ETV Bharat / sports

235 রানে অল আউট নিউজ়িল্যান্ড, ভারতকে ম্যাচে ফেরাল বোলাররা - Cricket'

ওয়েলিংটনের মতো প্রতিকূল পরিস্থিতি না থাকলেও শুধুমাত্র ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম ইনিংসে 242 রানের বেশি তুলতে পারেননি কোহলিরা ৷ খারাপ শট খেলে উইকেট ছুড়ে দিয়ে এসে সমালোচিত হয়েছে তাঁরা ৷ জবাবে প্রথম দিনের শেষে বিনা উইকেটে 63 রান তোলে কেন উইলিয়ামসনের দল ৷ তবে ম্যাচের দ্বিতীয় দিনে পরিস্থিতি ঘুরে গেল 180 ডিগ্রি ৷

india
ভারত
author img

By

Published : Mar 1, 2020, 8:41 AM IST

Updated : Mar 1, 2020, 9:22 AM IST

ক্রাইস্টচার্চ, 1 মার্চ: ক্রাইস্টচার্চে দাপটের সঙ্গে ঘুরে দাঁড়ালেন কোহলিরা ৷ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে মরণবাঁচন টেস্টে ভারতের আশা জিইয়ে রাখল বোলাররা ৷ রবিবার দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিনে কেন উইলিয়ামসনের দলকে 235 রানে গুটিয়ে দিল মহম্মদ সামি, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজারা ৷ 7 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করেছে ভারত ৷ সর্বোচ্চ চারটি উইকেট মহম্মদ শামির ৷ জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা এবং উমেশ যাদব যথাক্রমে তিনটি, দুটি এবং একটি উইকেট নিয়েছেন ৷

ওয়েলিংটনের মতো প্রতিকূল পরিস্থিতি না থাকলেও শুধুমাত্র ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম ইনিংসে 242 রানের বেশি তুলতে পারেননি কোহলিরা ৷ খারাপ শট খেলে উইকেট ছুড়ে সমালোচিত হয়েছেন তাঁরা ৷ জবাবে প্রথম দিনের শেষে বিনা উইকেটে 63 রান তোলে কেন উইলিয়ামসনের দল ৷ তবে ম্যাচের দ্বিতীয় দিনে পরিস্থিতি ঘুরে গেল 180 ডিগ্রি ৷ সৌজন্যে নিউজ়িল্যান্ড সফরে প্রবল সমালোচিত হওয়া ভারতের পেস ব্রিগেড ৷ বিনা উইকেটে 63 রান থেকে বুমরা, শামি, উমেশ যাদবদের সম্মিলিত প্রয়াসে মধ্যাহ্নভোজ বিরতিতে নিউজ়িল্যান্ডে স্কোর গিয়ে দাঁড়ায় 142/5 ৷

ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন ভারতীয় সমর্থকদের ঘুম ভাঙার আগেই কিউয়িদের ব্যাটিং লাইন আপের কোমর ভেঙে দিয়েছিল ভারতের বোলিং ব্রিগেড ৷ পেস-স্পিনের জোড়া আঘাতে লাঞ্চের আগেই কিউয়িদের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান প্যাভিলিয়নের পথ ধরে ৷ রবিবার দ্বিতীয় দিন মাঠে নেমেই কিউয়ি শিবিরে পরপর আঘাত হানেন উমেশ যাদব এবং জসপ্রীত বুমরা ৷ ওপেনার টম ব্লান্ডেলকে (30) ফেরান উমেশ ৷ বুমরার শিকার হন অধিনায়ক কেন উইলিয়ামসন (3) ৷ দলীয় 69 রানে পরপর দুটি উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় হোম টিম ৷ নিউজ়িল্যান্ডের একশোর গণ্ডি পার হওয়ার পরপরই রস টেলরের (15) গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজা ৷ কিউয়িদের ভরসা দিচ্ছিলেন অর্ধশতরান করে ক্রিজে সেট হয়ে যাওয়া ওপেনার টম লাথাম ৷ সেই আশায় জল ঢালেন বঙ্গ-পেসার মহম্মদ শামি ৷ লাথামের উইকেট ছিটকে দেওয়ার পর শামির শিকার হন হেনরি নিকোলাসও ৷ 142 রানে পাঁচটি উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজ বিরতিতে যায় দলটি ৷

ওয়াটলিং এবং টিম সাউদিকে খাতা খোলার সময়ই দেননি বুমরা ৷ 26 রানে কলিন ডি গ্র্যান্ডহোমকে ফেরান জাড্ডু ৷ বাকি দুটি উইকেট তুলে কিউয়িদের তাড়াতাড়ি গোটানোর কাজে হাত লাগান মহম্মদ শামি ৷ প্রথম ইনিংসে নিউজ়িল্যান্ডের স্কোর 235 ৷

