দিল্লি, 30 অক্টোবর : রবিবার ভারতের মুখোমুখি বাংলাদেশ ৷ ম্যাচ হওয়ার কথা অরুণ জেটলি স্টেডিয়ামে ৷ কিন্তু দিল্লির দূষণ মাত্রাছাড়া ৷ নাকাল রাজধানীবাসী ৷ সমস্যায় পড়বেন ক্রিকেটাররাও ৷ এই কথা মাথায় রেখেই টি-20 সিরিজের ম্যাচের আগে পরিবেশবিদদের খোলা চিঠি BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে ৷ তাঁদের অনুরোধ, ম্যাচ যেন অন্য কোথাও স্থানান্তরিত করা হয় ৷ তাঁদের অনুরোধ দেশের ক্রিকেটারদের কথা ভেবেই ৷ ক্ষতি হতে পারে ক্রিকেটারদের স্বাস্থ্যের, এমনটাই জানিয়েছেন তাঁরা চিঠিতে ৷
তিন থেকে চার ঘণ্টা ওই মাঠে খেললে ক্রিকেটাররা অসুস্থ হয়ে পড়তে পারেন৷ দিল্লির দূষিত বাতাসের মারাত্মক প্রভাব পড়তে পারে ক্রিকেটারদের শরীরে৷ পরিবেশবিদরা চিঠিতে উল্লেখ করেছেন এই বিষয়গুলি ৷
আগামী 3 নভেম্বর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে যখন ম্যাচ হবে, সেই সময় বাতাসে ক্ষতিকারক ধূলিকণার পরিমাণ থাকবে মারাত্মক থেকে বিপজ্জনক, জানান পরিবেশকর্মী জ্যোতি পাণ্ডে ও রবিনা রাজ কোহলি৷ তাঁরা চিঠিতে লিখেছেন, 'মারাত্মক দূষণের কারণে ম্যাচের স্থান বদল হোক'৷ বাতাসের ক্ষতিকারক পদার্থের সূচক দেখেই ম্যাচের স্থান নির্দিষ্ট করতেও প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে অনুরোধ জানিয়েছেন তাঁরা ৷
2017 সালের পর থেকেই রাজধানীর বাতাস আরও বেশি দূষিত হতে শুরু করেছে ৷ ওই সালেই শ্রীলঙ্কার ক্রিকেটাররাও সমস্যায় পড়েছিলেন টেস্ট ম্যাচ খেলতে এসে ৷ অক্সিজেন মাস্কও লেগেছিল অনেকের ৷