ETV Bharat / sports

ম্যাঞ্চেস্টার টেস্ট জয়ের দোরগোড়ায় ইংল্যান্ড

author img

By

Published : Aug 8, 2020, 7:09 PM IST

চতুর্থ দিনে লাঞ্চের বিরতিতে ইংল্যান্ডের রান 1 উইকেটে 55 ৷ অপরাজিত আছেন ওপেনার ডম সিবলে ও অধিনায়ক জো রুট ৷ তবে চরিত্র বদল করেছে ম্যাঞ্চেস্টারের বউন্সি পিচ ৷

টেস্ট জয়ের দোরগোড়ায় ইংল্যান্ড
টেস্ট জয়ের দোরগোড়ায় ইংল্যান্ড

ম্যাঞ্চেস্টার, 8 অগাস্ট : শেষ বেলায় ইয়াসির শাহের ব্যাটিং পাকিস্তানকে লড়াই করার মতো কিছুটা রসদ জোগায় ৷ চতুর্থ দিনের শুরুতে বেসামাল পাকিস্তান ব্যাটিং মাত্র 169 রানে শেষ হয় ৷ জয়ের জন্য 277 রানের টার্গেট নিয়ে ভালো শুরু ইংল্যান্ডের ৷

চতুর্থ দিনে লাঞ্চের বিরতিতে ইংল্যান্ডের রান 1 উইকেটে 55 ৷ অপরাজিত আছেন ওপেনার ডম সিবলে ও অধিনায়ক জো রুট ৷ তবে চরিত্র বদল করেছে ম্যাঞ্চেস্টারের বউন্সি পিচ ৷ পাকিস্তানি বোলারদের থেকে প্রথম ইনিংসের মতো সুইংও দেখা যায়নি ৷

আরও পড়ুন :- হার্দিকের ছেলেকে অলরাউন্ডার হিসেবে দেখতে চান রাহুল

পাকিস্তানের হয়ে ইয়াসির 33 রানের ইনিংস খেলেন ৷ দিনের শুরুর প্রথম ওভারেই জোফ্রে আর্চারের বলে দুটি বাউন্ডারি মারেন তিনি ৷ পরের ওভারেই স্ট্রুয়ার্ট ব্রডের বলে লেগ স্টাম্পে দুরন্ত ছক্কা হাঁকান তিনি ৷ যদিও ওই একই ওভারে নিজের উইকেট হারান ইয়াসির শাহ ৷ অফস্টাম্পের বাইরের বল কানায় লেগে উইকেট রক্ষকের হাতে চলে যায় ৷

আরও পড়ুন :- কোঝিকোড় বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ সচিন-কোহলিরা

এরপর ধীর গতিতে ইংল্যান্ডের ইনিংসের শুরু করেন দুই ওপেনার ৷ ইনিংসের 12 তম ওভারে প্রথম উইকেট হারায় ব্রিটিশরা ৷ মহম্মদ আব্বাসের বলে LBW হন রোরি বার্নস ৷ তার পর থেকে ইংল্যান্ডের ইনিংসের দায়িত্ব নেন ডম সিবলে ও জো রুট ৷ লাঞ্চ পর্যন্ত দুজনে 33 রান যোগ করেছেন ৷ যদিও ম্যাঞ্চেস্টারের উইকেটে স্পিনারদের জন্য কিছুটা হলেও বাউন্স আছে ৷ তাই লাঞ্চের পর পাকিস্তানের স্পিনারদের বিরুদ্ধে ইংল্যান্ড বোলারদের দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে থাকবে দর্শকরা ৷

ম্যাঞ্চেস্টার, 8 অগাস্ট : শেষ বেলায় ইয়াসির শাহের ব্যাটিং পাকিস্তানকে লড়াই করার মতো কিছুটা রসদ জোগায় ৷ চতুর্থ দিনের শুরুতে বেসামাল পাকিস্তান ব্যাটিং মাত্র 169 রানে শেষ হয় ৷ জয়ের জন্য 277 রানের টার্গেট নিয়ে ভালো শুরু ইংল্যান্ডের ৷

চতুর্থ দিনে লাঞ্চের বিরতিতে ইংল্যান্ডের রান 1 উইকেটে 55 ৷ অপরাজিত আছেন ওপেনার ডম সিবলে ও অধিনায়ক জো রুট ৷ তবে চরিত্র বদল করেছে ম্যাঞ্চেস্টারের বউন্সি পিচ ৷ পাকিস্তানি বোলারদের থেকে প্রথম ইনিংসের মতো সুইংও দেখা যায়নি ৷

আরও পড়ুন :- হার্দিকের ছেলেকে অলরাউন্ডার হিসেবে দেখতে চান রাহুল

পাকিস্তানের হয়ে ইয়াসির 33 রানের ইনিংস খেলেন ৷ দিনের শুরুর প্রথম ওভারেই জোফ্রে আর্চারের বলে দুটি বাউন্ডারি মারেন তিনি ৷ পরের ওভারেই স্ট্রুয়ার্ট ব্রডের বলে লেগ স্টাম্পে দুরন্ত ছক্কা হাঁকান তিনি ৷ যদিও ওই একই ওভারে নিজের উইকেট হারান ইয়াসির শাহ ৷ অফস্টাম্পের বাইরের বল কানায় লেগে উইকেট রক্ষকের হাতে চলে যায় ৷

আরও পড়ুন :- কোঝিকোড় বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ সচিন-কোহলিরা

এরপর ধীর গতিতে ইংল্যান্ডের ইনিংসের শুরু করেন দুই ওপেনার ৷ ইনিংসের 12 তম ওভারে প্রথম উইকেট হারায় ব্রিটিশরা ৷ মহম্মদ আব্বাসের বলে LBW হন রোরি বার্নস ৷ তার পর থেকে ইংল্যান্ডের ইনিংসের দায়িত্ব নেন ডম সিবলে ও জো রুট ৷ লাঞ্চ পর্যন্ত দুজনে 33 রান যোগ করেছেন ৷ যদিও ম্যাঞ্চেস্টারের উইকেটে স্পিনারদের জন্য কিছুটা হলেও বাউন্স আছে ৷ তাই লাঞ্চের পর পাকিস্তানের স্পিনারদের বিরুদ্ধে ইংল্যান্ড বোলারদের দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে থাকবে দর্শকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.