দিল্লি, 16 অক্টোবর : সৌরভ গাঙ্গুলি BCCI সভাপতি হওয়ায় পাকিস্তান থেকেও আসছে শুভেচ্ছা বার্তা ৷ প্রাক্তন পাকপেসার শোয়েব আখতার প্রশংসা করলেন মহারাজের ৷ তাঁর মতে ICC-তে আওয়াজ তোলার জন্য জোরালো কণ্ঠ পেয়েছে ভারত ৷ সেই সঙ্গে তাঁর আশা এবার পেস বোলারদের জন্য ICC-তে সওয়াল করবেন মহারাজ, ফেরাবেন বডিলাইন বোলিং ৷
সৌরভ ভারতের অধিনায়ক হওয়ার আগে ভারত যে পাকিস্তানকে হারাতে পারে তা মানতেনই না শোয়েব ৷ নয়ের দশকে ICC-র টুর্নামেন্ট ছাড়া পাকিস্তানের বিরুদ্ধে বার বার পর্যুদস্ত হত ভারত ৷ সেই সময় পাক পেসারদের ত্রাসে কাঁপছে গোটা বিশ্ব ৷ আক্রম-ওয়াকার জুটির সুইংয়ে কাত বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যানরা ৷ সেই সমইই 1998 সালে পাকিস্তানের জাতীয় দলে জায়গা পান শোয়েব আখতার ৷ পরে যার নাম হয়ে যায় রাওয়াল পিণ্ডি এক্সপ্রেস ৷ আক্রম-ওয়াকারদের সুইং আর আখতারের আগুনে গতি ভারতীয় ব্যাটিংলাইন আপকে বার বার নাড়িয়ে দিত ৷
শোয়েবের মতে 2000 সালে সৌরভ গাঙ্গুলি অধিনায়ক হওয়ার পর চিত্রটা বদলে যায় ৷ আগে ভারতীয় দলে সেই স্ফুরণ দেখতে পেতেন না তিনি ৷ মাহারাজের আগমনে সেই স্ফুরণ পায় ভারত ৷ এক ঝাঁক তরুণ ক্রিকেটার উঠে আসেন মহারাজের হাত ধরে ৷ ভারতীয় দলের বোলিং লাইনেও আসে বৈচিত্র ৷ শোয়েবের মতে সেই সময় অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে ভারতীয় দল তখন সম্পূর্ণ ৷ এই সময়ই 2002 সালে পাকিস্তানে খেলতে গিয়েছিল ভারতীয় দল ৷ পাকিস্তানের মাটিতে সেবার পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতেছিল মহারাজের ভারত ৷
শোয়েব বলেছেন , "আমি বরাবরই সৌরভের প্রশংসা করি ৷ আমি সৌরভকে খুব কাছ থেকে দেখেছি৷ সৌরভের দুরদৃষ্টি প্রখর৷ সৌরভ গাঙ্গুলির BCCI-র সভাপতি হওয়া ক্রিকেটের জন্য ভালো খবর ৷ সৌরভের হাত ধরে জ়াহির , হরভজন, যুবরাজ , সেহওয়াগের মত এক ঝাঁক তরুণ ক্রিকেটার ভারতীয় দলে উঠে আসে ৷ ভারতীয় দলে একটা অসাধারণ সেটআপ তৈরি হয় ৷ সেই থেকে আমি ভারতকে ভয় করতে শুরু করি ৷ "