ETV Bharat / sports

অস্ট্রেলিয়া সফরে 26 সদস্যের দল নিয়ে যাক ভারত : MSK প্রসাদ

author img

By

Published : Jul 26, 2020, 2:10 AM IST

ইংল্যান্ডে খেলার জন্য 29 সদস্যের দল পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ তার মধ্যে ওয়ানডের বিশেষজ্ঞ ক্রিকেটারও আছে ৷ ইংল্যান্ডে কোরোনা প্রটোকল মানার জন্য 26 সদস্যের দল পাঠায় ওয়েস্ট ইন্ডিজ় ৷

ভারতীয় দল
ভারতীয় দল

দিল্লি, 25 জুলাই : বর্ডার - গাভাসকর ট্রফির প্রথম ম্যাচ হওয়ার কথা অ্যাডিলেডে ৷ সেই ম্যাচ খেলার আগে 14 দিনের কোয়ারানটিন কাটাতে হবে ভারতীয় দলকে ৷ তাই সম্ভবত ওয়েস্ট ইন্ডিজ় বা পাকিস্তানের মতো 26 সদস্যের বিশাল দল পাঠাতে পারে ভারত ৷ এমনটাই মনে করছেন প্রাক্তন নির্বাচক প্রধান এম এস কে প্রসাদ ৷ প্রসাদের মতে এটা একটা ভালো বিকল্প হতে পারে ৷ ইন্ডিয়া A দল ও সিনিয়র ভারতীয় দলকে একত্রে 26 সদস্যের ভারতীয় দলকে একমাসের জন্য অস্ট্রেলিয়া পাঠানো ৷

ইংল্যান্ডে খেলার জন্য 29 সদস্যের দল পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ তার মধ্যে ওয়ানডের বিশেষজ্ঞ ক্রিকেটারও আছে ৷ ইংল্যান্ডে কোরোনা প্রটোকল মানার জন্য 26 সদস্যের দল পাঠায় ওয়েস্ট ইন্ডিজ় ৷

সংবাদ সংস্থা PTI কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রসাদ বলেন, ‘‘ টিম ম্যানেজমেন্ট ও সিনিয়রদের কাছে নতুনদের তৈরি করার সময় থাকছে ৷ এইভাবে অনান্য ক্রিকেটারদেরও দেখে নিতে পারা যাবে যাদের প্রতিভা আছে ৷’’

আরও পড়ুন :- ছেলেদের সঙ্গে খেলতেন ফুটবল, সেই হিমা আজ 'ধিং এক্সপ্রেস'

26 সদস্যের দল এটা নিশ্চিত করে যে, দুটি দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে ওয়ার্ম আপ ম্যাচ খেলতে পারবে ভারত ৷ প্রসাদ আরও বলেন, ‘‘ কোরোনার কারণে যেহতু নেট বোলারদের উপর ভরসা করা যাবে না, তাই আমাদের বড় দল নিয়ে যাওয়াই ভালো ৷ এরফলে ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত থাকবে ও বায়ো-সিকিয়র পরিবেশের প্রটোকলও ভঙ্গ করা হবে না ৷ যদি কোউ কোরোনা পজ়িটিভ ধরা পড়ে, তাহলে বাকিদের থেকে তাঁর পরিবর্ত বাছাই করা যেতে পারে ৷ কারণ সবাই 14 দিনের কোয়ারানটিন কাটিয়ে ফেলবে ৷’’

প্রসাদ আরও মনে করেন এটা প্রথম সারির ব্যাটসম্যানদের কাছে অনুশীলনের জন্য ভালো বিষয় ৷ কারণ অনুশীলনে তাঁরা একাধিক বোলারের সম্মুখিন হতে পারবে ৷ এছাড়া একাধিক বোলারদের উপস্থিতির কারণে দলের প্রধান বোলার, যেমন জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা ও উমেশ যাদবরা ম্যাচে ফ্রেস থাকতে পারবেন ৷

দিল্লি, 25 জুলাই : বর্ডার - গাভাসকর ট্রফির প্রথম ম্যাচ হওয়ার কথা অ্যাডিলেডে ৷ সেই ম্যাচ খেলার আগে 14 দিনের কোয়ারানটিন কাটাতে হবে ভারতীয় দলকে ৷ তাই সম্ভবত ওয়েস্ট ইন্ডিজ় বা পাকিস্তানের মতো 26 সদস্যের বিশাল দল পাঠাতে পারে ভারত ৷ এমনটাই মনে করছেন প্রাক্তন নির্বাচক প্রধান এম এস কে প্রসাদ ৷ প্রসাদের মতে এটা একটা ভালো বিকল্প হতে পারে ৷ ইন্ডিয়া A দল ও সিনিয়র ভারতীয় দলকে একত্রে 26 সদস্যের ভারতীয় দলকে একমাসের জন্য অস্ট্রেলিয়া পাঠানো ৷

ইংল্যান্ডে খেলার জন্য 29 সদস্যের দল পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ তার মধ্যে ওয়ানডের বিশেষজ্ঞ ক্রিকেটারও আছে ৷ ইংল্যান্ডে কোরোনা প্রটোকল মানার জন্য 26 সদস্যের দল পাঠায় ওয়েস্ট ইন্ডিজ় ৷

সংবাদ সংস্থা PTI কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রসাদ বলেন, ‘‘ টিম ম্যানেজমেন্ট ও সিনিয়রদের কাছে নতুনদের তৈরি করার সময় থাকছে ৷ এইভাবে অনান্য ক্রিকেটারদেরও দেখে নিতে পারা যাবে যাদের প্রতিভা আছে ৷’’

আরও পড়ুন :- ছেলেদের সঙ্গে খেলতেন ফুটবল, সেই হিমা আজ 'ধিং এক্সপ্রেস'

26 সদস্যের দল এটা নিশ্চিত করে যে, দুটি দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে ওয়ার্ম আপ ম্যাচ খেলতে পারবে ভারত ৷ প্রসাদ আরও বলেন, ‘‘ কোরোনার কারণে যেহতু নেট বোলারদের উপর ভরসা করা যাবে না, তাই আমাদের বড় দল নিয়ে যাওয়াই ভালো ৷ এরফলে ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত থাকবে ও বায়ো-সিকিয়র পরিবেশের প্রটোকলও ভঙ্গ করা হবে না ৷ যদি কোউ কোরোনা পজ়িটিভ ধরা পড়ে, তাহলে বাকিদের থেকে তাঁর পরিবর্ত বাছাই করা যেতে পারে ৷ কারণ সবাই 14 দিনের কোয়ারানটিন কাটিয়ে ফেলবে ৷’’

প্রসাদ আরও মনে করেন এটা প্রথম সারির ব্যাটসম্যানদের কাছে অনুশীলনের জন্য ভালো বিষয় ৷ কারণ অনুশীলনে তাঁরা একাধিক বোলারের সম্মুখিন হতে পারবে ৷ এছাড়া একাধিক বোলারদের উপস্থিতির কারণে দলের প্রধান বোলার, যেমন জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা ও উমেশ যাদবরা ম্যাচে ফ্রেস থাকতে পারবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.