ETV Bharat / sports

টেস্টে ফিরতে কমপক্ষে 2 মাস প্রস্তুতি দরকার  বোলারদের : ICC - বোলারদের কমপক্ষে 2 মাস প্রস্তুতি দরকার : ICC

টেস্ট ম্যাচে ফিরতে হলে বোলারদের কমপক্ষে দুই মাস আগে থেকে ট্রেনিং শুরু করতে হবে ৷ ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট খেলতে হলে কমপক্ষে দেড়মাস আগে থেকে ট্রেনিং শুরু করতে হবে বলে জানিয়েছে ICC ৷

image
icc
author img

By

Published : May 23, 2020, 4:07 PM IST

দিল্লি, 23 মে : কোরোনা ভাইরাসের জেরে বিশ্বে অনান্য খেলার মতো দীর্ঘদিন বন্ধ ক্রিকেট ৷ এবার মাঠে ক্রিকেট ফেরানোর জন্য তৎপর হল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ৷ একই সঙ্গে ICC -র পক্ষ থেকে একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে ৷

টেস্ট ম্যাচে ফিরতে হলে বোলারদের কমপক্ষে দুই মাস আগে থেকে ট্রেনিং শুরু করতে হবে ৷ ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট খেলতে হলে কমপক্ষে দেড়মাস আগে থেকে ট্রেনিং শুরু করতে হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ৷

ইতিমধ্যে ইংল্যান্ডের ক্রিকেটাররা ব্যক্তিগত ট্রেনিং শুরু করেছে ৷ আশা করা হচ্ছে জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট শুরু করা সম্ভব হবে ৷ এছাড়া অগাস্টে পাকিস্তানেরও 3টি টেস্ট ও 3টি ওয়ান-ডে ম্যাচ খেলার কথা আছে ইংল্যান্ডে ৷ যদিও কোরোনা সংক্রমণের কথা মাথায় রেখে খেলা হবে বন্ধ দ্বারে ৷

শুক্রবার ICC-র তরফে প্রকাশিত গাইডলাইনে বলা হয়, ‘‘ প্রায় দুই মাস খেলা বন্ধ থাকার পর খেলা শুরু হবে ৷ তাই বোলারদের আহত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি ৷ ICC -র তরফে বোলারদের ফিট রাখার জন্য দলগুলিতে সদস্য সংখ্যা বাড়ানোর কথা বলা হয় ৷ 50 ওভারের ম্যাচ ও আন্তর্জাতিক টি-20 ম্যাচে ফেরার জন্য কমপক্ষে 6 সপ্তাহ বোলারদের প্রশিক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে ৷

দিল্লি, 23 মে : কোরোনা ভাইরাসের জেরে বিশ্বে অনান্য খেলার মতো দীর্ঘদিন বন্ধ ক্রিকেট ৷ এবার মাঠে ক্রিকেট ফেরানোর জন্য তৎপর হল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ৷ একই সঙ্গে ICC -র পক্ষ থেকে একটি গাইডলাইন প্রকাশ করা হয়েছে ৷

টেস্ট ম্যাচে ফিরতে হলে বোলারদের কমপক্ষে দুই মাস আগে থেকে ট্রেনিং শুরু করতে হবে ৷ ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট খেলতে হলে কমপক্ষে দেড়মাস আগে থেকে ট্রেনিং শুরু করতে হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ৷

ইতিমধ্যে ইংল্যান্ডের ক্রিকেটাররা ব্যক্তিগত ট্রেনিং শুরু করেছে ৷ আশা করা হচ্ছে জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট শুরু করা সম্ভব হবে ৷ এছাড়া অগাস্টে পাকিস্তানেরও 3টি টেস্ট ও 3টি ওয়ান-ডে ম্যাচ খেলার কথা আছে ইংল্যান্ডে ৷ যদিও কোরোনা সংক্রমণের কথা মাথায় রেখে খেলা হবে বন্ধ দ্বারে ৷

শুক্রবার ICC-র তরফে প্রকাশিত গাইডলাইনে বলা হয়, ‘‘ প্রায় দুই মাস খেলা বন্ধ থাকার পর খেলা শুরু হবে ৷ তাই বোলারদের আহত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি ৷ ICC -র তরফে বোলারদের ফিট রাখার জন্য দলগুলিতে সদস্য সংখ্যা বাড়ানোর কথা বলা হয় ৷ 50 ওভারের ম্যাচ ও আন্তর্জাতিক টি-20 ম্যাচে ফেরার জন্য কমপক্ষে 6 সপ্তাহ বোলারদের প্রশিক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.