট কোহলি । খাতা খোলার আগেই মইন আলির বলে বোল্ড আউট হন তিনি । 58 বলে 21 রান ফিরেছেন চেতেশ্বর পূজারাও । প্রথম সেশনেই তিনটি উইকেট হারিয়ে চাপে ভারত । দলকে টানছেন রোহিত শর্মা । তাঁকে সঙ্গ দিচ্ছেন অজিঙ্ক রাহানে ।

খাতায় একটিও রান যোগ না করেই উইকেট খোয়াল ভারত । ফলে চেন্নাই টেস্টের শুরুটা মোটেও শুভ হল না । প্রথম ওভারেই ফিরলেন ভারতীয় ওপেনার শুভমন গিল । এই তরুণ ব্যাটসম্যানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ইংরেজ পেসার ওলে স্টোন । ক্রিজে রয়েছেন রোহিত শর্মা এবং চেতেশ্বর পূজারা । তবে প্রাথমিক ধাক্কা সামলে চিপকে নিজস্ব ভঙ্গিতে ব্যাটিং শুরু করেছেন রোহিত । 8টি চার এবং 1টি ছয়ের সাহায্যে ৪৭ বলে অর্ধশতরান করেছেন তিনি ।

চেন্নাইয়ে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহলি । টস জেতার পর কোহলি বলেন, "প্রথম দিন চিপকের উইকেট ব্যাটিং সহায়ক থাকবে বলেই আশা করি । গত ম্যাচে দেখেছি, দ্বিতীয় দিন থেকে উইকেট ভেঙেছে । তাই টস জিততে পেরে খুশি ।"

প্রথম টেস্টে লজ্জার হার । তাই দ্বিতীয় টেস্টে কামব্যাক করতে মরিয়া ভারত । পাশাপাশি লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে ইংল্যান্ডের বিরুদ্ধে একটিও ম্যাচ হারা চলবে না । প্রথম টেস্ট হারের পর ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন দল নিয়ে অভিযোগ নেই । তবুও দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে একাধিক পরিবর্তন দেখা গেল । দলের মুখ্য পেসার জসপ্রীত বুমরাকে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে । তাঁর পরিবর্তে প্রথম একাদশে ঢুকছেন অস্ট্রেলিয়ায় দুরন্ত পারফরম্যান্স দেওয়া পেসার মহম্মদ সিরাজ । দলকে জয়ের সরণিতে ফেরাতে চিপকের বাইশ গজে ঝড় তুলতে প্রস্তুত এই তরুণ ।

আরও পড়ুন : ক্রিকেটপ্রেমীদের স্বাগত জানাতে প্রস্তুত চিপক

অন্যদিকে দীর্ঘ দুবছরের অপেক্ষার অবসান ঘটল কুলদীপ যাদবের । সাদা জার্সিতে জাতীয় দলে প্রত্যাবর্তন করলেন দেশের একমাত্র চায়নাম্যান বোলার । প্রথম টেস্টে তৃতীয় স্পিনার হিসেবে নেওয়া হয়েছিল শাহবাজ নাদিমকে । টিম ম্যানেজমেন্টের সেই সিদ্ধান্তের প্রবল সমালোচনা হয় । দ্বিতীয় টেস্টে কুলদীপকে খেলানোর পক্ষে জোর সওয়াল করেছিলেন প্রাক্তন ক্রিকেটাররা । ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে দলে নেওয়া হয়েছে তাঁকে । পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হচ্ছে স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেলের । প্রথম টেস্টের আগে চোট পেয়েছিলেন তিনি । চোট সারিয়ে দ্বিতীয় টেস্টে জো রুটদের বিরুদ্ধে সাদা জার্সিতে অভিষেক হচ্ছে অক্ষরের । মূলত রবীন্দ্র জাদেজার অভাব পূরণ করতেই অক্ষরের কথা ভাবা হয়েছে ।

ভারতের প্রথম একাদশ : রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (ক), অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ ।

Last Updated : Feb 13, 2021, 11:40 AM IST

For All Latest Updates

TAGGED:

ind vs eng

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.