ETV Bharat / sports

সৌরভের অধিনায়কত্বেই ভারতকে ভয় পেতে শুরু করে পাকিস্তান : শোয়েব - পাকিস্তান

শোয়েবের মতে 2000 সালে সৌরভ গাঙ্গুলি অধিনায়ক হওয়ার পর চিত্রটা বদলে যায় ৷ আগে ভারতীয় দলে সেই স্ফুরণ দেখতে পেতেন না তিনি ৷ মাহারাজের আগমনে সেই স্ফুরণ পায় ভারত ৷

shoib
author img

By

Published : Oct 16, 2019, 1:43 PM IST

Updated : Oct 16, 2019, 2:10 PM IST

দিল্লি, 16 অক্টোবর : সৌরভ গাঙ্গুলি BCCI সভাপতি হওয়ায় পাকিস্তান থেকেও আসছে শুভেচ্ছা বার্তা ৷ প্রাক্তন পাকপেসার শোয়েব আখতার প্রশংসা করলেন মহারাজের ৷ তাঁর মতে ICC-তে আওয়াজ তোলার জন্য জোরালো কণ্ঠ পেয়েছে ভারত ৷ সেই সঙ্গে তাঁর আশা এবার পেস বোলারদের জন্য ICC-তে সওয়াল করবেন মহারাজ, ফেরাবেন বডিলাইন বোলিং ৷

সৌরভ ভারতের অধিনায়ক হওয়ার আগে ভারত যে পাকিস্তানকে হারাতে পারে তা মানতেনই না শোয়েব ৷ নয়ের দশকে ICC-র টুর্নামেন্ট ছাড়া পাকিস্তানের বিরুদ্ধে বার বার পর্যুদস্ত হত ভারত ৷ সেই সময় পাক পেসারদের ত্রাসে কাঁপছে গোটা বিশ্ব ৷ আক্রম-ওয়াকার জুটির সুইংয়ে কাত বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানরা ৷ সেই সমইই 1998 সালে পাকিস্তানের জাতীয় দলে জায়গা পান শোয়েব আখতার ৷ পরে যার নাম হয়ে যায় রাওয়াল পিণ্ডি এক্সপ্রেস ৷ আক্রম-ওয়াকারদের সুইং আর আখতারের আগুনে গতি ভারতীয় ব্যাটিংলাইন আপকে বার বার নাড়িয়ে দিত ৷

শোয়েবের মতে 2000 সালে সৌরভ গাঙ্গুলি অধিনায়ক হওয়ার পর চিত্রটা বদলে যায় ৷ আগে ভারতীয় দলে সেই স্ফুরণ দেখতে পেতেন না তিনি ৷ মাহারাজের আগমনে সেই স্ফুরণ পায় ভারত ৷ এক ঝাঁক তরুণ ক্রিকেটার উঠে আসেন মহারাজের হাত ধরে ৷ ভারতীয় দলের বোলিং লাইনেও আসে বৈচিত্র ৷ শোয়েবের মতে সেই সময় অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে ভারতীয় দল তখন সম্পূর্ণ ৷ এই সময়ই 2002 সালে পাকিস্তানে খেলতে গিয়েছিল ভারতীয় দল ৷ পাকিস্তানের মাটিতে সেবার পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতেছিল মহারাজের ভারত ৷

শোয়েব বলেছেন , "আমি বরাবরই সৌরভের প্রশংসা করি ৷ আমি সৌরভকে খুব কাছ থেকে দেখেছি৷ সৌরভের দুরদৃষ্টি প্রখর৷ সৌরভ গাঙ্গুলির BCCI-র সভাপতি হওয়া ক্রিকেটের জন্য ভালো খবর ৷ সৌরভের হাত ধরে জ়াহির , হরভজন, যুবরাজ , সেহওয়াগের মত এক ঝাঁক তরুণ ক্রিকেটার ভারতীয় দলে উঠে আসে ৷ ভারতীয় দলে একটা অসাধারণ সেটআপ তৈরি হয় ৷ সেই থেকে আমি ভারতকে ভয় করতে শুরু করি ৷ "

