ETV Bharat / sports

আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ : পুরুষ বিভাগে প্রতিদ্বন্দ্বী ঋষভ পন্থ এবং জো রুট - ঋষভ পন্থ

আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থের নমিনেশনে জায়গা করে নিলেন ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ ৷ তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে এই তালিকায় রয়েছেন জো রুট ৷ এছাড়াও রয়েছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং ৷

icc-player-of-the-month-rishabh-pant-joe-root-and-stirling-nominated
আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ : পুরুষ বিভাগে প্রতিদ্বন্দ্বী ঋষভ পন্থ এবং জো রুট
author img

By

Published : Feb 2, 2021, 6:34 PM IST

দুবাই, 2 ফেব্রুয়ারি: প্লেয়ার অফ দ্য মান্থের প্রথম নমিনেশনের তালিকা প্রকাশ করল আইসিসি ৷ যেখানে পুরুষ বিভাগে সেরা ক্রিকেটারের নমিনেশনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভারতের ঋষভ পন্থ, ইংল্যান্ডের জো রুট এবং আয়ারল্যান্ডের পল স্টার্লিং ৷ অন্যদিকে মহিলা ক্রিকেটারদের বিভাগে রয়েছেন- পাকিস্তানের দিয়ানা বেইগ, সাউথ আফ্রিকার শাবনিম ইসমাইল এবং মারিজ়ান ক্যাপ ৷

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় সিডনি এবং ব্রিসবেন টেস্টে 97 রান ও অপরাজিত 89 রানের ইনিংস খেলেছিলেন ঋষভ ৷ সিডনিতে ঋষভের 97 রানের ইনিংস ভারতকে হারা ম্যাচ ড্র করতে সাহায্য করেছিল ৷ অন্যদিকে, ব্রিসবেনে 89 রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন তিনি ৷ একইভাবে শ্রীলঙ্কায় 2 ম্যাচের টেস্ট সিরিজে জো রুটের 228 এবং 186 রানের ইনিংসে ভর করে ম্যাচ জিতেছিল ইংল্যান্ড ৷ দুই ব্যাটসম্যানের এই ম্যাচ জেতানো ইনিংসের সুবাদেই আইসিসির প্লেয়ার অফ দ্য মান্থের জন্য তাঁদের নাম বেছে নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : ‘আইসিসি প্লেয়ার অফ দ্য় মান্থ’; ক্রিকেটের জনপ্রিয়তায় নয়া উদ্য়োগ

এবার বিশ্বের ক্রিকেট বিশেষজ্ঞ, ক্রিকেট সাংবাদিক এবং অনুরাগীরা ভোটের মাধ্যমে এদের মধ্যে সেরা ক্রিকেটার বেছে নেবেন ৷ ক্রিকেট বিশেষজ্ঞ এবং ক্রিকেট সাংবাদিকরা ই-মেলের মাধ্যমে তাঁদের ভোট দেবেন ৷ অন্যদিকে, ক্রিকেট অনুরাগীরা আইসিসির ওয়েব সাইটে গিয়ে ভোটিং প্রক্রিয়ায় অংশ নেবেন ৷ তবে, কোন কোন ক্রিকেট বিশেষজ্ঞ ও সাংবাদিক এই ভোটিং প্রক্রিয়ায় অংশ নেবেন তা ঠিক করবে ক্রিকেট নিয়ামক সংস্থা ৷ সেইমতো একটি তালিকাও আইসিসি তৈরি করেছে ৷ যেখানে ভারতের তরফে প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের নাম রয়েছে ৷

দুবাই, 2 ফেব্রুয়ারি: প্লেয়ার অফ দ্য মান্থের প্রথম নমিনেশনের তালিকা প্রকাশ করল আইসিসি ৷ যেখানে পুরুষ বিভাগে সেরা ক্রিকেটারের নমিনেশনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভারতের ঋষভ পন্থ, ইংল্যান্ডের জো রুট এবং আয়ারল্যান্ডের পল স্টার্লিং ৷ অন্যদিকে মহিলা ক্রিকেটারদের বিভাগে রয়েছেন- পাকিস্তানের দিয়ানা বেইগ, সাউথ আফ্রিকার শাবনিম ইসমাইল এবং মারিজ়ান ক্যাপ ৷

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় সিডনি এবং ব্রিসবেন টেস্টে 97 রান ও অপরাজিত 89 রানের ইনিংস খেলেছিলেন ঋষভ ৷ সিডনিতে ঋষভের 97 রানের ইনিংস ভারতকে হারা ম্যাচ ড্র করতে সাহায্য করেছিল ৷ অন্যদিকে, ব্রিসবেনে 89 রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন তিনি ৷ একইভাবে শ্রীলঙ্কায় 2 ম্যাচের টেস্ট সিরিজে জো রুটের 228 এবং 186 রানের ইনিংসে ভর করে ম্যাচ জিতেছিল ইংল্যান্ড ৷ দুই ব্যাটসম্যানের এই ম্যাচ জেতানো ইনিংসের সুবাদেই আইসিসির প্লেয়ার অফ দ্য মান্থের জন্য তাঁদের নাম বেছে নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : ‘আইসিসি প্লেয়ার অফ দ্য় মান্থ’; ক্রিকেটের জনপ্রিয়তায় নয়া উদ্য়োগ

এবার বিশ্বের ক্রিকেট বিশেষজ্ঞ, ক্রিকেট সাংবাদিক এবং অনুরাগীরা ভোটের মাধ্যমে এদের মধ্যে সেরা ক্রিকেটার বেছে নেবেন ৷ ক্রিকেট বিশেষজ্ঞ এবং ক্রিকেট সাংবাদিকরা ই-মেলের মাধ্যমে তাঁদের ভোট দেবেন ৷ অন্যদিকে, ক্রিকেট অনুরাগীরা আইসিসির ওয়েব সাইটে গিয়ে ভোটিং প্রক্রিয়ায় অংশ নেবেন ৷ তবে, কোন কোন ক্রিকেট বিশেষজ্ঞ ও সাংবাদিক এই ভোটিং প্রক্রিয়ায় অংশ নেবেন তা ঠিক করবে ক্রিকেট নিয়ামক সংস্থা ৷ সেইমতো একটি তালিকাও আইসিসি তৈরি করেছে ৷ যেখানে ভারতের তরফে প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের নাম রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.