প্রথম ইনিংসে বিপক্ষকে তিনশোর আশেপাশে বেঁধে রাখার চ্যালেঞ্জ ছিল ভারতীয় বোলারদের সামনে ৷ সেই লক্ষ্যে সফল শামি-বুমরা, জাদেজারা ৷

ক্রাইস্টচার্চ, 1 মার্চ: ক্রাইস্টচার্চে দাপটের সঙ্গে ঘুরে দাঁড়ালেন কোহলিরা ৷ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে মরণবাঁচন টেস্টে ভারতের আশা জিইয়ে রাখল বোলাররা ৷ রবিবার দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিনে কেন উইলিয়ামসনের দলকে 235 রানে গুটিয়ে দিল মহম্মদ সামি, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজারা ৷ 7 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করেছে ভারত ৷ সর্বোচ্চ চারটি উইকেট মহম্মদ শামির ৷ জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা এবং উমেশ যাদব যথাক্রমে তিনটি, দুটি এবং একটি উইকেট নিয়েছেন ৷

ওয়েলিংটনের মতো প্রতিকূল পরিস্থিতি না থাকলেও শুধুমাত্র ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম ইনিংসে 242 রানের বেশি তুলতে পারেননি কোহলিরা ৷ খারাপ শট খেলে উইকেট ছুড়ে সমালোচিত হয়েছেন তাঁরা ৷ জবাবে প্রথম দিনের শেষে বিনা উইকেটে 63 রান তোলে কেন উইলিয়ামসনের দল ৷ তবে ম্যাচের দ্বিতীয় দিনে পরিস্থিতি ঘুরে গেল 180 ডিগ্রি ৷ সৌজন্যে নিউজ়িল্যান্ড সফরে প্রবল সমালোচিত হওয়া ভারতের পেস ব্রিগেড ৷ বিনা উইকেটে 63 রান থেকে বুমরা, শামি, উমেশ যাদবদের সম্মিলিত প্রয়াসে মধ্যাহ্নভোজ বিরতিতে নিউজ়িল্যান্ডে স্কোর গিয়ে দাঁড়ায় 142/5 ৷

ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন ভারতীয় সমর্থকদের ঘুম ভাঙার আগেই কিউয়িদের ব্যাটিং লাইন আপের কোমর ভেঙে দিয়েছিল ভারতের বোলিং ব্রিগেড ৷ পেস-স্পিনের জোড়া আঘাতে লাঞ্চের আগেই কিউয়িদের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান প্যাভিলিয়নের পথ ধরে ৷ রবিবার দ্বিতীয় দিন মাঠে নেমেই কিউয়ি শিবিরে পরপর আঘাত হানেন উমেশ যাদব এবং জসপ্রীত বুমরা ৷ ওপেনার টম ব্লান্ডেলকে (30) ফেরান উমেশ ৷ বুমরার শিকার হন অধিনায়ক কেন উইলিয়ামসন (3) ৷ দলীয় 69 রানে পরপর দুটি উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় হোম টিম ৷ নিউজ়িল্যান্ডের একশোর গণ্ডি পার হওয়ার পরপরই রস টেলরের (15) গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজা ৷ কিউয়িদের ভরসা দিচ্ছিলেন অর্ধশতরান করে ক্রিজে সেট হয়ে যাওয়া ওপেনার টম লাথাম ৷ সেই আশায় জল ঢালেন বঙ্গ-পেসার মহম্মদ শামি ৷ লাথামের উইকেট ছিটকে দেওয়ার পর শামির শিকার হন হেনরি নিকোলাসও ৷ 142 রানে পাঁচটি উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজ বিরতিতে যায় দলটি ৷

ওয়াটলিং এবং টিম সাউদিকে খাতা খোলার সময়ই দেননি বুমরা ৷ 26 রানে কলিন ডি গ্র্যান্ডহোমকে ফেরান জাড্ডু ৷ বাকি দুটি উইকেট তুলে কিউয়িদের তাড়াতাড়ি গোটানোর কাজে হাত লাগান মহম্মদ শামি ৷ প্রথম ইনিংসে নিউজ়িল্যান্ডের স্কোর 235 ৷

প্রথম ইনিংসে বিপক্ষকে তিনশোর আশেপাশে বেঁধে রাখার চ্যালেঞ্জ ছিল ভারতীয় বোলারদের সামনে ৷ সেই লক্ষ্যে সফল শামি-বুমরা, জাদেজারা ৷

Last Updated : Mar 1, 2020, 9:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.