দিল্লি, 16 অক্টোবর : সৌরভ গাঙ্গুলি BCCI সভাপতি হওয়ায় পাকিস্তান থেকেও আসছে শুভেচ্ছা বার্তা ৷ প্রাক্তন পাকপেসার শোয়েব আখতার প্রশংসা করলেন মহারাজের ৷ তাঁর মতে ICC-তে আওয়াজ তোলার জন্য জোরালো কণ্ঠ পেয়েছে ভারত ৷ সেই সঙ্গে তাঁর আশা এবার পেস বোলারদের জন্য ICC-তে সওয়াল করবেন মহারাজ, ফেরাবেন বডিলাইন বোলিং ৷

সৌরভ ভারতের অধিনায়ক হওয়ার আগে ভারত যে পাকিস্তানকে হারাতে পারে তা মানতেনই না শোয়েব ৷ নয়ের দশকে ICC-র টুর্নামেন্ট ছাড়া পাকিস্তানের বিরুদ্ধে বার বার পর্যুদস্ত হত ভারত ৷ সেই সময় পাক পেসারদের ত্রাসে কাঁপছে গোটা বিশ্ব ৷ আক্রম-ওয়াকার জুটির সুইংয়ে কাত বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানরা ৷ সেই সমইই 1998 সালে পাকিস্তানের জাতীয় দলে জায়গা পান শোয়েব আখতার ৷ পরে যার নাম হয়ে যায় রাওয়াল পিণ্ডি এক্সপ্রেস ৷ আক্রম-ওয়াকারদের সুইং আর আখতারের আগুনে গতি ভারতীয় ব্যাটিংলাইন আপকে বার বার নাড়িয়ে দিত ৷

শোয়েবের মতে 2000 সালে সৌরভ গাঙ্গুলি অধিনায়ক হওয়ার পর চিত্রটা বদলে যায় ৷ আগে ভারতীয় দলে সেই স্ফুরণ দেখতে পেতেন না তিনি ৷ মাহারাজের আগমনে সেই স্ফুরণ পায় ভারত ৷ এক ঝাঁক তরুণ ক্রিকেটার উঠে আসেন মহারাজের হাত ধরে ৷ ভারতীয় দলের বোলিং লাইনেও আসে বৈচিত্র ৷ শোয়েবের মতে সেই সময় অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে ভারতীয় দল তখন সম্পূর্ণ ৷ এই সময়ই 2002 সালে পাকিস্তানে খেলতে গিয়েছিল ভারতীয় দল ৷ পাকিস্তানের মাটিতে সেবার পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতেছিল মহারাজের ভারত ৷

শোয়েব বলেছেন , "আমি বরাবরই সৌরভের প্রশংসা করি ৷ আমি সৌরভকে খুব কাছ থেকে দেখেছি৷ সৌরভের দুরদৃষ্টি প্রখর৷ সৌরভ গাঙ্গুলির BCCI-র সভাপতি হওয়া ক্রিকেটের জন্য ভালো খবর ৷ সৌরভের হাত ধরে জ়াহির , হরভজন, যুবরাজ , সেহওয়াগের মত এক ঝাঁক তরুণ ক্রিকেটার ভারতীয় দলে উঠে আসে ৷ ভারতীয় দলে একটা অসাধারণ সেটআপ তৈরি হয় ৷ সেই থেকে আমি ভারতকে ভয় করতে শুরু করি ৷ "

Kurukshetra (Haryana), Oct 15 (ANI): Despite Haryana government's ban, the incidents of stubble burning is continuing in many parts of the state. Over 120 cases of stubble burning have been reported so far. An FIR has also been filed against the defaulters. While speaking to ANI, a local said, "It pollute the environment but farmers don't have the equipment to control it." "The farmers who burn it they don't have facilities enough. Stubble burning pollution will effect in Haryana and Delhi," another local told ANI.
Last Updated : Oct 16, 2019, 2:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.