ETV Bharat / sports

সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট দিয়ে ফিরছে ঘরোয়া ক্রিকেট

আগামী বছরের 10 জানুয়ারি থেকে 31 তারিখ পর্যন্ত সৈয়দ মুস্তাক আলি টি-20 চ্যাম্পিয়নশিপ হবে ৷ আহমেদাবাদ ছাড়া মুম্বই, কলকাতা, চেন্নাই, ইন্দোর ও ভদোদরাতেও এই টুর্নামেন্টের আসর বসবে ৷

সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট
সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট
author img

By

Published : Dec 17, 2020, 6:53 PM IST

দিল্লি, 17 ডিসেম্বর : কোরোনা প্যানডেমিকের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে টিম ইন্ডিয়া ৷ যদিও দেশের মাটিতে এখনও কোনও ম্যাচ খেলেনি ভারত ৷ এবার ফিরতে চলেছে ঘরোয়া ক্রিকেট ৷ নতুনভাবে তৈরি হওয়া সর্দার প্যাটেল স্টেডিয়ামে বসতে চলেছে সৈয়দ মুস্তাক আলি ট্রফির আসর ৷ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে একথা জানানো হয়েছে ৷

আগামী বছরের 10 জানুয়ারি থেকে 31 তারিখ পর্যন্ত সৈয়দ মুস্তাক আলি টি-20 চ্যাম্পিয়নশিপ হবে ৷ আহমেদাবাদ ছাড়া মুম্বই, কলকাতা, চেন্নাই, ইন্দোর ও ভদোদরাতেও এই টুর্নামেন্টের আসর বসবে ৷ বিসিসিআই সচিব জয় শাহ আজ একটি সার্কুলার জারি করেন ৷ সেখানে তিনি জানান, ‘‘38টি দলকে 6টি গ্রুপে ভাগ করা হবে ৷ পাঁচটি এলিট গ্রুপ ও একটি প্লেট গ্রুপ থাকবে ৷’’

আরও পড়ুন :- দিন-রাতের টেস্টে প্রথম দিনের শেষে চালকের আসনে অস্ট্রেলিয়া

চিঠিতে আরও জানানো হয়েছে যে, ‘‘আয়োজক শহরে দলগুলিকে 2 জানুয়ারির আগে পৌঁছাতে হবে ৷ তারপর সবার কোরোনা পরীক্ষা করা হবে ৷ এবং রাজ্যের কোরোনা বিধি মেনে সবাইকে কোয়ারানটিনে থাকতে হবে ৷’’

আরও পড়ুন :- সৈয়দ মুস্তাক আলি ট্রফি আয়োজনে আগ্রহী রাজ্য় ক্রিকেট সংস্থাগুলি

একটি প্লেট গ্রুপে 8টি দল থাকবে ৷ এবং তাদের খেলাগুলি হবে চেন্নাইয়ে ৷ বাকি 30টি দলকে 5টি গ্রুপে ভাঙা হবে ৷ প্রতিটি গ্রুপে 6টি করে দল থাকবে ৷

দিল্লি, 17 ডিসেম্বর : কোরোনা প্যানডেমিকের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে টিম ইন্ডিয়া ৷ যদিও দেশের মাটিতে এখনও কোনও ম্যাচ খেলেনি ভারত ৷ এবার ফিরতে চলেছে ঘরোয়া ক্রিকেট ৷ নতুনভাবে তৈরি হওয়া সর্দার প্যাটেল স্টেডিয়ামে বসতে চলেছে সৈয়দ মুস্তাক আলি ট্রফির আসর ৷ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে একথা জানানো হয়েছে ৷

আগামী বছরের 10 জানুয়ারি থেকে 31 তারিখ পর্যন্ত সৈয়দ মুস্তাক আলি টি-20 চ্যাম্পিয়নশিপ হবে ৷ আহমেদাবাদ ছাড়া মুম্বই, কলকাতা, চেন্নাই, ইন্দোর ও ভদোদরাতেও এই টুর্নামেন্টের আসর বসবে ৷ বিসিসিআই সচিব জয় শাহ আজ একটি সার্কুলার জারি করেন ৷ সেখানে তিনি জানান, ‘‘38টি দলকে 6টি গ্রুপে ভাগ করা হবে ৷ পাঁচটি এলিট গ্রুপ ও একটি প্লেট গ্রুপ থাকবে ৷’’

আরও পড়ুন :- দিন-রাতের টেস্টে প্রথম দিনের শেষে চালকের আসনে অস্ট্রেলিয়া

চিঠিতে আরও জানানো হয়েছে যে, ‘‘আয়োজক শহরে দলগুলিকে 2 জানুয়ারির আগে পৌঁছাতে হবে ৷ তারপর সবার কোরোনা পরীক্ষা করা হবে ৷ এবং রাজ্যের কোরোনা বিধি মেনে সবাইকে কোয়ারানটিনে থাকতে হবে ৷’’

আরও পড়ুন :- সৈয়দ মুস্তাক আলি ট্রফি আয়োজনে আগ্রহী রাজ্য় ক্রিকেট সংস্থাগুলি

একটি প্লেট গ্রুপে 8টি দল থাকবে ৷ এবং তাদের খেলাগুলি হবে চেন্নাইয়ে ৷ বাকি 30টি দলকে 5টি গ্রুপে ভাঙা হবে ৷ প্রতিটি গ্রুপে 6টি করে দল থাকবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.