ETV Bharat / sports

"কালু" নামে ডাকতেন সতীর্থরা, রেগে আগুন ড্যারেন স্যামি - "কালু" নামে সম্বোধন, রেগে আগুন ড্যারেন সামি

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময় দলের বাকি সদস্যরা ড্যারেন সামি ও থিসারা পেরেরাকে কালু বলে ডাকতেন ৷ শব্দটির মানে জেনে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়ক ড্যারেন সামি ৷

Darren Sammy
Darren Sammy
author img

By

Published : Jun 7, 2020, 8:49 AM IST

সেন্ট লুসিয়া, 7 জুন: সানরাইজার্স হায়দরাবাদের হয়ে IPL খেলার সময় সতীর্থরা তাঁকে "কালু" বলে ডাকতেন ৷ বিদেশি হওয়ায় হিন্দি শব্দটির মানে বুঝতেন না ৷ ভাবতেন এর মানে শক্তিশালী পুরুষ ৷ কিন্তু সম্প্রতি "কালু" শব্দটির মানে জেনে মেজাজ হারালেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন স্যামি ৷ ইনস্টাগ্রামে উগরে দিলেন ক্ষোভ ৷

ইনস্টা পোস্টে ক্যারিবিয়ান অলরাউন্ডার লিখেছেন, "কালু" শব্দটির অর্থ এখুনই জানলাম ৷ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে IPL খেলার সময় আমাকে এবং থিসারা পেরেরাক এই নামে ডাকা হতো ৷ আমি ভাবতাম এর অর্থ শক্তিশালী পুরুষ ৷ কিন্তু এখন এর আসল অর্থ জেনে আমার ভীষণ রাগ হচ্ছে ৷" অ্যাফ্রো-অ্যামেরিকান যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে এমনিতেই বিশ্ব জুড়ে প্রতিবাদের ঝড় বইছে ৷ বর্ণবিদ্বেষ বন্ধ করার আর্জি জানাচ্ছে মানুষ ৷ তারই মধ্যে স্যামির এই পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷

ড্যারেন সামির পোস্ট
ড্যারেন সামির পোস্ট

জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে সরব হয়েছিলেন স্যামি ৷ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সহ বিশ্বের সমস্ত ক্রিকেট বোর্ডকে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সুর তোলার আহ্বান জানিয়েছিলেন তিনি ৷ টুইটে স্যামি লেখেন, "আমার মতো মানুষদের সঙ্গে কী হচ্ছে তা কি ICC ও অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডগুলি দেখতে পাচ্ছে না ? তোমরা কি এই অবিচার নিয়ে সরব হবে না ? এটা শুধু অ্যামেরিকাতেই নয়, বিশ্বের সমস্ত প্রান্তেই হয়ে থাকে ৷ এটা চুপ করে থাকার সময় নয় ৷ আমি তোমাদের থেকে কিছু শুনতে চাই ৷" ক্রিকেটেও বর্ণবিদ্বেষ রয়েছে বলে জানিয়েছেন আরও ক্রিস গেইলও ৷ গায়ের রঙের জন্য দলের মধ্যেই বহুবার হেনস্থা হতে হয়েছে ইউনিভার্সাল বসকে ৷

থিসারা পেরেরা
থিসারা পেরেরা

সেন্ট লুসিয়া, 7 জুন: সানরাইজার্স হায়দরাবাদের হয়ে IPL খেলার সময় সতীর্থরা তাঁকে "কালু" বলে ডাকতেন ৷ বিদেশি হওয়ায় হিন্দি শব্দটির মানে বুঝতেন না ৷ ভাবতেন এর মানে শক্তিশালী পুরুষ ৷ কিন্তু সম্প্রতি "কালু" শব্দটির মানে জেনে মেজাজ হারালেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন স্যামি ৷ ইনস্টাগ্রামে উগরে দিলেন ক্ষোভ ৷

ইনস্টা পোস্টে ক্যারিবিয়ান অলরাউন্ডার লিখেছেন, "কালু" শব্দটির অর্থ এখুনই জানলাম ৷ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে IPL খেলার সময় আমাকে এবং থিসারা পেরেরাক এই নামে ডাকা হতো ৷ আমি ভাবতাম এর অর্থ শক্তিশালী পুরুষ ৷ কিন্তু এখন এর আসল অর্থ জেনে আমার ভীষণ রাগ হচ্ছে ৷" অ্যাফ্রো-অ্যামেরিকান যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে এমনিতেই বিশ্ব জুড়ে প্রতিবাদের ঝড় বইছে ৷ বর্ণবিদ্বেষ বন্ধ করার আর্জি জানাচ্ছে মানুষ ৷ তারই মধ্যে স্যামির এই পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷

ড্যারেন সামির পোস্ট
ড্যারেন সামির পোস্ট

জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে সরব হয়েছিলেন স্যামি ৷ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সহ বিশ্বের সমস্ত ক্রিকেট বোর্ডকে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সুর তোলার আহ্বান জানিয়েছিলেন তিনি ৷ টুইটে স্যামি লেখেন, "আমার মতো মানুষদের সঙ্গে কী হচ্ছে তা কি ICC ও অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডগুলি দেখতে পাচ্ছে না ? তোমরা কি এই অবিচার নিয়ে সরব হবে না ? এটা শুধু অ্যামেরিকাতেই নয়, বিশ্বের সমস্ত প্রান্তেই হয়ে থাকে ৷ এটা চুপ করে থাকার সময় নয় ৷ আমি তোমাদের থেকে কিছু শুনতে চাই ৷" ক্রিকেটেও বর্ণবিদ্বেষ রয়েছে বলে জানিয়েছেন আরও ক্রিস গেইলও ৷ গায়ের রঙের জন্য দলের মধ্যেই বহুবার হেনস্থা হতে হয়েছে ইউনিভার্সাল বসকে ৷

থিসারা পেরেরা
থিসারা পেরেরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.