ETV Bharat / sports

কোহলিকে আটকাতে চান, ইংল্যান্ডের ব্যাটিংয়ে রুটই ভরসা থর্পের

5 ফেব্রুয়ারি থেকে চেন্নাইয়ে শুরু হতে চলা টেস্ট সিরিজ়ে ভারতীয় বোলারদের একমাত্র পরীক্ষার মুখে ফেলতে পারেন জো রুট ৷ এমনই সাংবাদিক বৈঠক করে জানালেন ইংল্যান্ডের ব্যাটিং কোচ গ্রাহাম থর্প ৷ তবে, ভারতীয় দলের গোটা ব্যাটিং বিভাগ ইংল্যান্ডের বোলারদের পরীক্ষার মুখে ফেলতে পারে বলে জানান গ্রাহাম থর্প ৷

ind-vs-eng-battle-of-captains-to-decide-faith-of-the-series
ভারত বনাম ইংল্যান্ড সিরিজ, ফলাফল নির্ভর করবে অধিনায়কদের পারফর্মেন্সের উপর
author img

By

Published : Jan 30, 2021, 10:24 PM IST

চেন্নাই, 30 জানুয়ারি : শুধুমাত্র বিরাট কোহলির উপর নজর রাখলে ভারত সফরে টেস্ট সিরিজ়ে সফল হতে পারবে না ইংল্য়ান্ড ক্রিকেট দল ৷ সিরিজ় শুরুর সাতদিন আগে চেন্নাইয়ে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এমনই জানালেন ইংল্যান্ডের ব্যাটিং কোচ গ্রাহাম থর্প ৷ তাঁর মতে, ইংল্যান্ডের হয়ে একমাত্র জো রুট ভারতীয় বোলিংকে কঠিন চ্যালেঞ্জে ফেলার ক্ষমতা রাখেন ৷ এছাড়া তেমন কোনও ব্যাটসম্যান ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে সেভাবে সফল হতে পারবেন না বলেই মনে করেন গ্রাহাম ৷ তাই ভারতীয় টিম ম্যানেজমেন্ট কেবল জো রুটের উপর ফোকাস করলেই গোটা ইংল্যান্ড দলকে আটকে দিতে পারবে ৷ তবে, ইংল্যান্ডের কাছে সেই বিলাসিতা করার জায়গা নেই বলেই মনে করেন তিনি ৷

প্রসঙ্গত, সম্প্রতি শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ়ে অপেক্ষাকৃত দুর্বল দলের সঙ্গে একমাত্র জো রুট ছাড়া অন্য কোনও ব্রিটিশ ব্যাটসম্যান সফল হতে পারেননি ৷ সেই প্রেক্ষিতেই গ্রাহাম থর্প বলেন, ‘‘আমরা জানি তিনি (বিরাট কোহলি) অসাধারণ একজন খেলোয়াড় ৷ সেটা তিনি বহু বছর ধরে করে আসছেন ৷ বিরাট এমন একজন ব্য়াটসম্যান যিনি তাঁর ঘরোয়া পরিবেশটা বেশ ভালো করেই চেনেন ৷ আমি মনে করি আমাদের বোলাদের প্রধান লক্ষ্য় হওয়া উচিত নিজেদের সেরা বোলিং করে যাওয়া ৷ আমার মনে হয় না আমাদের স্পিনার ও সিমারদের কাছে এর থেকে বেশি কিছু আশা করা উচিত ৷’’

আরও পড়ুন : ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের পর দলে ফিরছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো

কার্যত সিরিজ় শুরু আগেই নিজেদের অস্ত্র ফেলে দিতে চাইছে ইংল্যান্ড শিবির ৷ এতে তাঁদের উপর কোনও বাড়তি প্রত্যাশা তৈরি হবে না ৷ ফলে কোনওরকম চাপ ছাড়াই মাঠে নামতে পারবেন জো রুট, বেন স্টোকসরা ৷ তবে, ভারতের কাছে ইংল্যান্ডের এই স্ট্র্যাটেজি কিছুটা চাপের হতে পারে বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ কারণ এতে ভারতীয় ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই কিছুটা হলেও চাপ তৈরি হবে ৷ কারণ ঘরের মাঠে নিজেদের সেরা খেলাটা দেখাতে হবে ভারতীয় দলকে ৷

চেন্নাই, 30 জানুয়ারি : শুধুমাত্র বিরাট কোহলির উপর নজর রাখলে ভারত সফরে টেস্ট সিরিজ়ে সফল হতে পারবে না ইংল্য়ান্ড ক্রিকেট দল ৷ সিরিজ় শুরুর সাতদিন আগে চেন্নাইয়ে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এমনই জানালেন ইংল্যান্ডের ব্যাটিং কোচ গ্রাহাম থর্প ৷ তাঁর মতে, ইংল্যান্ডের হয়ে একমাত্র জো রুট ভারতীয় বোলিংকে কঠিন চ্যালেঞ্জে ফেলার ক্ষমতা রাখেন ৷ এছাড়া তেমন কোনও ব্যাটসম্যান ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে সেভাবে সফল হতে পারবেন না বলেই মনে করেন গ্রাহাম ৷ তাই ভারতীয় টিম ম্যানেজমেন্ট কেবল জো রুটের উপর ফোকাস করলেই গোটা ইংল্যান্ড দলকে আটকে দিতে পারবে ৷ তবে, ইংল্যান্ডের কাছে সেই বিলাসিতা করার জায়গা নেই বলেই মনে করেন তিনি ৷

প্রসঙ্গত, সম্প্রতি শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ়ে অপেক্ষাকৃত দুর্বল দলের সঙ্গে একমাত্র জো রুট ছাড়া অন্য কোনও ব্রিটিশ ব্যাটসম্যান সফল হতে পারেননি ৷ সেই প্রেক্ষিতেই গ্রাহাম থর্প বলেন, ‘‘আমরা জানি তিনি (বিরাট কোহলি) অসাধারণ একজন খেলোয়াড় ৷ সেটা তিনি বহু বছর ধরে করে আসছেন ৷ বিরাট এমন একজন ব্য়াটসম্যান যিনি তাঁর ঘরোয়া পরিবেশটা বেশ ভালো করেই চেনেন ৷ আমি মনে করি আমাদের বোলাদের প্রধান লক্ষ্য় হওয়া উচিত নিজেদের সেরা বোলিং করে যাওয়া ৷ আমার মনে হয় না আমাদের স্পিনার ও সিমারদের কাছে এর থেকে বেশি কিছু আশা করা উচিত ৷’’

আরও পড়ুন : ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের পর দলে ফিরছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো

কার্যত সিরিজ় শুরু আগেই নিজেদের অস্ত্র ফেলে দিতে চাইছে ইংল্যান্ড শিবির ৷ এতে তাঁদের উপর কোনও বাড়তি প্রত্যাশা তৈরি হবে না ৷ ফলে কোনওরকম চাপ ছাড়াই মাঠে নামতে পারবেন জো রুট, বেন স্টোকসরা ৷ তবে, ভারতের কাছে ইংল্যান্ডের এই স্ট্র্যাটেজি কিছুটা চাপের হতে পারে বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ কারণ এতে ভারতীয় ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই কিছুটা হলেও চাপ তৈরি হবে ৷ কারণ ঘরের মাঠে নিজেদের সেরা খেলাটা দেখাতে হবে ভারতীয় দলকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.