ETV Bharat / sports

নেই বেয়ারস্টো, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে 13 জনের দল ঘোষণা ইংল্যান্ডের - england-west indies test series

জনি বেয়ারস্টো, মইন আলিকে দলের বাইরে রেখে 13 সদস্যের দল ঘোষণা করল ইংল্যান্ড ৷ 8 জুলাই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে বেন স্টোকসরা ৷

বাদ বেয়ারস্টো-মইন আলি, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে 13 সদস্যের দল ঘোষণা ইংল্যান্ডের
বাদ বেয়ারস্টো-মইন আলি, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে 13 সদস্যের দল ঘোষণা ইংল্যান্ডের
author img

By

Published : Jul 4, 2020, 9:11 PM IST

সাউদাম্পটন, 4 জুলাই: টেস্ট চলাকালীন কেউ কোরোনায় আক্রান্ত হতে পারেন ৷ অনেকদিন ক্রিকেট থেকে দূরে থাকার কারণে চোট-আঘাতের সমস্যা দেখা দিতে পারে ৷ তাই বাড়তি সতর্ক ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ৷ সেদিক খেয়াল রেখেই শনিবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড ৷ 13 সদস্যের দলে রাখা হয়নি জনি বেয়ারস্টো ও মইন আলিকে ৷ রিজ়ার্ভ বেঞ্চে রাখা হয়েছে 9 জন ক্রিকেটারকে ৷

8 জুলাই সাউদাম্পটন টেস্টে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নামবে ইংল্যান্ড ৷ তিন ম্যাচের টেস্ট সিরিজ়ের প্রথমটির জন্য 13 সদস্যের দল ঘোষণা করেছে ECB ৷ তবে সেই দলে নেই উইকেটকিপার জনি বেয়ারস্টো ও অলরাউন্ডার মইন আলি ৷ গতবছর অ্যাসেজ়ে বেয়ারস্টো ও মইন আলির পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট ছিল না নির্বাচকরা ৷ দুজনের পারফরমেন্স এখনও মনে ধরেনি তাদের ৷ তাই কোরোনা পরবর্তী এই ঐতিহাসিক টেস্ট সিরিজ়ের জন্য দু'জনকে দলের বাইরে রাখা হয়েছে ৷

ব্যক্তিগত কারণে সাউদাম্পটন টেস্ট খেলতে পারবেন না অধিনায়ক জো রুট ৷ তাঁর পরিবর্তে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার বেন স্টোকস ৷ এই প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দেবেন স্টোকস ৷ এই সিরিজ়ে দুই অধিনায়কই অলরাউন্ডার ৷ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ়কে নেতৃত্ব দেবেন জেসন হোল্ডার ৷

ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জোফ্রা আর্চার, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, জো ড্যানলি, ওলি পোপ, ডম সিবলি, ক্রিস ওকস, মার্ক উড ৷

রিজ়ার্ভ: জেমস ব্রেসি, স্যাম কারান, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ক্রেগ ওভার্টন, ওলি রবিনসন, ওলি স্টোন ৷

নেই বেয়ারস্টো, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে 13 জনের দল ঘোষণাইংল্যান্ডের

সাউদাম্পটন, 4 জুলাই: টেস্ট চলাকালীন কেউ কোরোনায় আক্রান্ত হতে পারেন ৷ অনেকদিন ক্রিকেট থেকে দূরে থাকার কারণে চোট-আঘাতের সমস্যা দেখা দিতে পারে ৷ তাই বাড়তি সতর্ক ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ৷ সেদিক খেয়াল রেখেই শনিবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড ৷ 13 সদস্যের দলে রাখা হয়নি জনি বেয়ারস্টো ও মইন আলিকে ৷ রিজ়ার্ভ বেঞ্চে রাখা হয়েছে 9 জন ক্রিকেটারকে ৷

8 জুলাই সাউদাম্পটন টেস্টে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নামবে ইংল্যান্ড ৷ তিন ম্যাচের টেস্ট সিরিজ়ের প্রথমটির জন্য 13 সদস্যের দল ঘোষণা করেছে ECB ৷ তবে সেই দলে নেই উইকেটকিপার জনি বেয়ারস্টো ও অলরাউন্ডার মইন আলি ৷ গতবছর অ্যাসেজ়ে বেয়ারস্টো ও মইন আলির পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট ছিল না নির্বাচকরা ৷ দুজনের পারফরমেন্স এখনও মনে ধরেনি তাদের ৷ তাই কোরোনা পরবর্তী এই ঐতিহাসিক টেস্ট সিরিজ়ের জন্য দু'জনকে দলের বাইরে রাখা হয়েছে ৷

ব্যক্তিগত কারণে সাউদাম্পটন টেস্ট খেলতে পারবেন না অধিনায়ক জো রুট ৷ তাঁর পরিবর্তে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার বেন স্টোকস ৷ এই প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দেবেন স্টোকস ৷ এই সিরিজ়ে দুই অধিনায়কই অলরাউন্ডার ৷ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ়কে নেতৃত্ব দেবেন জেসন হোল্ডার ৷

ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জোফ্রা আর্চার, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, জো ড্যানলি, ওলি পোপ, ডম সিবলি, ক্রিস ওকস, মার্ক উড ৷

রিজ়ার্ভ: জেমস ব্রেসি, স্যাম কারান, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ক্রেগ ওভার্টন, ওলি রবিনসন, ওলি স্টোন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.