ETV Bharat / sports

পৃথ্বী-সূর্যকুমারের দাপটে নিউজ়িল্যান্ডের বিপক্ষে সহজ জয় ভারতীয় A দলের

author img

By

Published : Jan 22, 2020, 10:01 PM IST

প্রস্তুতি ম্যাচে 100 বলে 150 রান করেন পৃথ্বী ৷ বুধবার করলেন 48 রান, খেললেন 35 বল ৷ 9.1 ওভারে 79 রানের পার্টনারশিপ গড়ে ম্যাচের ভিত গড়ে দেন পৃথ্বী ও মণীশ পান্ডে ৷ অধিনায়ক শুভমন গিল করেন 30 রান ৷ সূর্যকুমার যাদব 19 বল খেলে 35 রান করেন

image
পৃথ্বী শ্ব

লিঙ্কন, 22 জানুয়ারি : ফের দুরন্ত খেললেন পৃথ্বী শ ৷ নিউজ়িল্যান্ড A দলের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ জিতল ভারতীয় A দল ৷ লিঙ্কনে ভারত জিতল 5 উইকেটে ৷ ব্যাট হাতে অবদান রাখলেন পৃথ্বী শ ৷

প্রস্তুতি ম্যাচে 100 বলে 150 রান করেন পৃথ্বী ৷ বুধবার করলেন 48 রান, খেললেন 35 বল ৷ 9.1 ওভারে 79 রানের পার্টনারশিপ গড়ে ম্যাচের ভিত গড়ে দেন পৃথ্বী ও মণীশ পান্ডে ৷ অধিনায়ক শুভমন গিল করেন 30 রান ৷ সূর্যকুমার যাদব 19 বল খেলে 35 রান করেন ৷


প্রথমে ব্যাট করে 230 রানেই শেষ হয়ে যায় নিউজ়িল্যান্ডের ইনিংস ৷ 20 ওভার বাকি থাকতেই ম্যাচ জেতে ভারত ৷ নিউজ়িল্যান্ডের হয়ে রাচিন রবীন্দ্র সর্বোচ্চ 49 রান করেন ৷ অধিনায়ক টম ব্রুস করেন 47 রান ৷ ভারতের সবচেয়ে সফল বোলার মহম্মদ সিরাজ ৷ 6.3 ওভার বল করে 33 রান দিয়ে 3টি উইকেট নেন তিনি ৷ খলিল আহমেদ ও অক্ষর প্যাটেল নেন দু’টি করে উইকেট ৷ একদিন আগেই শিখর ধাওয়ানের পরিবর্তে ভারতীয় সিনিয়র দলে জায়গা করে নিয়েছেন মুম্বইয়ের এই ব্যাটসম্যান ৷

লিঙ্কন, 22 জানুয়ারি : ফের দুরন্ত খেললেন পৃথ্বী শ ৷ নিউজ়িল্যান্ড A দলের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ জিতল ভারতীয় A দল ৷ লিঙ্কনে ভারত জিতল 5 উইকেটে ৷ ব্যাট হাতে অবদান রাখলেন পৃথ্বী শ ৷

প্রস্তুতি ম্যাচে 100 বলে 150 রান করেন পৃথ্বী ৷ বুধবার করলেন 48 রান, খেললেন 35 বল ৷ 9.1 ওভারে 79 রানের পার্টনারশিপ গড়ে ম্যাচের ভিত গড়ে দেন পৃথ্বী ও মণীশ পান্ডে ৷ অধিনায়ক শুভমন গিল করেন 30 রান ৷ সূর্যকুমার যাদব 19 বল খেলে 35 রান করেন ৷


প্রথমে ব্যাট করে 230 রানেই শেষ হয়ে যায় নিউজ়িল্যান্ডের ইনিংস ৷ 20 ওভার বাকি থাকতেই ম্যাচ জেতে ভারত ৷ নিউজ়িল্যান্ডের হয়ে রাচিন রবীন্দ্র সর্বোচ্চ 49 রান করেন ৷ অধিনায়ক টম ব্রুস করেন 47 রান ৷ ভারতের সবচেয়ে সফল বোলার মহম্মদ সিরাজ ৷ 6.3 ওভার বল করে 33 রান দিয়ে 3টি উইকেট নেন তিনি ৷ খলিল আহমেদ ও অক্ষর প্যাটেল নেন দু’টি করে উইকেট ৷ একদিন আগেই শিখর ধাওয়ানের পরিবর্তে ভারতীয় সিনিয়র দলে জায়গা করে নিয়েছেন মুম্বইয়ের এই ব্যাটসম্যান ৷

Lucknow (UP), Jan 22 (ANI): Former Uttar Pradesh chief minister and Samajwadi Party chief Akhilesh Yadav said that his party is ready to debate on the issue of development. "Select the dais, call your favourite anchors and debate on development issue, we Samajwadi people are ready to debate with them anytime," said Yadav.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.