ETV Bharat / sports

শেষ বলে ধোনির ছক্কায় 268-তে পৌঁছাল ভারত - mahi

বিরাট কোহলির মাইলফলক, পান্ডিয়ার ঝোড়়ো ব্যাটিং ও শেষ বলে ধোনির ছক্কায় ওয়েস্ট ইন্ডিজ়কে 269 রানের টার্গেট দিল টিম ইন্ডিয়া ।

শেষ বলে ধোনির ছক্কা
author img

By

Published : Jun 27, 2019, 7:24 PM IST

Updated : Jun 27, 2019, 7:32 PM IST

ম্যানচেস্টার, 27 জুন : ওয়েস্ট ইন্ডিজ়কে 269 রানের টার্গেট দিল টিম ইন্ডিয়া । রোহিত শর্মার বিতর্কিত আউট, বিরাট কোহলির মাইলফলক, পান্ডিয়ার ঝোড়়ো ব্যাটিং ও শেষ বলে ধোনির ছক্কা । আজ ওল্ড ট্র্যাফোর্ডে ক্যারিবিয়ান বোলারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিংয়ের সারমর্ম এটাই ।

আজ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি । ক্যারিবিয়ান পেসারদের বিরুদ্ধে ধীরে শুরু করেন টিম ইন্ডিয়ার দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল । চতুর্থ ওভারে ভারতীয় ইনিংসের প্রথম বাউন্ডারি আসে রোহিতের ব্যাট থেকে । কিন্তু ইনিংসের ষষ্ঠ ওভারে থার্ড-আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের শিকার হন রোহিত । ব্যক্তিগত 18 রানে ড্রেসিংরুমে ফেরেন হিটম্যান ।

এরপর দলের হাল ধরেন কোহলি ও রাহুল । তবে 48 রানে আউট হন রাহুল । বেশিক্ষণ ক্রিজ়ে ছিলেন না বিজয় শংকর ও কেদার যাদব । ব্যক্তিগত 72 রানে ক্যারিবিয়ান ক্যাপ্টেন জেসন হোল্ডারের বলে আউট হন কোহলিও ।

dhoni
ধোনির ছক্কা

বিরাটের সঙ্গে 40 এবং পান্ডিয়ার সঙ্গে 70 রান যোগ করে ভারতীয় ইনিংসকে আড়াইশোর গন্ডি টপকাতে সাহায্য করেন মাহি । 38 বলে 46 রান করে পান্ডিয়া ড্রেসিংরুমে ফিরে গেলেও ইনিংসের শেষ ওভার পর্যন্ত ব্যাটিং করে দলকে 268 রানে পৌঁছে দেন ধোনি । 61 বলে 56 রানে অপরাজিত থাকেন মাহি ।

ম্যানচেস্টার, 27 জুন : ওয়েস্ট ইন্ডিজ়কে 269 রানের টার্গেট দিল টিম ইন্ডিয়া । রোহিত শর্মার বিতর্কিত আউট, বিরাট কোহলির মাইলফলক, পান্ডিয়ার ঝোড়়ো ব্যাটিং ও শেষ বলে ধোনির ছক্কা । আজ ওল্ড ট্র্যাফোর্ডে ক্যারিবিয়ান বোলারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিংয়ের সারমর্ম এটাই ।

আজ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি । ক্যারিবিয়ান পেসারদের বিরুদ্ধে ধীরে শুরু করেন টিম ইন্ডিয়ার দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল । চতুর্থ ওভারে ভারতীয় ইনিংসের প্রথম বাউন্ডারি আসে রোহিতের ব্যাট থেকে । কিন্তু ইনিংসের ষষ্ঠ ওভারে থার্ড-আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের শিকার হন রোহিত । ব্যক্তিগত 18 রানে ড্রেসিংরুমে ফেরেন হিটম্যান ।

এরপর দলের হাল ধরেন কোহলি ও রাহুল । তবে 48 রানে আউট হন রাহুল । বেশিক্ষণ ক্রিজ়ে ছিলেন না বিজয় শংকর ও কেদার যাদব । ব্যক্তিগত 72 রানে ক্যারিবিয়ান ক্যাপ্টেন জেসন হোল্ডারের বলে আউট হন কোহলিও ।

dhoni
ধোনির ছক্কা

বিরাটের সঙ্গে 40 এবং পান্ডিয়ার সঙ্গে 70 রান যোগ করে ভারতীয় ইনিংসকে আড়াইশোর গন্ডি টপকাতে সাহায্য করেন মাহি । 38 বলে 46 রান করে পান্ডিয়া ড্রেসিংরুমে ফিরে গেলেও ইনিংসের শেষ ওভার পর্যন্ত ব্যাটিং করে দলকে 268 রানে পৌঁছে দেন ধোনি । 61 বলে 56 রানে অপরাজিত থাকেন মাহি ।


Amritsar (Punjab), June 27 (ANI): To commemorate the 180th death anniversary of Maharaja Ranjit Singh, a batch of 224 Sikh devotees from the Shiromani Gurdwara Parbandhak Committee (SGPC) left for Pakistan in a special train from Attari Railway Station on Thursday morning. Amidst chants of 'Jo Bole So Nihal', the batch left for 'darshan' of Gurdwara Shri Panja Sahib, Shri Nankana Sahib, and Gurdwara Sri Kartarpur Sahib among other Gurdwaras in Lahore. They will return to India on July 6. SGPC had sent 282 applications for visas this year of which only 224 visas were granted, while 58 were denied on Wednesday. Within the framework of the Pakistan-India protocol on visits to religious shrines of 1974, thousands of pilgrims from India visit Pakistan to observe various religious festivals and occasions every year.

Last Updated : Jun 27, 2019, 7:32 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.