দিল্লি, 8 অগাস্ট: পাইলট, সহ-পাইলট নিয়ে প্রাণ গেছে 18 জন যাত্রীর ৷ 100-র বেশি মানুষ আহত ৷ শুক্রবার রাতে দুবাই থেকে আসা কোঝিকোড়ের কারিপুর বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমানের ভয়ঙ্কর দুর্ঘটনায় শোকস্তব্ধ দেশের ক্রিকেট জগত ৷ একেই কোরোনার সঙ্গে যুঝছে গোটা দেশ ৷ তার মধ্যে এমন এই বিমান দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে ক্রীড়াজগতকে ৷ টুইটে শোকপ্রকাশ করেছেন বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর থেকে ইরফান পাঠানরা ৷
টুইটারে ভারত অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, "কোঝিকোড়ের বিমান দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য প্রার্থনা করছি ৷ আর যাঁরা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি রইল গভীর সমবেদনা ৷"
-
Praying for those who have been affected by the aircraft accident in Kozhikode. Deepest condolences to the loved ones of those who have lost their lives. 🙏🏼
— Virat Kohli (@imVkohli) August 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Praying for those who have been affected by the aircraft accident in Kozhikode. Deepest condolences to the loved ones of those who have lost their lives. 🙏🏼
— Virat Kohli (@imVkohli) August 7, 2020Praying for those who have been affected by the aircraft accident in Kozhikode. Deepest condolences to the loved ones of those who have lost their lives. 🙏🏼
— Virat Kohli (@imVkohli) August 7, 2020
টুইটে শোকপ্রকাশ করতে গিয়ে মাস্টার ব্লাস্টার লেখেন, "কোঝিকোড় বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানটিতে যাঁরা ছিলেন তাঁদের সুরক্ষা কামনা করছি ৷ এই ট্র্যাজিক দুর্ঘটনায় যাঁরা কাছের মানুষদের হারিয়েছেন সেই পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা রইল ৷"
-
Praying for the safety of everyone onboard the #AirIndia Express Aircraft that’s overshot the runway at Kozhikode Airport, Kerala.
— Sachin Tendulkar (@sachin_rt) August 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Deepest condolences to the families who have lost their near ones in this tragic accident.
">Praying for the safety of everyone onboard the #AirIndia Express Aircraft that’s overshot the runway at Kozhikode Airport, Kerala.
— Sachin Tendulkar (@sachin_rt) August 7, 2020
Deepest condolences to the families who have lost their near ones in this tragic accident.Praying for the safety of everyone onboard the #AirIndia Express Aircraft that’s overshot the runway at Kozhikode Airport, Kerala.
— Sachin Tendulkar (@sachin_rt) August 7, 2020
Deepest condolences to the families who have lost their near ones in this tragic accident.
শোকপ্রকাশ করেছেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানও ৷ তিনি লেখেন, "পাইলট-সহ এই বিমান দুর্ঘটনায় যাঁদের প্রাণ গেছে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ৷ আহত যাত্রীদের জন্য প্রার্থনা করছি ৷"
-
My heartfelt condolences to the family of the Pilot who lost his life during the accident & prayers for the ones injured in the Air India aircraft at #Kozhikode #AirIndiaExpress
— Irfan Pathan (@IrfanPathan) August 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">My heartfelt condolences to the family of the Pilot who lost his life during the accident & prayers for the ones injured in the Air India aircraft at #Kozhikode #AirIndiaExpress
— Irfan Pathan (@IrfanPathan) August 7, 2020My heartfelt condolences to the family of the Pilot who lost his life during the accident & prayers for the ones injured in the Air India aircraft at #Kozhikode #AirIndiaExpress
— Irfan Pathan (@IrfanPathan) August 7, 2020