ETV Bharat / sports

সামিদের দাপটে ইনিংস পরাজয়ের মুখে প্রোটিয়ারা - Ranchi Test

দ্বিতীয় ইনিংসেও ভাগ্য ফেরেনি প্রোটিয়াদের ৷ শুরুতে কুইন্টন ডি কককে ফেরান উমেশ যাদব ৷ এরপর সামির দাপটে 22 রানে 3 উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে প্রোটিয়ারা৷ কখনও উমেশ - সামি, কখনও উমেশ -জাদেজা , কখনও সামি -জাদেজা আর এর মাঝে নাদিম৷ তাঁদের বোলিং আক্রমণ প্রোটিয়াদের মাথা তুলে দাঁড়াতেই দেয়নি ।

ভারত
author img

By

Published : Oct 21, 2019, 7:37 PM IST

Updated : Oct 21, 2019, 8:45 PM IST

রাঁচি, 21 অক্টোবর : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজ ভারত পকেটে পুরে ফেলেছিল পুনেতেই৷ এবার রাঁচিতে সফরকারী দলকে ফের হারানোর পথে মেন ইন ব্লু ৷ দরকার আর মাত্র দুটো উইকেট৷ তৃতীয় দিনের খেলার শেষে দ্বিতীয় ইনিংসে 132 রানে আট উইকেট হারিয়ে ধুঁকছে প্রোটিয়া শিবির ৷

9 রানে 2 উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা৷ তৃতীয় দিনের শুরু থেকেই উমেশ যাদবের গতি আর রবীন্দ্র জাদেজার স্পিন তছনছ করে দেয় প্রোটিয়া ব্যাটিং লাইন আপ ৷ মাত্র 162 রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ৷ প্রথম ইনিংসে 3টি উইকেট পান উমেশ ৷ দুটি করে উইকেট পেয়েছেন শামি, নাদিম, ও জাদেজা ৷ 235 রানে পিছিয়ে থাকা দক্ষিণ আফ্রিকাকে ফলো অন করান ভারত অধিনায়ক বিরাট কোহলি৷

দ্বিতীয় ইনিংসেও ভাগ্য ফেরেনি প্রোটিয়াদের ৷ শুরুতে কুইন্টন ডি কককে ফেরান উমেশ যাদব ৷ এরপর সামির দাপটে 22 রানে 3 উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে প্রোটিয়ারা৷ কখনও উমেশ - সামি, কখনও উমেশ -জাদেজা , কখনও সামি -জাদেজা আর এর মাঝে নাদিম৷ তাঁদের বোলিং আক্রমণ প্রোটিয়াদের মাথা তুলে দাঁড়াতেই দেয়নি ।

জয় থেকে আর মাত্র 2 উইকেট দূরে ভারতীয় দল ৷ চতুর্থ দিনে এই দুই উইকেট নেওয়া এখন সময়ের অপেক্ষা ৷ টানা দুটি টেস্ট সিরিজ আর 4টি টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিমধ্যেই 200 পয়েন্ট পকেটে পুরে নিয়েছে ভারত৷ রাঁচি টেস্ট জিতলে পয়েন্ট বেড়ে হবে 240 ৷

রাঁচি, 21 অক্টোবর : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজ ভারত পকেটে পুরে ফেলেছিল পুনেতেই৷ এবার রাঁচিতে সফরকারী দলকে ফের হারানোর পথে মেন ইন ব্লু ৷ দরকার আর মাত্র দুটো উইকেট৷ তৃতীয় দিনের খেলার শেষে দ্বিতীয় ইনিংসে 132 রানে আট উইকেট হারিয়ে ধুঁকছে প্রোটিয়া শিবির ৷

9 রানে 2 উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা৷ তৃতীয় দিনের শুরু থেকেই উমেশ যাদবের গতি আর রবীন্দ্র জাদেজার স্পিন তছনছ করে দেয় প্রোটিয়া ব্যাটিং লাইন আপ ৷ মাত্র 162 রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ৷ প্রথম ইনিংসে 3টি উইকেট পান উমেশ ৷ দুটি করে উইকেট পেয়েছেন শামি, নাদিম, ও জাদেজা ৷ 235 রানে পিছিয়ে থাকা দক্ষিণ আফ্রিকাকে ফলো অন করান ভারত অধিনায়ক বিরাট কোহলি৷

দ্বিতীয় ইনিংসেও ভাগ্য ফেরেনি প্রোটিয়াদের ৷ শুরুতে কুইন্টন ডি কককে ফেরান উমেশ যাদব ৷ এরপর সামির দাপটে 22 রানে 3 উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে প্রোটিয়ারা৷ কখনও উমেশ - সামি, কখনও উমেশ -জাদেজা , কখনও সামি -জাদেজা আর এর মাঝে নাদিম৷ তাঁদের বোলিং আক্রমণ প্রোটিয়াদের মাথা তুলে দাঁড়াতেই দেয়নি ।

জয় থেকে আর মাত্র 2 উইকেট দূরে ভারতীয় দল ৷ চতুর্থ দিনে এই দুই উইকেট নেওয়া এখন সময়ের অপেক্ষা ৷ টানা দুটি টেস্ট সিরিজ আর 4টি টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিমধ্যেই 200 পয়েন্ট পকেটে পুরে নিয়েছে ভারত৷ রাঁচি টেস্ট জিতলে পয়েন্ট বেড়ে হবে 240 ৷

Gondia (Maharashtra) / Baramati (Maharashtra) / Ahmednagar (Maharashtra), Oct 21 (ANI): Senior Nationalist Congress Party (NCP) Praful Patel along with his wife, Varsha cast his vote at Gondia Assembly constituency. Gopal Agarwal from BJP and Amar Varade from Congress are contesting from this constituency. Senior NCP leader Supriya Sule also cast her vote in Baramati. Her cousin and NCP leader Ajit Pawar is contesting against BJP's Gopichand Padalkar from this constituency. Meanwhile, Maharashtra Congress president Balasaheb Thorat also cast his vote along with his family at Ahmednagar Assembly constituency.
Last Updated : Oct 21, 2019, 8:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.