মেলবোর্ন, 8 মার্চ : মঞ্চ তৈরি ছিল, কিন্তু ইতিহাস রচনা করা হল না হরমনপ্রীতদের ৷ বিশ্বকাপে রানার্স হয়েই থাকতে হল ভারতকে ৷ ২০০৩ সালে জোহানেসবার্গে পুরুষদের বিশ্বকাপ ফাইনালে হারের বদলা নেওয়া হল না স্মৃতি, শেফালিদের ৷ অজ়িদের পাহাড়-প্রমাণ রানের চাপে "তাসের ঘরের" মতো ভেঙে পড়ল ভারতের ইনিংস ৷ অস্ট্রেলিয়ার কাছে ৮৫ রানে হারল ভারতীয় মহিলা ক্রিকেট দল ৷
একসময় পুরুষদের ক্রিকেটে স্টিভ ওয়া, রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্টদের হাত ধরে বিশ্ব শাসন করেছে অস্ট্রেলিয়া । বিশ্বকাপেও দেখা গেছিল একচ্ছত্র আধিপত্য । মহিলা ক্রিকেটেও এলিসা হিয়েলি , এলিসা পেরি, মেগ ল্যানিংয়ের হাতে পড়ে ফের বিশ্ব শাসন অস্ট্রেলিয়ার । 2010 সাল থেকে 7 বার মহিলাদের টি-20 বিশ্বকাপ হয়েছে । তার মধ্যে 6 বার ফাইনাল খেলেছে টিম অস্ট্রেলিয়া । আজ পঞ্চমবার টি-20 বিশ্বকাপের স্বাদ পেল অজ়িরা ।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে অস্ট্রেলিয়া । MCG-র বাইশ গজে রানের ছড়াছড়ি, বুঝতে ভুল করেননি অজ়ি অধিনায়ক । তাই টসে জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত । বিশেষজ্ঞরা বলেন, জোহানেসবার্গে সেদিন উইকেট বুঝতে পারেননি সৌরভ গঙ্গোপাধ্যায় । তাই টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মহারাজ । রবিবার সেই ভুল করেননি মেগ ল্যানিং ।
শুরুর ওভার থেকেই ভারতীয় বোলারদের উপর চাপ বাড়াতে থাকেন দুই অজ়ি ওপেনার এলিসা হিয়েলি ও বেথ মুনে । ঝোড়ো ইনিংস খেলেন এলিসা, এমনকী টুর্নামেন্টে দ্রুততম 50 রান করেন তিনি । তখন অসহায় ভারতীয় বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করতে থাকেন দুই ওপেনার । 39 বলে 75 রানে যখন এলিসা থামেন তখন অস্ট্রেলিয়ার ইনিংস শক্ত ভিতের উপর দাঁড়িয়ে। তবে এলিসা আউট হলেও ভারতীয়দের দুর্ভোগ বাড়ান বেথ মুনে । 78 রান করে অপরাজিত থেকে যান তিনি ৷
শেষের ওভারে ম্যাচে ফেরার কিছুটা চেষ্টা করেন ভারতীয় বোলাররা । পরপর ল্যানিং, গার্ডনার ও রিচেল হেয়নেসের উইকেট তুলে নিয়ে রানের গতিতে কিছুটা লাগাম টানেন । কিন্তু অজ়িরা 180 রানের গণ্ডি টপকাতে সক্ষম হয় । টুর্নামেন্টের প্রথম ম্যাচে যে পুণম যাদবের কাছে হারতে হয়েছিল অস্ট্রেলিয়াকে, ফাইনালে সেই পুণমকে স্থিতি হতে দিলেন না অজ়ি ব্যাটসম্যানরা । ভারতীয় বোলারদের মধ্যে দীপ্তি শর্মা দু'টি এবং পুণম ও রাধা যাদব একটি করে উইকেট নেন ।
পাহাড়-প্রমাণ রানের চাপ মাথায় নিয়ে বেশিদূর এগোতে পারেনি ভারতীয় ব্যাটিং । কথায় বলে, মর্নিং শোজ় দা ডে । এখানেও শুরুতেই উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত । টুর্নামেন্টে প্রথম থেকেই ভারতের দুই সেরা ব্যাটসম্যান স্মৃতি মান্ধানা ও অধিনায়ক হরমনপ্রীত কাউর একে বারেই অফ কালার ছিলেন । আজও তার ব্যতিক্রম হল না । চাপের সময় যে স্মৃতি বহু ম্যাচে ভারতকে উতরে দিয়েছেন, সেই স্মৃতির এদিনের সংগ্রহ মাত্র 11 রান ৷ টুর্নামেন্টে ভারতের সবথেকে সফল ব্যাটসম্যান শেফালি ফেরেন মাত্র দুই রান করে । আহত হয়ে মাঠ ছাড়েন উইকেটরক্ষক ব্যাটসম্যান তানিয়া ভাটিয়া । অধিনায়ক হরমনপ্রীতও তথৈবচ । এদিন তাঁর সংগ্রহ 4 রান । কিছুটা চেষ্টা করলেন দীপ্তি শর্মা । 33 রান করে আউট হলেন তিনি । ভেদা কৃষ্ণমূর্তি করলেন 19 রান । বাংলার মেয়ে রিচা ঘোষ করলেন ১৮ রান । উইকেট পেলেন পাঁচ অজ়ি বোলারই ।