ETV Bharat / sports

দলের হতশ্রী পারফরম্যান্স, দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন ডুপ্লেসিস - নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন ডুপ্লেসিস

নেতৃত্ব ছাড়লেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসিস ৷ সোমবার ক্রিকেটের সবরকম ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি ৷ নতুনদের জায়গা ছেড়ে দিতেই তাঁর এই সিদ্ধান্ত ৷

Faf du plesis
ডুপ্লেসিস
author img

By

Published : Feb 17, 2020, 5:54 PM IST

কেপটাউন, 17 ফেব্রুয়ারি: বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স তো ছিলই ৷ তার সঙ্গে যোগ হয়েছিল ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে শোচনীয় হার ৷ তার উপর গত মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে 1-3 ব্যবধানে পরাজয় ৷ সব মিলিয়ে চাপের মধ্যে ছিলেন দক্ষিণ আফ্রিকার টেস্ট এবং টি-20 দলের অধিনায়ক ফাফ ডুপ্লেসিস ৷ প্রত্যাশা ধরে রাখতে না পেরে আজ নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি ৷ যদিও তিনটি ফরম্যাটেই খেলা চালিয়ে যেতে চান ডানহাতি এই ব্যাটসম্যান৷

সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে এবং টি-20 সিরিজ়ে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে ৷ সেই টি-20 সিরিজ় শেষ হয়েছে গতকাল ৷ তার পরই ডুপ্লেসিস এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন ৷ ভবিষ্যৎ প্রজন্মকে জায়গা ছেড়ে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন 35 বছরের ফাফ ৷ তাঁর পরিবর্তে প্রোটিয়াদের নেতৃত্বে ছিলেন কুইন্টন ডি কক ৷ নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর ফাফ বলেছেন, "দল এখন নতুন পথে চলছে ৷ ফলে সবরকম ফরম্যাটের নেতৃত্ব থেকে আমার সরে দাঁড়ানোটা ভালো হবে বলে মনে করি ৷ সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন ছিল ৷ কুইন্টনকে যতটা সম্ভব সাপোর্ট করে যাব ৷ "

শুধু নেতৃত্বই নয়, ফাফ নিজেও অফ ফর্মের মধ্যে রয়েছেন ৷ শেষ 14টি টেস্ট ইনিংসে তাঁর গড় 20.92 ৷ এমন পারফরম্যান্সে তিনি দলে জায়গা পাবেন কি না সেই প্রশ্ন উঠছিল বারবার ৷ এখনও পর্যন্ত 112টি আন্তর্জাতিক ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছেন তিনি ৷

কেপটাউন, 17 ফেব্রুয়ারি: বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স তো ছিলই ৷ তার সঙ্গে যোগ হয়েছিল ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে শোচনীয় হার ৷ তার উপর গত মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে 1-3 ব্যবধানে পরাজয় ৷ সব মিলিয়ে চাপের মধ্যে ছিলেন দক্ষিণ আফ্রিকার টেস্ট এবং টি-20 দলের অধিনায়ক ফাফ ডুপ্লেসিস ৷ প্রত্যাশা ধরে রাখতে না পেরে আজ নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি ৷ যদিও তিনটি ফরম্যাটেই খেলা চালিয়ে যেতে চান ডানহাতি এই ব্যাটসম্যান৷

সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে এবং টি-20 সিরিজ়ে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে ৷ সেই টি-20 সিরিজ় শেষ হয়েছে গতকাল ৷ তার পরই ডুপ্লেসিস এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন ৷ ভবিষ্যৎ প্রজন্মকে জায়গা ছেড়ে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন 35 বছরের ফাফ ৷ তাঁর পরিবর্তে প্রোটিয়াদের নেতৃত্বে ছিলেন কুইন্টন ডি কক ৷ নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর ফাফ বলেছেন, "দল এখন নতুন পথে চলছে ৷ ফলে সবরকম ফরম্যাটের নেতৃত্ব থেকে আমার সরে দাঁড়ানোটা ভালো হবে বলে মনে করি ৷ সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন ছিল ৷ কুইন্টনকে যতটা সম্ভব সাপোর্ট করে যাব ৷ "

শুধু নেতৃত্বই নয়, ফাফ নিজেও অফ ফর্মের মধ্যে রয়েছেন ৷ শেষ 14টি টেস্ট ইনিংসে তাঁর গড় 20.92 ৷ এমন পারফরম্যান্সে তিনি দলে জায়গা পাবেন কি না সেই প্রশ্ন উঠছিল বারবার ৷ এখনও পর্যন্ত 112টি আন্তর্জাতিক ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.