ETV Bharat / sports

নির্মলার বাজেট ভাষণে রাহানেদের ঐতিহাসিক জয়

অর্থমন্ত্রী বললেন, অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের অসামান্য সাফল্যের প্রসঙ্গ না টেনে পারলাম না ৷

Nirmala Sitaraman praises team India historic win during budget speech
Nirmala Sitaraman praises team India historic win during budget speech
author img

By

Published : Feb 1, 2021, 8:44 PM IST

Updated : Feb 1, 2021, 10:31 PM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি : 'মন কি বাত'-এ প্রধানমন্ত্রী বলেছিলেন, এই লড়াই যুব সমাজের কাছে প্রেরণাদায়ক ৷ আজ বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ভাষণেও উঠে এল অজিঙ্ক রাহানেদের অস্ট্রেলিয়া জয় ৷ বললেন, অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের অসামান্য সাফল্যের প্রসঙ্গ না টেনে পারলাম না ৷

শুধু ক্রীড়াক্ষেত্রই নয়, অস্ট্রেলিয়ার মাটিতে দেশের তরুণ ক্রিকেটারদের দাপট এখন সবার মুখে মুখে ৷ সব চ্যালেঞ্জ উপেক্ষা করে মাটি কামড়ে ক্রিকেটারদের লড়াই ও জয়ে এখনও মজে ক্রিকেট পাগল এই দেশ ৷ আজ সংসদে 2021 সালের কেন্দ্রীয় বাজেট পেশ করার সময়ও অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের ঐতিহাসিক জয়কে তুলে ধরেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ প্রথমে তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি তুলে ধরেন ৷ এরপর বলেন, অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের সাফল্যে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমী এই দেশ ৷ এই জয় আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ হিসেবে আমরা সকল গুণের অধিকারী ৷ বিশেষ করে দেশের যুবকদের কথা বলব ৷ কিছু করে দেখানোর অদম্য ক্ষুধা এবং সাফল্য খুঁজে নেওয়ার প্রকৃত উদাহরণ তারা ৷

আরও পড়ুন : 22 বছর অপরাজিত, ভারতের 'গাব্বা' চেন্নাইয়ের চিপক

গত 19 জানুয়ারি অজ়ি দুর্গ গাব্বার মাঠে অস্ট্রেলিয়াকে হারায় ভারত ৷ এই জয়ের সঙ্গেই চার ম্যাচের বর্ডার গাভাসকর সিরিজ় 2-1 ব্যবধানে জিতে নেয় অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন ভারতীয় দল ৷

শুনুন অর্থমন্ত্রীর বক্তব্য

দিল্লি, 1 ফেব্রুয়ারি : 'মন কি বাত'-এ প্রধানমন্ত্রী বলেছিলেন, এই লড়াই যুব সমাজের কাছে প্রেরণাদায়ক ৷ আজ বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ভাষণেও উঠে এল অজিঙ্ক রাহানেদের অস্ট্রেলিয়া জয় ৷ বললেন, অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের অসামান্য সাফল্যের প্রসঙ্গ না টেনে পারলাম না ৷

শুধু ক্রীড়াক্ষেত্রই নয়, অস্ট্রেলিয়ার মাটিতে দেশের তরুণ ক্রিকেটারদের দাপট এখন সবার মুখে মুখে ৷ সব চ্যালেঞ্জ উপেক্ষা করে মাটি কামড়ে ক্রিকেটারদের লড়াই ও জয়ে এখনও মজে ক্রিকেট পাগল এই দেশ ৷ আজ সংসদে 2021 সালের কেন্দ্রীয় বাজেট পেশ করার সময়ও অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের ঐতিহাসিক জয়কে তুলে ধরেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ প্রথমে তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি তুলে ধরেন ৷ এরপর বলেন, অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের সাফল্যে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমী এই দেশ ৷ এই জয় আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ হিসেবে আমরা সকল গুণের অধিকারী ৷ বিশেষ করে দেশের যুবকদের কথা বলব ৷ কিছু করে দেখানোর অদম্য ক্ষুধা এবং সাফল্য খুঁজে নেওয়ার প্রকৃত উদাহরণ তারা ৷

আরও পড়ুন : 22 বছর অপরাজিত, ভারতের 'গাব্বা' চেন্নাইয়ের চিপক

গত 19 জানুয়ারি অজ়ি দুর্গ গাব্বার মাঠে অস্ট্রেলিয়াকে হারায় ভারত ৷ এই জয়ের সঙ্গেই চার ম্যাচের বর্ডার গাভাসকর সিরিজ় 2-1 ব্যবধানে জিতে নেয় অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন ভারতীয় দল ৷

শুনুন অর্থমন্ত্রীর বক্তব্য
Last Updated : Feb 1, 2021, 10:31 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.