ETV Bharat / sports

ওয়াংখেড়েতে ক্যাঙারু দাপট, 10 উইকেটে হারল ভারত

মুম্বইয়ে ভারতকে 10 উইকেটে হারিয়ে সিরিজে 1-0 এগিয়ে গেল অস্ট্রেলিয়া

ভারত
india vs australia
author img

By

Published : Jan 14, 2020, 9:10 PM IST

Updated : Jan 15, 2020, 9:27 AM IST

মুম্বই, 14 জানুয়ারি : ওয়াংখেড়েতে ভারতকে 10 উইকেটে হারাল অস্ট্রেলিয়া । জোড়া শতরান দুই অজ়ি ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের ।

প্রথমে ব্যাট করে 255 রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস । জবাবে ব্যাট করতে নেমে কোনও উইকেট না খুইয়ে প্রয়োজনীয় 256 রান তুলে নেয় অজ়িরা ।

প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের দাপটে ম্যাচে পুরো পঞ্চাশ ওভার খেলতে পারেনি ভারত। এই ভারতই অস্ট্রেলিয়াকে রুখতে পারে ক্রিকেট বিশেষজ্ঞদের এমন জল্পনা উড়িয়ে জয় ছিনিয়ে নিলেন অজ়িরা ৷ পাঁচ ওভারের মধ্যে ৩০ রানে চার উইকেট হারিয়ে মনোবল হারিয়ে ফেলেছিল টিম ইন্ডিয়া ৷ শেষ পর্যন্ত ম্যাচ জিতে যায় অজ়িরা ৷

মুম্বই, 14 জানুয়ারি : ওয়াংখেড়েতে ভারতকে 10 উইকেটে হারাল অস্ট্রেলিয়া । জোড়া শতরান দুই অজ়ি ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের ।

প্রথমে ব্যাট করে 255 রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস । জবাবে ব্যাট করতে নেমে কোনও উইকেট না খুইয়ে প্রয়োজনীয় 256 রান তুলে নেয় অজ়িরা ।

প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের দাপটে ম্যাচে পুরো পঞ্চাশ ওভার খেলতে পারেনি ভারত। এই ভারতই অস্ট্রেলিয়াকে রুখতে পারে ক্রিকেট বিশেষজ্ঞদের এমন জল্পনা উড়িয়ে জয় ছিনিয়ে নিলেন অজ়িরা ৷ পাঁচ ওভারের মধ্যে ৩০ রানে চার উইকেট হারিয়ে মনোবল হারিয়ে ফেলেছিল টিম ইন্ডিয়া ৷ শেষ পর্যন্ত ম্যাচ জিতে যায় অজ়িরা ৷

Shivamogga (Karnataka), Jan 14 (ANI): Sugarcane is fetching high prices in the market in Karnataka's Shivamogga district. Massive stock of sugarcane is in supply. Shivamogga was known as the 'sugarcane paradise' during Mysuru Maharaja's times but the production of sugarcane has gradually declined. Now, the cultivation of sugarcane has been restricted. Sugarcanes are in high demand in festive season. It is estimated that in future a situation may arise that Shivamogga will have to import sugarcanes from different parts of the country.
Last Updated : Jan 15, 2020, 9:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.