ETV Bharat / sports

BCCI -এর অনুরোধ রাখল না ICC, পিছোতে পারে IPL উদ্বোধনের দিন ! - ICC rejects BCCI request to change the date of board meeting

ICC -র সঙ্গে সদস্য দেশগুলির বৈঠকের দিন পিছানোর জন্য আবেদন করেছিল BCCI ৷কিন্তু BCCI -এর অনুরোধ রাখল না আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা ৷ জানিয়ে দেওয়া হল পূর্ব নির্ধারিত দিনেই হবে বৈঠক ৷

image
ICC বনাম BCCI
author img

By

Published : Feb 13, 2020, 12:06 PM IST

দিল্লি, 13 ফেব্রুয়ারি : ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অনুরোধ রাখল না ICC ৷ ভারতীয় বোর্ডের তরফ থেকে আগামী 29 তারিখে বোর্ড মিটিং পিছোনোর অনুরোধ করা হয় ICC -র কাছে ৷ কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জানিয়ে দিল ওই দিনই হবে বোর্ডের মিটিং ৷ এদিকে ওই দিনই 13তম IPL-এর উদ্বোধন ম্যাচ হওয়ার কথা ৷

ICC-র সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে BCCI-এর সব বড় কর্তাদের উপস্থিত থাকতে হবে ৷ এই অবস্থায় আসন্ন IPL-এর উদ্বোধনের তারিখ পরিবর্তন হতে পারে ৷ কয়েকদিন আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন 29 ফেব্রুয়ারি হতে পারে IPL-এর উদ্বোধন ৷

কয়েকদিন আগেই BCCI বৈঠকের দিন পরিবর্তন করার অনুরোধ জানিয়ে ICC -কে চিঠি লেখে ৷ কিন্তু ICC জানিয়ে দেয় তারিখ পরিবর্তন করা সম্ভব নয় ৷ কারণ এই বৈঠকের তারিখ গত বছরের অগস্ট মাসে সদস্য দেশগুলিকে জানিয়ে দেওয়া হয় ৷ এবং ইতিমধ্যে সমস্ত আয়োজন করা হয়ে গেছে ৷

কিন্তু এতে একটি প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে ৷ যদি ICC আগেই সমস্ত বৈঠকের দিনক্ষণ ঘোষণা করে দিয়ে থাকে, তাহলে IPL -এর উদ্বোধনের তারিখ ঘোষণা করার সময় তা কেন বিবেচনা করা হল না?

দিল্লি, 13 ফেব্রুয়ারি : ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অনুরোধ রাখল না ICC ৷ ভারতীয় বোর্ডের তরফ থেকে আগামী 29 তারিখে বোর্ড মিটিং পিছোনোর অনুরোধ করা হয় ICC -র কাছে ৷ কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জানিয়ে দিল ওই দিনই হবে বোর্ডের মিটিং ৷ এদিকে ওই দিনই 13তম IPL-এর উদ্বোধন ম্যাচ হওয়ার কথা ৷

ICC-র সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে BCCI-এর সব বড় কর্তাদের উপস্থিত থাকতে হবে ৷ এই অবস্থায় আসন্ন IPL-এর উদ্বোধনের তারিখ পরিবর্তন হতে পারে ৷ কয়েকদিন আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন 29 ফেব্রুয়ারি হতে পারে IPL-এর উদ্বোধন ৷

কয়েকদিন আগেই BCCI বৈঠকের দিন পরিবর্তন করার অনুরোধ জানিয়ে ICC -কে চিঠি লেখে ৷ কিন্তু ICC জানিয়ে দেয় তারিখ পরিবর্তন করা সম্ভব নয় ৷ কারণ এই বৈঠকের তারিখ গত বছরের অগস্ট মাসে সদস্য দেশগুলিকে জানিয়ে দেওয়া হয় ৷ এবং ইতিমধ্যে সমস্ত আয়োজন করা হয়ে গেছে ৷

কিন্তু এতে একটি প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে ৷ যদি ICC আগেই সমস্ত বৈঠকের দিনক্ষণ ঘোষণা করে দিয়ে থাকে, তাহলে IPL -এর উদ্বোধনের তারিখ ঘোষণা করার সময় তা কেন বিবেচনা করা হল না?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.