ETV Bharat / sports

2011 বিশ্বকাপের ফাইনালে গড়াপেটার অভিযোগ, নজর রাখছে ICC - বিশ্বকাপের ফাইনাল ম্যাচ গড়াপেটা

শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দ্রানান্দা আলুথাগমাগে অভিযোগ করেন, 2011 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ভারতের কাছে বিক্রি করেছিল শ্রীলঙ্কা ৷ এর পরই তার অভিযোগের ভিত্তিতে প্রথমে তৎকালীন নির্বাচক অরবিন্দ ডি সিলভা ও পরে ওপেনার উপল থারাঙ্গা ও অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে জিজ্ঞাসাবাদ করে শ্রীলঙ্কা পুলিশের বিশেষ দল ৷ এবার বিষয়টির উপর নজর রাখছে বলে জানাল ICC ৷

image
icc
author img

By

Published : Jul 3, 2020, 11:40 PM IST

দুবাই, 3 জুলাই : 2011 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ গড়াপেটা নিয়ে এবার মুখ খুলল ICC ৷ পুরো পরিস্থিতির দিকে নজর রাখছে তারা ৷ জানিয়ে দিলেন ICC-র দুর্নীতি দমন শাখার জেনেরাল ম্যানেজার অ্যালেক্স মার্শাল ৷

একটি বিবৃতি দিয়ে ICC-র তরফে মার্শাল বলেন, ‘‘2011 সালের পুরুষ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে গড়াপেটার অভিযোগ উঠেছে ৷ ICC -র দুর্নীতি দমন শাখা পুরো বিষয়টির দিকে নজর রাখছে ৷ কিন্তু বর্তমানে আমাদের কাছে কোনও প্রমাণ আসেনি যা থেকে ICC দুর্নীতি দমন শাখা তদন্ত শুরু করতে পারে ৷ শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দ্রানান্দা আলুথাগমাগে আমাদের কাছে কোনও চিঠি বা তথ্য পাঠাননি ৷ যার থেকে আমরা তদন্ত শুরু করতে পারি ৷ বর্তমানে আমাদের কাছে 2011 সালের বিশ্বকাপ ফাইনালের স্বচ্ছতা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ ’’

তিনি আরও বলেন, ‘‘অভিযোগটি যেহেতু অত্যন্ত গুরুতর তাই আমাদের কাছে এর পক্ষে যদি কোনও প্রমাণ আসে তাহলে ICC তার বর্তমান অবস্থান থেকে সরে আসবে ৷ যদি কারও কাছে এনিয়ে কোনও প্রমাণ থাকে তাদের অনুরোধ, শীঘ্রই ICC-র সঙ্গে যোগাযোগ করুন ৷’’

আরও পড়ুন :- 2011-র বিশ্বকাপ ফাইনালে ম্যাচ গড়াপেটার অভিযোগে সাঙ্গাকারাকে জেরা পুলিশের

কয়েকদিন আগেই শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দ্রানান্দা আলুথাগমাগে অভিযোগ করেন, 2011 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ভারতের কাছে বিক্রি করেছিল শ্রীলঙ্কা ৷ এর পরই তার অভিযোগের ভিত্তিতে প্রথমে তৎকালীন নির্বাচক অরবিন্দ ডি সিলভা ও পরে ওপেনার উপল থারাঙ্গা ও অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে জিজ্ঞাসাবাদ করে শ্রীলঙ্কা পুলিশের বিশেষ দল ৷ প্রথম দিন অরবিন্দ ডি সিলভাকে 10 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তার পর ওপেনার উপল থারাঙ্গাকে 2 ঘণ্টা ও কুমার সাঙ্গাকারাকে 8 ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় ৷ এমনকী তৎকালীন সহ অধিনায়ক মাহেলা জয়বর্ধনেকেও তলব করেছে শ্রীলঙ্কা পুলিশের বিশেষ দল ৷

দুবাই, 3 জুলাই : 2011 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ গড়াপেটা নিয়ে এবার মুখ খুলল ICC ৷ পুরো পরিস্থিতির দিকে নজর রাখছে তারা ৷ জানিয়ে দিলেন ICC-র দুর্নীতি দমন শাখার জেনেরাল ম্যানেজার অ্যালেক্স মার্শাল ৷

একটি বিবৃতি দিয়ে ICC-র তরফে মার্শাল বলেন, ‘‘2011 সালের পুরুষ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে গড়াপেটার অভিযোগ উঠেছে ৷ ICC -র দুর্নীতি দমন শাখা পুরো বিষয়টির দিকে নজর রাখছে ৷ কিন্তু বর্তমানে আমাদের কাছে কোনও প্রমাণ আসেনি যা থেকে ICC দুর্নীতি দমন শাখা তদন্ত শুরু করতে পারে ৷ শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দ্রানান্দা আলুথাগমাগে আমাদের কাছে কোনও চিঠি বা তথ্য পাঠাননি ৷ যার থেকে আমরা তদন্ত শুরু করতে পারি ৷ বর্তমানে আমাদের কাছে 2011 সালের বিশ্বকাপ ফাইনালের স্বচ্ছতা নিয়ে কোনও সন্দেহ নেই ৷ ’’

তিনি আরও বলেন, ‘‘অভিযোগটি যেহেতু অত্যন্ত গুরুতর তাই আমাদের কাছে এর পক্ষে যদি কোনও প্রমাণ আসে তাহলে ICC তার বর্তমান অবস্থান থেকে সরে আসবে ৷ যদি কারও কাছে এনিয়ে কোনও প্রমাণ থাকে তাদের অনুরোধ, শীঘ্রই ICC-র সঙ্গে যোগাযোগ করুন ৷’’

আরও পড়ুন :- 2011-র বিশ্বকাপ ফাইনালে ম্যাচ গড়াপেটার অভিযোগে সাঙ্গাকারাকে জেরা পুলিশের

কয়েকদিন আগেই শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দ্রানান্দা আলুথাগমাগে অভিযোগ করেন, 2011 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ভারতের কাছে বিক্রি করেছিল শ্রীলঙ্কা ৷ এর পরই তার অভিযোগের ভিত্তিতে প্রথমে তৎকালীন নির্বাচক অরবিন্দ ডি সিলভা ও পরে ওপেনার উপল থারাঙ্গা ও অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে জিজ্ঞাসাবাদ করে শ্রীলঙ্কা পুলিশের বিশেষ দল ৷ প্রথম দিন অরবিন্দ ডি সিলভাকে 10 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তার পর ওপেনার উপল থারাঙ্গাকে 2 ঘণ্টা ও কুমার সাঙ্গাকারাকে 8 ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় ৷ এমনকী তৎকালীন সহ অধিনায়ক মাহেলা জয়বর্ধনেকেও তলব করেছে শ্রীলঙ্কা পুলিশের বিশেষ দল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.