ETV Bharat / sports

ঋণের সঙ্গে দলের ইংল্যান্ড যাওয়ার যোগ নেই : ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ় - রিকি স্কেরিট

ICC-র থেকে ঋণের টাকা পেতে বেশি সময় লাগত । এইকারণেই আমরা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সাহায্য চাই । গুজব চাপা দিতে সাফাই ক্যারিবিয়ান বোর্ডের ।

Cricket
ফাইল ছবি
author img

By

Published : Jun 14, 2020, 8:12 AM IST

লন্ডন, 13 জুন : কোরোনা পরিস্থিতির মাঝে ফের 22 গজে ফিরতে চলছে ক্রিকেট দুনিয়া । 7 জুলাই মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ় । সাদাম্পটনে । কিন্তু খেলা শুরুর আগেই শুরু হয়েছে গুজব । সম্প্রতি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়কে তিন মিলিয়ন ডলার লোন দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড । আর এতেই সব গুজবের সূত্রপাত । গুজব ছড়িয়েছে, এই লোনের টাকার বিনিময়েই ইংল্যান্ডে নিজেদের দল পাঠিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ় । প্রসঙ্গত, ইংল্যান্ডে মোট কোরোনা সংক্রমিতের সংখ্যা প্রায় তিন লাখ ছুঁই ছুঁই । এখনও পর্যন্ত মারা গেছে 41 হাজারেরও বেশি মানুষ । এই পরিস্থিতিতেও ইংল্যান্ডের মাটিতে নিজেদের দল পাঠিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ় ।

গুজব বাড়তে থাকায় এবার এই বিষয়ে মুখ খুলল ক্যারিবিয়ান বোর্ড । বোর্ড প্রেসিডেন্ট রিকি স্কেরিট সাফ জানিয়ে দিয়েছেন, ইংল্যান্ডে দল পাঠানোর সঙ্গে লোনের কোনও যোগ নেই । তিনি বলেন, "সূচি অনুযায়ী এই সময়েই খেলার কথা ছিল । ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের কথা হয়েছিল । তাঁরা যদি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়ের স্বাস্থ্য আধিকারিকদের আশ্বস্ত করতে পারে, তবে নির্ধারিত সময় মেনেই খেলা হবে । এমনই কথা হয়েছিল ।"

তিনি আরও বলেন," দলের ইংল্যান্ড সফরের সঙ্গে লোনের কোনও যোগ নেই । ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ় এভাবে কাজ করে না ।"

উদ্ভুত কোরোনা পরিস্থিতি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়ের আর্থিকভাবে প্রচুর ক্ষতি হয়েছে । এই ক্ষতি সামলাতে ICC-র কাছে সাহায্য চেয়েছিল তাঁরা । কিন্তু ICC-র আগেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে পাশে পেয়ে যায় ক্যারিবিয়ানরা ।

রিকি স্কেরিট আরও বলেন, "আমাদের দ্রুত টাকার দরকার ছিল । কিন্তু ICC-র থেকে এই ঋণ পাওয়ার প্রক্রিয়ায় বেশি সময় লাগত । এই সময়ে আমরা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সাহায্য চাই । "

প্রসঙ্গত, বিগত এক সপ্তাহ ধরে ক্রিকেট দুনিয়া আলোচনার শিখরে ক্যারিবিয়ানরা । ড্যারেন স্যামির বর্ণবৈষম্যের শিকার হওয়ার অভিযোগ, ক্রিস গেইলের তাঁর পাশে দাঁড়ানো এবং এখন এই ঋণ নিয়ে গুজব ।

লন্ডন, 13 জুন : কোরোনা পরিস্থিতির মাঝে ফের 22 গজে ফিরতে চলছে ক্রিকেট দুনিয়া । 7 জুলাই মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ় । সাদাম্পটনে । কিন্তু খেলা শুরুর আগেই শুরু হয়েছে গুজব । সম্প্রতি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়কে তিন মিলিয়ন ডলার লোন দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড । আর এতেই সব গুজবের সূত্রপাত । গুজব ছড়িয়েছে, এই লোনের টাকার বিনিময়েই ইংল্যান্ডে নিজেদের দল পাঠিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ় । প্রসঙ্গত, ইংল্যান্ডে মোট কোরোনা সংক্রমিতের সংখ্যা প্রায় তিন লাখ ছুঁই ছুঁই । এখনও পর্যন্ত মারা গেছে 41 হাজারেরও বেশি মানুষ । এই পরিস্থিতিতেও ইংল্যান্ডের মাটিতে নিজেদের দল পাঠিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ় ।

গুজব বাড়তে থাকায় এবার এই বিষয়ে মুখ খুলল ক্যারিবিয়ান বোর্ড । বোর্ড প্রেসিডেন্ট রিকি স্কেরিট সাফ জানিয়ে দিয়েছেন, ইংল্যান্ডে দল পাঠানোর সঙ্গে লোনের কোনও যোগ নেই । তিনি বলেন, "সূচি অনুযায়ী এই সময়েই খেলার কথা ছিল । ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের কথা হয়েছিল । তাঁরা যদি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়ের স্বাস্থ্য আধিকারিকদের আশ্বস্ত করতে পারে, তবে নির্ধারিত সময় মেনেই খেলা হবে । এমনই কথা হয়েছিল ।"

তিনি আরও বলেন," দলের ইংল্যান্ড সফরের সঙ্গে লোনের কোনও যোগ নেই । ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ় এভাবে কাজ করে না ।"

উদ্ভুত কোরোনা পরিস্থিতি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়ের আর্থিকভাবে প্রচুর ক্ষতি হয়েছে । এই ক্ষতি সামলাতে ICC-র কাছে সাহায্য চেয়েছিল তাঁরা । কিন্তু ICC-র আগেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে পাশে পেয়ে যায় ক্যারিবিয়ানরা ।

রিকি স্কেরিট আরও বলেন, "আমাদের দ্রুত টাকার দরকার ছিল । কিন্তু ICC-র থেকে এই ঋণ পাওয়ার প্রক্রিয়ায় বেশি সময় লাগত । এই সময়ে আমরা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সাহায্য চাই । "

প্রসঙ্গত, বিগত এক সপ্তাহ ধরে ক্রিকেট দুনিয়া আলোচনার শিখরে ক্যারিবিয়ানরা । ড্যারেন স্যামির বর্ণবৈষম্যের শিকার হওয়ার অভিযোগ, ক্রিস গেইলের তাঁর পাশে দাঁড়ানো এবং এখন এই ঋণ নিয়ে গুজব ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.