ETV Bharat / sports

ক্যাটরিনা কইফের ছবির গানে মেয়ের সঙ্গে নাচ ওয়ার্নারের - বিশ্বজুড়ে কোরোনা

বলিউড গানের ছন্দে কোমর দোলালেন ওয়ার্নার ৷ সঙ্গে ছিল তাঁর মেয়ে আইভি ৷

image
ডেভিড ওয়ার্নার
author img

By

Published : Apr 18, 2020, 4:03 PM IST

দিল্লি, 18 এপ্রিল : বিশ্বের বেশিরভাগ দেশেই কোরোনা মোকাবিলায় চলছে লকডাউন ৷ গৃহবন্দী বিশ্ববাসী ৷ এরই মধ্যে অন্য ভূমিকায় দেখা গেল অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারকে ৷ বলিউড গান ‘‘শিলা কী জওয়ানি’’-র ছন্দে কোমর দোলাতে দেখা গেল তাঁকে ৷ সঙ্গে ছিল তাঁর মেয়ে আইভি ৷

image
মেয়ে আইভির সঙ্গে ওয়ার্নার

ইনস্টাগ্রামে ভিডিয়োটি পোস্ট করেন ওয়ার্নার ৷ ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, ‘‘ কেউ আমাদের দয়া করে সাহায্য করুন ৷’’ কোরোনা ভাইরাসের প্রার্দুভাব দেখা যায় ৷ বিশ্বজুড়ে বাতিল বা স্থগিত হয় বহু ক্রীড়া প্রতিযোগিতা ৷ ফলে বাড়িতেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্রীড়াবিদরা ৷

কোরোনার বিরুদ্ধে যাঁরা সামনে থেকে লড়াই করছেন তাঁদের সম্মান জানাতে গত সপ্তাহেই ওয়ার্নার মাথার চুল ছেঁটে ফলেন ৷ এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরে দুরন্ত ছন্দে ছিলেন তিনি ৷ গত বছরই টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন তিনি ৷ 2020 সালে IPL এ সানরাইজার্স হায়দরাবাদ ওয়ার্নারকে তাদের অধিনায়ক নির্বাচিত করে ৷

দিল্লি, 18 এপ্রিল : বিশ্বের বেশিরভাগ দেশেই কোরোনা মোকাবিলায় চলছে লকডাউন ৷ গৃহবন্দী বিশ্ববাসী ৷ এরই মধ্যে অন্য ভূমিকায় দেখা গেল অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারকে ৷ বলিউড গান ‘‘শিলা কী জওয়ানি’’-র ছন্দে কোমর দোলাতে দেখা গেল তাঁকে ৷ সঙ্গে ছিল তাঁর মেয়ে আইভি ৷

image
মেয়ে আইভির সঙ্গে ওয়ার্নার

ইনস্টাগ্রামে ভিডিয়োটি পোস্ট করেন ওয়ার্নার ৷ ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, ‘‘ কেউ আমাদের দয়া করে সাহায্য করুন ৷’’ কোরোনা ভাইরাসের প্রার্দুভাব দেখা যায় ৷ বিশ্বজুড়ে বাতিল বা স্থগিত হয় বহু ক্রীড়া প্রতিযোগিতা ৷ ফলে বাড়িতেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্রীড়াবিদরা ৷

কোরোনার বিরুদ্ধে যাঁরা সামনে থেকে লড়াই করছেন তাঁদের সম্মান জানাতে গত সপ্তাহেই ওয়ার্নার মাথার চুল ছেঁটে ফলেন ৷ এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরে দুরন্ত ছন্দে ছিলেন তিনি ৷ গত বছরই টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন তিনি ৷ 2020 সালে IPL এ সানরাইজার্স হায়দরাবাদ ওয়ার্নারকে তাদের অধিনায়ক নির্বাচিত করে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.