দিল্লি, 9 অক্টোবর : IPL-এ এখনও পর্যন্ত ফর্মে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে । সেই চেনা ফিনিশারের ভূমিকাতেও দেখা যায়নি তাঁকে । আর তাই তাঁর পাঁচ বছরের কন্যাকে ধর্ষণের হুমকি দেওয়া হল ।
পরপর কয়েকটি ম্যাচ হেরে যায় চেন্নাই সুপার কিংস ৷ আর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে হারের পর ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক পোস্টে ধোনির উদ্দেশে ওই হুমকি দেওয়া হয় ।
ওই হুমকির পর এখনও পর্যন্ত কোনও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নও খবর পাওয়া যায়নি । প্রতিক্রিয়া পাওয়া যায়নি ধোনি বা তাঁর স্ত্রী সাক্ষীরও ।
এখনও চেনা মেজাজে পাওয়া যায়নি ধোনিকে । দলকে জিতিয়ে মাঠ ছাড়তে দেখা যায়নি এখনও । আর তিনি ব্যর্থ হতেই তাঁর মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হল ৷ এদিকে ধোনির পাশাপাশি সোশাল মিডিয়ায় ট্রোলড হয়েছেন কেদার যাদবও ।