ETV Bharat / sports

ক্রুনাল, রোহিতের দাপটে ৭ উইকেটে জয় ভারতের - new zealand

T-20 ম্যাচ জিতে সিরিজ়ে সমতা ফেরাল ভারত ।

ফোটো সৌজন্য় : টুইটার@BCCI
author img

By

Published : Feb 8, 2019, 5:20 PM IST

ওয়েলিংটন, ৮ ফেব্রুয়ারি : নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় T-20 ম্যাচ জিতে সিরিজ়ে সমতা ফেরাল ভারত। ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যান অফ দা ম্যাচ হন ক্রুনাল পান্ডিয়া।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজ়িল্যান্ড। ৮ উইকেটে ১৫৮ করে তারা। এরপর ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তোলে ভারত। অধিনায়ক রোহিত শর্মা ২৯ বলে ৫০ রান করেন। শিখর করেন ৩১ বলে ৩০ রান। ঋষভ পন্থ ও ধোনি ৪০ ও ২০ রানে অপরাজিত থাকেন।

T-20-র প্রথম ম্যাচ হেরেছিল ভারত।

ওয়েলিংটন, ৮ ফেব্রুয়ারি : নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় T-20 ম্যাচ জিতে সিরিজ়ে সমতা ফেরাল ভারত। ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যান অফ দা ম্যাচ হন ক্রুনাল পান্ডিয়া।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজ়িল্যান্ড। ৮ উইকেটে ১৫৮ করে তারা। এরপর ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তোলে ভারত। অধিনায়ক রোহিত শর্মা ২৯ বলে ৫০ রান করেন। শিখর করেন ৩১ বলে ৩০ রান। ঋষভ পন্থ ও ধোনি ৪০ ও ২০ রানে অপরাজিত থাকেন।

T-20-র প্রথম ম্যাচ হেরেছিল ভারত।


New Delhi, Feb 08 (ANI): Responding to the Trinamool Congress' (TMC) assertion that Mamata Banerjee is today's "Jhansi Ki Rani", Union Minister of State (Independent Charge), Ministry of Micro, Small and Medium Enterprises Giriraj Singh said, "She can be a demoness but not the Rani of Jhansi." He added, "Rani of Jhansi fought for saving India. She (Mamata Banerjee) is fighting to divide India." TMC chief and West Bengal Chief Minister Mamata Banerjee received support from the opposition for her protest against the central government.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.