শূন্য রানে আউট বিরাট, নেই পূজারাও ; ভারতকে টানছেন রোহিত - ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট
দীর্ঘ দুবছরের অপেক্ষার অবসান ঘটল কুলদীপ যাদবের । সাদা জার্সিতে জাতীয় দলে প্রত্যাবর্তন করলেন দেশের একমাত্র চায়নাম্যান বোলার ।
চেন্নাই, 13 ফেব্রুয়ারি : শূন্য রানে ফিরলেন অধিনায়ক বিরাট কোহলি । খাতা খোলার আগেই মইন আলির বলে বোল্ড আউট হন তিনি । 58 বলে 21 রান ফিরেছেন চেতেশ্বর পূজারাও । প্রথম সেশনেই তিনটি উইকেট হারিয়ে চাপে ভারত । দলকে টানছেন রোহিত শর্মা । তাঁকে সঙ্গ দিচ্ছেন অজিঙ্ক রাহানে ।
খাতায় একটিও রান যোগ না করেই উইকেট খোয়াল ভারত । ফলে চেন্নাই টেস্টের শুরুটা মোটেও শুভ হল না । প্রথম ওভারেই ফিরলেন ভারতীয় ওপেনার শুভমন গিল । এই তরুণ ব্যাটসম্যানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ইংরেজ পেসার ওলে স্টোন । ক্রিজে রয়েছেন রোহিত শর্মা এবং চেতেশ্বর পূজারা । তবে প্রাথমিক ধাক্কা সামলে চিপকে নিজস্ব ভঙ্গিতে ব্যাটিং শুরু করেছেন রোহিত । 8টি চার এবং 1টি ছয়ের সাহায্যে ৪৭ বলে অর্ধশতরান করেছেন তিনি ।
চেন্নাইয়ে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহলি । টস জেতার পর কোহলি বলেন, "প্রথম দিন চিপকের উইকেট ব্যাটিং সহায়ক থাকবে বলেই আশা করি । গত ম্যাচে দেখেছি, দ্বিতীয় দিন থেকে উইকেট ভেঙেছে । তাই টস জিততে পেরে খুশি ।"
প্রথম টেস্টে লজ্জার হার । তাই দ্বিতীয় টেস্টে কামব্যাক করতে মরিয়া ভারত । পাশাপাশি লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে ইংল্যান্ডের বিরুদ্ধে একটিও ম্যাচ হারা চলবে না । প্রথম টেস্ট হারের পর ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেছিলেন দল নিয়ে অভিযোগ নেই । তবুও দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে একাধিক পরিবর্তন দেখা গেল । দলের মুখ্য পেসার জসপ্রীত বুমরাকে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে । তাঁর পরিবর্তে প্রথম একাদশে ঢুকছেন অস্ট্রেলিয়ায় দুরন্ত পারফরম্যান্স দেওয়া পেসার মহম্মদ সিরাজ । দলকে জয়ের সরণিতে ফেরাতে চিপকের বাইশ গজে ঝড় তুলতে প্রস্তুত এই তরুণ ।
আরও পড়ুন : ক্রিকেটপ্রেমীদের স্বাগত জানাতে প্রস্তুত চিপক
-
FIFTY!@ImRo45 is at it from the word go. Brings up a fine half-century in the 2nd @Paytm #INDvENG Test.
— BCCI (@BCCI) February 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Live - https://t.co/Hr7Zk2kjNC #INDvENG pic.twitter.com/Wn4al1vbS7
">FIFTY!@ImRo45 is at it from the word go. Brings up a fine half-century in the 2nd @Paytm #INDvENG Test.
— BCCI (@BCCI) February 13, 2021
Live - https://t.co/Hr7Zk2kjNC #INDvENG pic.twitter.com/Wn4al1vbS7FIFTY!@ImRo45 is at it from the word go. Brings up a fine half-century in the 2nd @Paytm #INDvENG Test.
— BCCI (@BCCI) February 13, 2021
Live - https://t.co/Hr7Zk2kjNC #INDvENG pic.twitter.com/Wn4al1vbS7FIFTY!@ImRo45 is at it from the word go. Brings up a fine half-century in the 2nd @Paytm #INDvENG Test.
— BCCI (@BCCI) February 13, 2021
Live - https://t.co/Hr7Zk2kjNC #INDvENG pic.twitter.com/Wn4al1vbS7
অন্যদিকে দীর্ঘ দুবছরের অপেক্ষার অবসান ঘটল কুলদীপ যাদবের । সাদা জার্সিতে জাতীয় দলে প্রত্যাবর্তন করলেন দেশের একমাত্র চায়নাম্যান বোলার । প্রথম টেস্টে তৃতীয় স্পিনার হিসেবে নেওয়া হয়েছিল শাহবাজ নাদিমকে । টিম ম্যানেজমেন্টের সেই সিদ্ধান্তের প্রবল সমালোচনা হয় । দ্বিতীয় টেস্টে কুলদীপকে খেলানোর পক্ষে জোর সওয়াল করেছিলেন প্রাক্তন ক্রিকেটাররা । ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে দলে নেওয়া হয়েছে তাঁকে । পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হচ্ছে স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেলের । প্রথম টেস্টের আগে চোট পেয়েছিলেন তিনি । চোট সারিয়ে দ্বিতীয় টেস্টে জো রুটদের বিরুদ্ধে সাদা জার্সিতে অভিষেক হচ্ছে অক্ষরের । মূলত রবীন্দ্র জাদেজার অভাব পূরণ করতেই অক্ষরের কথা ভাবা হয়েছে ।
ভারতের প্রথম একাদশ : রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (ক), অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ ।
TAGGED:
ind vs eng