ETV Bharat / sports

কোঝিকোড় বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ সচিন-কোহলিরা - কোঝিকোড় বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ সচিন-কোহলিরা

কোঝিকোড়ের কারিপুর বিমানবন্দরের রানওয়েতে পিছলে এয়ার ইন্ডিয়ার বিমান দু'টুকরো হয়ে প্রাণ হারিয়েছেন 18 জন ৷ শুক্রবার রাতের এই ভয়ঙ্কর দুর্ঘটনায় শোকস্তব্ধ ক্রিকেট জগত ৷

কোঝিকোড় বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ সচিন-কোহলিরা
কোঝিকোড় বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ সচিন-কোহলিরা
author img

By

Published : Aug 8, 2020, 3:18 PM IST

দিল্লি, 8 অগাস্ট: পাইলট, সহ-পাইলট নিয়ে প্রাণ গেছে 18 জন যাত্রীর ৷ 100-র বেশি মানুষ আহত ৷ শুক্রবার রাতে দুবাই থেকে আসা কোঝিকোড়ের কারিপুর বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমানের ভয়ঙ্কর দুর্ঘটনায় শোকস্তব্ধ দেশের ক্রিকেট জগত ৷ একেই কোরোনার সঙ্গে যুঝছে গোটা দেশ ৷ তার মধ্যে এমন এই বিমান দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে ক্রীড়াজগতকে ৷ টুইটে শোকপ্রকাশ করেছেন বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর থেকে ইরফান পাঠানরা ৷

টুইটারে ভারত অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, "কোঝিকোড়ের বিমান দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য প্রার্থনা করছি ৷ আর যাঁরা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি রইল গভীর সমবেদনা ৷"

  • Praying for those who have been affected by the aircraft accident in Kozhikode. Deepest condolences to the loved ones of those who have lost their lives. 🙏🏼

    — Virat Kohli (@imVkohli) August 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
দুর্ঘটনায় মৃত পাইলট দীপক বসন্ত সাথে
দুর্ঘটনায় মৃত পাইলট দীপক বসন্ত সাথে

টুইটে শোকপ্রকাশ করতে গিয়ে মাস্টার ব্লাস্টার লেখেন, "কোঝিকোড় বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানটিতে যাঁরা ছিলেন তাঁদের সুরক্ষা কামনা করছি ৷ এই ট্র্যাজিক দুর্ঘটনায় যাঁরা কাছের মানুষদের হারিয়েছেন সেই পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা রইল ৷"

  • Praying for the safety of everyone onboard the #AirIndia Express Aircraft that’s overshot the runway at Kozhikode Airport, Kerala.
    Deepest condolences to the families who have lost their near ones in this tragic accident.

    — Sachin Tendulkar (@sachin_rt) August 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
বিমানের ধ্বংসাবশেষ
বিমানের ধ্বংসাবশেষ

শোকপ্রকাশ করেছেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানও ৷ তিনি লেখেন, "পাইলট-সহ এই বিমান দুর্ঘটনায় যাঁদের প্রাণ গেছে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ৷ আহত যাত্রীদের জন্য প্রার্থনা করছি ৷"

  • My heartfelt condolences to the family of the Pilot who lost his life during the accident & prayers for the ones injured in the Air India aircraft at #Kozhikode #AirIndiaExpress

    — Irfan Pathan (@IrfanPathan) August 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 8 অগাস্ট: পাইলট, সহ-পাইলট নিয়ে প্রাণ গেছে 18 জন যাত্রীর ৷ 100-র বেশি মানুষ আহত ৷ শুক্রবার রাতে দুবাই থেকে আসা কোঝিকোড়ের কারিপুর বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার বিমানের ভয়ঙ্কর দুর্ঘটনায় শোকস্তব্ধ দেশের ক্রিকেট জগত ৷ একেই কোরোনার সঙ্গে যুঝছে গোটা দেশ ৷ তার মধ্যে এমন এই বিমান দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে ক্রীড়াজগতকে ৷ টুইটে শোকপ্রকাশ করেছেন বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর থেকে ইরফান পাঠানরা ৷

টুইটারে ভারত অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, "কোঝিকোড়ের বিমান দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য প্রার্থনা করছি ৷ আর যাঁরা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি রইল গভীর সমবেদনা ৷"

  • Praying for those who have been affected by the aircraft accident in Kozhikode. Deepest condolences to the loved ones of those who have lost their lives. 🙏🏼

    — Virat Kohli (@imVkohli) August 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
দুর্ঘটনায় মৃত পাইলট দীপক বসন্ত সাথে
দুর্ঘটনায় মৃত পাইলট দীপক বসন্ত সাথে

টুইটে শোকপ্রকাশ করতে গিয়ে মাস্টার ব্লাস্টার লেখেন, "কোঝিকোড় বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানটিতে যাঁরা ছিলেন তাঁদের সুরক্ষা কামনা করছি ৷ এই ট্র্যাজিক দুর্ঘটনায় যাঁরা কাছের মানুষদের হারিয়েছেন সেই পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা রইল ৷"

  • Praying for the safety of everyone onboard the #AirIndia Express Aircraft that’s overshot the runway at Kozhikode Airport, Kerala.
    Deepest condolences to the families who have lost their near ones in this tragic accident.

    — Sachin Tendulkar (@sachin_rt) August 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
বিমানের ধ্বংসাবশেষ
বিমানের ধ্বংসাবশেষ

শোকপ্রকাশ করেছেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানও ৷ তিনি লেখেন, "পাইলট-সহ এই বিমান দুর্ঘটনায় যাঁদের প্রাণ গেছে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ৷ আহত যাত্রীদের জন্য প্রার্থনা করছি ৷"

  • My heartfelt condolences to the family of the Pilot who lost his life during the accident & prayers for the ones injured in the Air India aircraft at #Kozhikode #AirIndiaExpress

    — Irfan Pathan (@IrfanPathan) August 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.