মুম্বই, 1 অগাস্ট : বিরাট কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক না কি তলানিতে ঠেকেছে ৷ ভারতীয় ড্রেসিংরুমে দু'ভাগে বিভক্ত ৷ অনেকদিন ধরেই এই জল্পনা চলছে ৷ যদিও সেই জল্পনাকে উড়িয়ে দেন বিরাট ৷ পালটা প্রশ্ন করেন, রোহিতের সঙ্গে খারাপ সম্পর্ক হলে কি ভারত ভালো পারফর্ম করতে পারত ? এরপর গতকাল রোহিত শর্মা একটি টুইটে লেখেন, "আমি শুধু আমার দলের জন্য (মাঠে) নামি না ৷ আমার দেশের জন্য (মাঠে) নামি ৷ " এরপরই ফের নতুন করে জল্পনা ছড়ায়, বিরাটকে ইঙ্গিত করেই এই টুইট রোহিতের?
2019 সালের বিশ্বকাপে দুরন্ত পারফরমেন্স করেন রোহিত ৷ ম্যাচের পর রোহিতের সাক্ষাৎকার নেন বিরাট ৷ সাংবাদিক বৈঠকেও হিটম্যানের ভূয়সী প্রশংসা করেন ভারতীয় অধিনায়ক ৷ রোহিতকে একদিনের ক্রিকেটে সেরা ব্যাটসম্যানের তকমা দেন ৷ কিন্তু, ভারত বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরই চাউর হয়, টিম ইন্ডিয়া দু'ভাগে বিভক্ত ৷ একদিকে রয়েছেন বিরাট আর অন্যদিকে রোহিত । আর দু'জনের এই শীতলতা সম্প্রতি তৈরি হয়নি ৷ গত এক বছর ধরেই দলের অধিনায়ক ও সহ-অধিনায়কের সম্পর্কে ফাটল ধরেছে । দু'জনেই অবশ্য বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন ৷
এই সংক্রান্ত আরও খবর : ইনস্টাগ্রামে অনুষ্কাকে আনফলো রোহিতের, ফের শুরু জল্পনা
কিন্তু, দিন কয়েক আগে ইনস্টাগ্রামে বিরাটকে আনফলো করেন রোহিত ৷ তারপর বিরাটের স্ত্রী অনুষ্কা শর্মাকেও আনফলো করে দেন । বিরাট এখনও রোহিতকে ফলো করলেও দুই খেলোয়াড়ের সম্পর্ক নিয়ে জল্পনা ছড়ায় ৷ এরপর ওয়েস্ট ইন্ডিজ় সফরে যাওয়ার আগে সোমবার সাংবাদিক বৈঠকে রোহিতের সঙ্গে সম্পর্কের অবনতির জল্পনাকে উড়িয়ে দেন বিরাট ৷ দাবি করেন, রোহিতের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতির জল্পনা কল্পনাপ্রসূত ও বানানো ৷ যা অত্যন্ত অসম্মানজনক ৷ বিরাটের কথায়, "আমিও এই বিষয়টা (রোহিত-বিরাটের শীতল সম্পর্ক) শুনেছি ৷ সাফল্যের জন্য ড্রেসিংরুমের পরিবেশ গুরুত্বপূর্ণ ৷ যদি এটা সত্যি হত, তাহলে আমরা ভালো পারফর্ম করতে পারতাম না ৷ " একই প্রতিক্রিয়া দেন হেড কোচ রবি শাস্ত্রী ৷
এই সংক্রান্ত আরও খবর : রোহিতের সঙ্গে খারাপ সম্পর্ক হলে কি আমরা ভালো পারফর্ম করতে পারতাম ? প্রশ্ন কোহলির
যদিও বিরাটের ব্যাখ্যায় থামেনি জল্পনা ৷ বরং রোহিতের নতুন টুইটে সেই জল্পনার আগুনে ঘি ঢালল বলেই মত ক্রিকেট মহলের ৷ বিরাট যেখানে ড্রেসিংরুম আর টিম গেমের উপর জোর দিয়েছেন সেখানে দেশের কথা বলে হিটম্যান কি আদতে বিরাটের ব্যাখ্যাকে খণ্ডন করলেন?
-
I don’t just walk out for my Team. I walk out for my country. pic.twitter.com/S4RFkC0pSk
— Rohit Sharma (@ImRo45) July 31, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I don’t just walk out for my Team. I walk out for my country. pic.twitter.com/S4RFkC0pSk
— Rohit Sharma (@ImRo45) July 31, 2019I don’t just walk out for my Team. I walk out for my country. pic.twitter.com/S4RFkC0pSk
— Rohit Sharma (@ImRo45) July 31, 2019