ETV Bharat / sports

প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের ঝুলন্ত দেহ উদ্ধার, শোকপ্রকাশ ক্রীড়ামহলের

author img

By

Published : Aug 16, 2019, 1:03 PM IST

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনারের ঝুলন্ত দেহ উদ্ধার ৷

প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের ঝুলন্ত দেহ উদ্ধার, শোকপ্রকাশ ক্রীড়ামহলের

চেন্নাই, 16 অগাস্ট : ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনারের ঝুলন্ত দেহ উদ্ধার ৷ গতকাল চেন্নাইয়ের বাড়ি থেকে প্রাক্তন ক্রিকেটার ভিবি চন্দ্রশেখরের (57) ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন বছর সাতান্নর চন্দ্রশেখর । তবে ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলে জানিয়েছে চেন্নাই পুলিশ ।

তদন্তকারী পুলিশ ইনস্পেক্টর সেনথিল মুরুগান বলেন, চন্দ্রশেখরের স্ত্রী সৌমিয়া পুলিশকে জানিয়েছেন, দরজা ধাক্কা দিয়ে সাড়া পাওয়া যায়নি ৷ তখন জানালা দিয়ে তিনি দেখেন, ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলছেন চন্দ্রশেখর ৷ আর্থিক সংকট চলছিল এই প্রাক্তন ক্রিকেটারের । জড়িয়ে পড়েছিলেন ধার দেনায় । অনুমান, সে কারণেই আত্মঘাতী হয়েছেন তিনি । তাঁর স্ত্রী এবং দুই মেয়ে রয়েছেন ।

ভারতের হয়ে 7টি আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলেছেন চন্দ্রশেখর ৷ করেছেন 88 রান ৷ সর্বোচ্চ 53 ৷ পরবর্তীকালে জাতীয় নির্বাচকও ছিলেন ৷ তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেটমহল ৷ অনিল কুম্বলে, হরভজন সিং, সুরেশ রায়না, আকাশ চোপড়া-সহ ভারতীয় দলের ক্রিকেটাররা চন্দ্রশেখরের প্রয়াণে শোকপ্রকাশ করেন ৷ অনিল লিখেছেন, ''মারাত্মক খবর ৷ ভাবতেই পারছি না ৷'' পরিবার-পরিজনকেও সমবেদনা জানিয়েছেন অনিল ৷ হরভজন লিখেছেন, ''অত্যন্ত অল্প বয়সে চলে গেলেন ভিবি ৷'' পরিবারকেও সমবেদনা জানান ভাজ্জি ৷ রায়না লিখেছেন, IPL-এ চেন্নাই সুপার কিংসকে অসম্ভব উৎসাহ দিতেন তিনি ৷

আন্তর্জাতিক মঞ্চের চেয়েও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো রেকর্ড রয়েছে তাঁর ৷ পেশায় ইঞ্জিনিয়ার এই ক্রিকেটার গ্রেগ চ্যাপেলের (প্রাক্তন কোচ) আমলে জাতীয় নির্বাচক ছিলেন ৷ বহুদিন পর্যন্ত রঞ্জিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল তাঁর ৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফেও তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে ৷

চেন্নাই, 16 অগাস্ট : ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনারের ঝুলন্ত দেহ উদ্ধার ৷ গতকাল চেন্নাইয়ের বাড়ি থেকে প্রাক্তন ক্রিকেটার ভিবি চন্দ্রশেখরের (57) ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন বছর সাতান্নর চন্দ্রশেখর । তবে ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলে জানিয়েছে চেন্নাই পুলিশ ।

তদন্তকারী পুলিশ ইনস্পেক্টর সেনথিল মুরুগান বলেন, চন্দ্রশেখরের স্ত্রী সৌমিয়া পুলিশকে জানিয়েছেন, দরজা ধাক্কা দিয়ে সাড়া পাওয়া যায়নি ৷ তখন জানালা দিয়ে তিনি দেখেন, ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলছেন চন্দ্রশেখর ৷ আর্থিক সংকট চলছিল এই প্রাক্তন ক্রিকেটারের । জড়িয়ে পড়েছিলেন ধার দেনায় । অনুমান, সে কারণেই আত্মঘাতী হয়েছেন তিনি । তাঁর স্ত্রী এবং দুই মেয়ে রয়েছেন ।

ভারতের হয়ে 7টি আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলেছেন চন্দ্রশেখর ৷ করেছেন 88 রান ৷ সর্বোচ্চ 53 ৷ পরবর্তীকালে জাতীয় নির্বাচকও ছিলেন ৷ তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেটমহল ৷ অনিল কুম্বলে, হরভজন সিং, সুরেশ রায়না, আকাশ চোপড়া-সহ ভারতীয় দলের ক্রিকেটাররা চন্দ্রশেখরের প্রয়াণে শোকপ্রকাশ করেন ৷ অনিল লিখেছেন, ''মারাত্মক খবর ৷ ভাবতেই পারছি না ৷'' পরিবার-পরিজনকেও সমবেদনা জানিয়েছেন অনিল ৷ হরভজন লিখেছেন, ''অত্যন্ত অল্প বয়সে চলে গেলেন ভিবি ৷'' পরিবারকেও সমবেদনা জানান ভাজ্জি ৷ রায়না লিখেছেন, IPL-এ চেন্নাই সুপার কিংসকে অসম্ভব উৎসাহ দিতেন তিনি ৷

আন্তর্জাতিক মঞ্চের চেয়েও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো রেকর্ড রয়েছে তাঁর ৷ পেশায় ইঞ্জিনিয়ার এই ক্রিকেটার গ্রেগ চ্যাপেলের (প্রাক্তন কোচ) আমলে জাতীয় নির্বাচক ছিলেন ৷ বহুদিন পর্যন্ত রঞ্জিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল তাঁর ৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফেও তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে ৷

Kolkata (West Bengal), Aug 16 (ANI): BJP Rajya Sabha MP Roopa Ganguly's son Akash Mukherjee rammed his car into the wall of Royal Calcutta Golf Club. He was detained by the Kolkata Police. No casualty was reported in the accident. In an official statement, Police said that he lost his control over the car and rammed it to the wall. He sustained minor injuries and investigation is underway.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.