ম্যানচেস্টার, 27 জুন : ওয়েস্ট ইন্ডিজ়কে 269 রানের টার্গেট দিল টিম ইন্ডিয়া । রোহিত শর্মার বিতর্কিত আউট, বিরাট কোহলির মাইলফলক, পান্ডিয়ার ঝোড়়ো ব্যাটিং ও শেষ বলে ধোনির ছক্কা । আজ ওল্ড ট্র্যাফোর্ডে ক্যারিবিয়ান বোলারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিংয়ের সারমর্ম এটাই ।
আজ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি । ক্যারিবিয়ান পেসারদের বিরুদ্ধে ধীরে শুরু করেন টিম ইন্ডিয়ার দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল । চতুর্থ ওভারে ভারতীয় ইনিংসের প্রথম বাউন্ডারি আসে রোহিতের ব্যাট থেকে । কিন্তু ইনিংসের ষষ্ঠ ওভারে থার্ড-আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের শিকার হন রোহিত । ব্যক্তিগত 18 রানে ড্রেসিংরুমে ফেরেন হিটম্যান ।
এরপর দলের হাল ধরেন কোহলি ও রাহুল । তবে 48 রানে আউট হন রাহুল । বেশিক্ষণ ক্রিজ়ে ছিলেন না বিজয় শংকর ও কেদার যাদব । ব্যক্তিগত 72 রানে ক্যারিবিয়ান ক্যাপ্টেন জেসন হোল্ডারের বলে আউট হন কোহলিও ।
বিরাটের সঙ্গে 40 এবং পান্ডিয়ার সঙ্গে 70 রান যোগ করে ভারতীয় ইনিংসকে আড়াইশোর গন্ডি টপকাতে সাহায্য করেন মাহি । 38 বলে 46 রান করে পান্ডিয়া ড্রেসিংরুমে ফিরে গেলেও ইনিংসের শেষ ওভার পর্যন্ত ব্যাটিং করে দলকে 268 রানে পৌঁছে দেন ধোনি । 61 বলে 56 রানে অপরাজিত থাকেন মাহি ।