ETV Bharat / sports

পান্ডিয়া-রাহুলের জরিমানা : শহিদ পরিবার ও ব্লাইন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনকে মোট ২০ লাখ দেওয়ার নির্দেশ - bcci

করণ জোহরের টেলিভিশন শো কফি উইথ করণ-এ মহিলাদের প্রতি অসম্মানজনক মন্তব্যর জন্য ২০ লাখ টাকা দেওয়ার নির্দেশ পান্ডিয়া-রাহুলকে ।

পান্ডিয়া-রাহুল
author img

By

Published : Apr 20, 2019, 1:37 PM IST

মুম্বই, ২০ এপ্রিল : করণ জোহরের টেলিভিশন শো কফি উইথ করণ-এ মহিলাদের প্রতি অসম্মানজনক মন্তব্যর জন্য ২০ লাখ টাকা জরিমানা ধার্য করলেন করল BCCI অমবুডসমান ডি কে জৈন । হার্দিক পান্ডিয়া ও কে এল রাহুলকে এই অর্থের অর্ধেক জমা করতে হবে দৃষ্টিহীনদের জন্য তৈরি করা ক্রিকেট সংস্থার তহবিলে । বাকি অর্থ ১০ জন শহিদ আধাসামরিক বাহিনী কনস্টেবলের পরিবারকে দান করার নির্দেশ দিয়েছেন জৈন । আগামী ৪ সপ্তাহের মধ্যে তা দিতে হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি ।

গত বছর ডিসেম্বরে কফি উইথ করণ-এ হার্দিক পান্ডিয়া মহিলাদের উদ্দেশে অশালীন মন্তব্য করেছিলেন। তা নিয়ে বিতর্কের সূত্রপাত । নিজের যৌন জীবন, মহিলাদের নিয়ে অসম্মানজনক মন্তব্যের জেরে সোশাল মিডিয়ায় হার্দিকের বিরুদ্ধে তীব্র সমালোচনা হয় । ওই শো-তে উপস্থিত ছিলেন লোকেশ রাহুল । তিনিও সমালোচিত হন । যার ফলে বাধ্য হয়েই দুই ম্যাচের জন্য ব্যানড করা হয় পান্ডিয়াকে । নিষেধাজ্ঞা জারি করা হয় রাহুলের উপরও ।

এক সময়ে এই বিতর্কের জেরে ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছিলেন দুই ক্রিকেটারই। বোর্ডে একদল হার্দিক ও রাহুলের কড়া শাস্তির পক্ষে সওয়াল করে । এবং অন্যপক্ষ শাস্তি শিথিল করে তাঁদের পুনরায় ক্রিকেট মাঠে ফিরিয়ে আনার কথা বলে। প্রাক্তন ক্রিকেটারদের অনেকেও এই ইশুতে হার্দিক ও রাহুলকে সংশোধিত হওয়ার সুযোগ দেওয়ার পক্ষে মত প্রকাশ করেছিল । তবে বিতর্ক পিছনে ফেলে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বিষয়টির অবসান হওয়ায় দু'জনেই স্বস্তিতে থাকবেন বলে মনে করা যায় ।

মুম্বই, ২০ এপ্রিল : করণ জোহরের টেলিভিশন শো কফি উইথ করণ-এ মহিলাদের প্রতি অসম্মানজনক মন্তব্যর জন্য ২০ লাখ টাকা জরিমানা ধার্য করলেন করল BCCI অমবুডসমান ডি কে জৈন । হার্দিক পান্ডিয়া ও কে এল রাহুলকে এই অর্থের অর্ধেক জমা করতে হবে দৃষ্টিহীনদের জন্য তৈরি করা ক্রিকেট সংস্থার তহবিলে । বাকি অর্থ ১০ জন শহিদ আধাসামরিক বাহিনী কনস্টেবলের পরিবারকে দান করার নির্দেশ দিয়েছেন জৈন । আগামী ৪ সপ্তাহের মধ্যে তা দিতে হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি ।

গত বছর ডিসেম্বরে কফি উইথ করণ-এ হার্দিক পান্ডিয়া মহিলাদের উদ্দেশে অশালীন মন্তব্য করেছিলেন। তা নিয়ে বিতর্কের সূত্রপাত । নিজের যৌন জীবন, মহিলাদের নিয়ে অসম্মানজনক মন্তব্যের জেরে সোশাল মিডিয়ায় হার্দিকের বিরুদ্ধে তীব্র সমালোচনা হয় । ওই শো-তে উপস্থিত ছিলেন লোকেশ রাহুল । তিনিও সমালোচিত হন । যার ফলে বাধ্য হয়েই দুই ম্যাচের জন্য ব্যানড করা হয় পান্ডিয়াকে । নিষেধাজ্ঞা জারি করা হয় রাহুলের উপরও ।

এক সময়ে এই বিতর্কের জেরে ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছিলেন দুই ক্রিকেটারই। বোর্ডে একদল হার্দিক ও রাহুলের কড়া শাস্তির পক্ষে সওয়াল করে । এবং অন্যপক্ষ শাস্তি শিথিল করে তাঁদের পুনরায় ক্রিকেট মাঠে ফিরিয়ে আনার কথা বলে। প্রাক্তন ক্রিকেটারদের অনেকেও এই ইশুতে হার্দিক ও রাহুলকে সংশোধিত হওয়ার সুযোগ দেওয়ার পক্ষে মত প্রকাশ করেছিল । তবে বিতর্ক পিছনে ফেলে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বিষয়টির অবসান হওয়ায় দু'জনেই স্বস্তিতে থাকবেন বলে মনে করা যায় ।

Buniadpur (West Bengal), Apr 20 (ANI): While addressing a public rally, Prime Minister Narendra Modi in West Bengal's Buniadpur on Saturday said, "In Purulia, a BJP worker was murdered. I want to assure each West Bengal BJP worker and people of the state that justice will be done. Strict action will be taken against those people who are responsible."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.