ETV Bharat / sports

প্রথমবার বিশ্বসেরার স্বাদ পেতে লর্ডসে লড়াই ইংল্যান্ড-নিউজ়িল্যান্ডের

এর আগে বিশ্বকাপ ফাইনালে খেললেও ট্রফি জেতেনি তারা । প্রথমবারের জন্য কাপ জিতে ইতিহাস গড়তে চলেছে কোন দল, তা জানতে অপেক্ষা করতে হবে আর কয়েক ঘণ্টা।

প্রথমবার বিশ্বসেরার স্বাদ পেতে লর্ডসে লড়াই ইংল্যান্ড-নিউজ়িল্যান্ডের
author img

By

Published : Jul 14, 2019, 6:24 AM IST

লন্ডন, 14 জুলাই : প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পেতে লর্ডসের বাইশ গজে আজ নামবে ইংল্যান্ড ও নিউজ়িল্যান্ড । এর আগে বিশ্বকাপ ফাইনালে খেললেও ট্রফি জেতেনি তারা । প্রথমবারের জন্য কাপ জিতে ইতিহাস গড়তে চলেছে কোন দল, তা জানতে অপেক্ষা করতে হবে আর কয়েক ঘণ্টা।

ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম সেমিফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে উঠেছে নিউজ়িল্যান্ড । ভারতের বিরুদ্ধে মাত্র 239 রান তুলেও বোলারদের দাপটে ফাইনালের টিকিট পেয়ে যায় উইলিয়ামসনরা । ট্রেন্ট বোল্টের আগুনে বোলিং, অধিনায়ক কেন উইলিয়ামসন ও অভিজ্ঞ রস টেলরের ব্যাটে ভর করে ভারতকে ছিটকে দেয় তারা । বিরাটদের 18 রানে হারিয়ে ফাইনালে পৌঁছায় ব্ল্যাক ক্যাপসরা ।

2015 বিশ্বকাপ ফাইনাল খেললেও MCG-র বাইশ গজে খেতাবের লড়াইয়ে আয়োজক অস্ট্রেলিয়ার কাছে হার মেনেছিল কিউয়িরা । এবারও তাদের খেতাব জয়ের সামনে আরও এক আয়োজক দেশ । ইংল্যান্ড ।

এর আগে তিনবার ফাইনালে খেললেও এখনও বিশ্বজয়ের স্বাদ পায়নি ইংল্যান্ড । 1979, 1987 ও 1992-র পর ফের বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড । এজবাস্টনে দ্বিতীয় সেমিফাইনালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে 27 বছর পর ফের বিশ্বকাপ ফাইনালে উঠেছে তারা ।

বিশ্বকাপ শুরুর আগেই মর্গ্যানদের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ধরে নিয়েছিলেন বিশেষজ্ঞদের একাংশ। । ইংল্যান্ড প্রতিযোগিতার গোড়া থেকেই ফেভারিট ছিল। কেন তাদের সম্ভাব্য চ্যাম্পিয়ন ধরা হচ্ছে, তার প্রমাণ তারা সেমিফাইনালে দিতে পেরেছে ভালোভাবেই । নিউজ়িল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের ছাড়পত্র পেয়েছিল ইংল্যান্ড । রবিবারও লর্ডসে ফেভারিট হিসেবে মাঠে নামবেন মর্গ্যানরা ।

লন্ডন, 14 জুলাই : প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পেতে লর্ডসের বাইশ গজে আজ নামবে ইংল্যান্ড ও নিউজ়িল্যান্ড । এর আগে বিশ্বকাপ ফাইনালে খেললেও ট্রফি জেতেনি তারা । প্রথমবারের জন্য কাপ জিতে ইতিহাস গড়তে চলেছে কোন দল, তা জানতে অপেক্ষা করতে হবে আর কয়েক ঘণ্টা।

ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম সেমিফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে উঠেছে নিউজ়িল্যান্ড । ভারতের বিরুদ্ধে মাত্র 239 রান তুলেও বোলারদের দাপটে ফাইনালের টিকিট পেয়ে যায় উইলিয়ামসনরা । ট্রেন্ট বোল্টের আগুনে বোলিং, অধিনায়ক কেন উইলিয়ামসন ও অভিজ্ঞ রস টেলরের ব্যাটে ভর করে ভারতকে ছিটকে দেয় তারা । বিরাটদের 18 রানে হারিয়ে ফাইনালে পৌঁছায় ব্ল্যাক ক্যাপসরা ।

2015 বিশ্বকাপ ফাইনাল খেললেও MCG-র বাইশ গজে খেতাবের লড়াইয়ে আয়োজক অস্ট্রেলিয়ার কাছে হার মেনেছিল কিউয়িরা । এবারও তাদের খেতাব জয়ের সামনে আরও এক আয়োজক দেশ । ইংল্যান্ড ।

এর আগে তিনবার ফাইনালে খেললেও এখনও বিশ্বজয়ের স্বাদ পায়নি ইংল্যান্ড । 1979, 1987 ও 1992-র পর ফের বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড । এজবাস্টনে দ্বিতীয় সেমিফাইনালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে 27 বছর পর ফের বিশ্বকাপ ফাইনালে উঠেছে তারা ।

বিশ্বকাপ শুরুর আগেই মর্গ্যানদের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ধরে নিয়েছিলেন বিশেষজ্ঞদের একাংশ। । ইংল্যান্ড প্রতিযোগিতার গোড়া থেকেই ফেভারিট ছিল। কেন তাদের সম্ভাব্য চ্যাম্পিয়ন ধরা হচ্ছে, তার প্রমাণ তারা সেমিফাইনালে দিতে পেরেছে ভালোভাবেই । নিউজ়িল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের ছাড়পত্র পেয়েছিল ইংল্যান্ড । রবিবারও লর্ডসে ফেভারিট হিসেবে মাঠে নামবেন মর্গ্যানরা ।

New Delhi, July 14 (ANI): Bharatiya Janata Party (BJP) president of Delhi Manoj Tiwari inaugurated a new road in Delhi's Seelampur on Saturday.This 700-meter long road will help commuters to travel without hustle. While speaking to media personnel, Tiwari said that it is for development of everyone. He further said, "We are working to fulfill Narendra Modi's aim."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.