ETV Bharat / sports

অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ফাইনাল, ছোটোদের শুভেচ্ছা জানালেন কোহলিরা - under 19 World Cup final

আজ অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত ও প্রতিবেশি বাংলাদেশ ৷ টুর্নামেন্টের বড় ম্যাচের আগে ছোটোদের শুভেচ্ছা জানাল টিম কোহলি ৷

image
টিম ইন্ডিয়া
author img

By

Published : Feb 9, 2020, 8:43 AM IST

Updated : Feb 9, 2020, 8:48 AM IST

অকল্যান্ড, 9 ফেব্রুয়ারি : আজ অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনাল ৷ দক্ষিণ আফ্রিকায় মুখোমুখি ভারত ও বাংলাদেশ ৷ তার আগে ভারতীয় সিনিয়র দল থেকে শুভেচ্ছা এল ভাইয়েদের জন্য ৷ প্রিয়ম গর্গের দলকে শুভেচ্ছাবার্তা পাঠালেন কোহলিরা ৷ সমস্ত খেলাটাই তাঁরা দেখবেন বলে জানিয়েছেন ৷

ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী নিজস্ব স্টাইলে শুভেচ্ছা জানিয়েছেন ৷ অনূর্ধ্ব 19 দলকে ফাইনালে নিজেদের সেরাটা উজার করে দিতে বলেন তিনি ৷ শাস্ত্রী বলেছেন, ‘‘ বন্ধুরা ফাইনালের জন্য শুভেচ্ছা ৷ পুরো টুর্নামেন্টে তোমরা দুরন্ত খেলেছো ৷ ফাইনালে সেরাটা উজার করে দাও ৷’’ bcci.tv -তে একটি সাক্ষাৎকারে বিরাট বলেন, ‘‘ ম্যাচের জন্য অনেক শুভেচ্ছা ৷ যে খেলাটা খেলে এসেছো সেটা খেলো ৷ আমরা তোমাদের খেলা পুরোটা দেখব ৷ আমি শুধু বলতে চাই নিজেদের উপর বিশ্বাস রাখো, নিজেদের খেলাটা খেলো ৷’’

অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুরও ছোটদের উৎসাহিত করেছেন ৷ পরপর তিন বার অনূর্ধ্ব 19 ফাইনালে পৌঁছাল ভারত ৷ সেমিফাইনালে পাকিস্তানকে 10 উইকেটে হারায় প্রিয়ম গর্গের দল ৷ পাকিস্তানকে 172 রানের মধ্যে অলউইকেট করে দেন ভারতের বোলাররা ৷ ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল ৷ অন্যদিকে বাংলাদেশ তাদের প্রথম অনূর্ধ্ব 19 ফাইনাল খেলবে ৷

অকল্যান্ড, 9 ফেব্রুয়ারি : আজ অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনাল ৷ দক্ষিণ আফ্রিকায় মুখোমুখি ভারত ও বাংলাদেশ ৷ তার আগে ভারতীয় সিনিয়র দল থেকে শুভেচ্ছা এল ভাইয়েদের জন্য ৷ প্রিয়ম গর্গের দলকে শুভেচ্ছাবার্তা পাঠালেন কোহলিরা ৷ সমস্ত খেলাটাই তাঁরা দেখবেন বলে জানিয়েছেন ৷

ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী নিজস্ব স্টাইলে শুভেচ্ছা জানিয়েছেন ৷ অনূর্ধ্ব 19 দলকে ফাইনালে নিজেদের সেরাটা উজার করে দিতে বলেন তিনি ৷ শাস্ত্রী বলেছেন, ‘‘ বন্ধুরা ফাইনালের জন্য শুভেচ্ছা ৷ পুরো টুর্নামেন্টে তোমরা দুরন্ত খেলেছো ৷ ফাইনালে সেরাটা উজার করে দাও ৷’’ bcci.tv -তে একটি সাক্ষাৎকারে বিরাট বলেন, ‘‘ ম্যাচের জন্য অনেক শুভেচ্ছা ৷ যে খেলাটা খেলে এসেছো সেটা খেলো ৷ আমরা তোমাদের খেলা পুরোটা দেখব ৷ আমি শুধু বলতে চাই নিজেদের উপর বিশ্বাস রাখো, নিজেদের খেলাটা খেলো ৷’’

অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুরও ছোটদের উৎসাহিত করেছেন ৷ পরপর তিন বার অনূর্ধ্ব 19 ফাইনালে পৌঁছাল ভারত ৷ সেমিফাইনালে পাকিস্তানকে 10 উইকেটে হারায় প্রিয়ম গর্গের দল ৷ পাকিস্তানকে 172 রানের মধ্যে অলউইকেট করে দেন ভারতের বোলাররা ৷ ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল ৷ অন্যদিকে বাংলাদেশ তাদের প্রথম অনূর্ধ্ব 19 ফাইনাল খেলবে ৷

New Delhi, Feb 09 (ANI): Google Chrome has announced that it will now ensure that secure pages only download secure files by blocking mixed content downloads or non-HTTPS downloads, which start on secure pages. The move is to ensure that only secure content is downloaded through secure pages because Chrome currently does not give any indication to the user if their privacy is at stake. Eventually, Chrome plans to remove support for insecure downloads, the official blog notes. Starting with Chrome 81, Chrome will begin gradually addressing the issue in the form of warnings and blocking of mixed content downloads. By October, when it releases Chrome 86, it will block all mixed content downloads. Mobile platforms will have a delayed rollout by one release.

Last Updated : Feb 9, 2020, 8:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.