ETV Bharat / sports

চিনা সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করুন, সৌরভকে চিঠি চেম্বার অফ ট্রেড ইন্ডাস্ট্রির - IPL title sponsor Vivo

চিনা সংস্থার সঙ্গে চুক্তি বাতিলের অনুরোধ জানিয়ে BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে চিঠি দিল চেম্বার অফ ট্রেড ইন্ডাস্ট্রি ৷

চিনা সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করুন, সৌরভকে চিঠি CIT-এর
চিনা সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করুন, সৌরভকে চিঠি CIT-এর
author img

By

Published : Jun 20, 2020, 2:19 PM IST

মুম্বই, 20 জুন: চিনা সংস্থার সঙ্গে চুক্তি বাতিলের আর্জি জানিয়ে BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে চিঠি দিল চেম্বার অফ ট্রেড ইন্ডাস্ট্রি ৷ চুক্তি বাতিল না করলে IPL সহ দেশে অনুষ্ঠিত সমস্ত আন্তর্জাতিক ম্যাচ বয়কট করা হবে ৷ চিঠিতে লিখেছেন CTI-এর আহ্বায়ক ব্রিজেশ গোয়েল ৷

লাদাখ সীমান্তে 20 জন ভারতীয় সেনার মৃত্যুর পর চিনা দ্রব্য বয়কটের ডাক উঠেছে দেশজুড়ে ৷ সারা দেশে চিনা পণ্য পুড়িয়ে প্রতিবাদ শুরু হয়েছে ৷ কিন্তু সেই পথে হাঁটতে নারাজ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ IPL-এর টাইটেল স্পনসর এক চিনা মোবাইল সংস্থা ৷ পাশাপাশি টুর্নামেন্ট চলাকালীন ওই সংস্থা সবচেয় বেশি বিজ্ঞাপন দিয়ে থাকে ৷ পাঁচবছরের জন্য সংস্থাটির সঙ্গে চুক্তি রয়েছে BCCI-এর ৷ যা শেষ হচ্ছে 2022 সালে ৷ প্রতিবছর ওই সংস্থা থেকে 440 কোটি টাকা আয় করে থাকে ভারতীয় বোর্ড ৷ তাই এই পরিস্থিতিতেও ভারতীয় ক্রিকেট বোর্ড চুক্তি বাতিল করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কোষাধ্যক্ষ অরুণ ধুমাল ৷

তাঁর যুক্তি, "চিনা মোবাইল সংস্থার সঙ্গে চুক্তি থাকলে আখেরে ভারতীয় অর্থনীতির লাভ ৷ তিনি বলেন, "আবেগের সময় যুক্তি কাজ করে না ৷ কিন্তু আমাদের বুঝতে হবে যে একটি চিনা কম্পানিকে সমর্থন করা আর দেশের ভালোর জন্য চিনা সংস্থার সাহায্য নেওয়ার মধ্যে তফাত রয়েছে ৷" বোর্ড কোষাধ্যক্ষের এই মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে ৷ তারপরই চেম্বার অফ ট্রেড ইন্ডাস্ট্রির তরফে চিঠি পৌঁছেছে BCCI-এর সদর দপ্তরে ৷ যদিও বর্তমান পরিস্থিতি বিচার করে আগামী সপ্তাহে স্পনসরশিপ নিয়ে বৈঠক করবে IPL-এর গভর্নিং কাউন্সিল ৷

প্রসঙ্গত, IPL-এর টাইটেল স্পনসর ছাড়াও গত বছর সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় দলের স্পনসর ছিল অন্য এক চিনা মোবাইল সংস্থা ৷ সেপ্টেম্বরের পর সেই জায়গায় এসেছে একটি ভারতীয় এডুকেশনাল টেকনোলজি কোম্পানি ৷

মুম্বই, 20 জুন: চিনা সংস্থার সঙ্গে চুক্তি বাতিলের আর্জি জানিয়ে BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে চিঠি দিল চেম্বার অফ ট্রেড ইন্ডাস্ট্রি ৷ চুক্তি বাতিল না করলে IPL সহ দেশে অনুষ্ঠিত সমস্ত আন্তর্জাতিক ম্যাচ বয়কট করা হবে ৷ চিঠিতে লিখেছেন CTI-এর আহ্বায়ক ব্রিজেশ গোয়েল ৷

লাদাখ সীমান্তে 20 জন ভারতীয় সেনার মৃত্যুর পর চিনা দ্রব্য বয়কটের ডাক উঠেছে দেশজুড়ে ৷ সারা দেশে চিনা পণ্য পুড়িয়ে প্রতিবাদ শুরু হয়েছে ৷ কিন্তু সেই পথে হাঁটতে নারাজ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ IPL-এর টাইটেল স্পনসর এক চিনা মোবাইল সংস্থা ৷ পাশাপাশি টুর্নামেন্ট চলাকালীন ওই সংস্থা সবচেয় বেশি বিজ্ঞাপন দিয়ে থাকে ৷ পাঁচবছরের জন্য সংস্থাটির সঙ্গে চুক্তি রয়েছে BCCI-এর ৷ যা শেষ হচ্ছে 2022 সালে ৷ প্রতিবছর ওই সংস্থা থেকে 440 কোটি টাকা আয় করে থাকে ভারতীয় বোর্ড ৷ তাই এই পরিস্থিতিতেও ভারতীয় ক্রিকেট বোর্ড চুক্তি বাতিল করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কোষাধ্যক্ষ অরুণ ধুমাল ৷

তাঁর যুক্তি, "চিনা মোবাইল সংস্থার সঙ্গে চুক্তি থাকলে আখেরে ভারতীয় অর্থনীতির লাভ ৷ তিনি বলেন, "আবেগের সময় যুক্তি কাজ করে না ৷ কিন্তু আমাদের বুঝতে হবে যে একটি চিনা কম্পানিকে সমর্থন করা আর দেশের ভালোর জন্য চিনা সংস্থার সাহায্য নেওয়ার মধ্যে তফাত রয়েছে ৷" বোর্ড কোষাধ্যক্ষের এই মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে ৷ তারপরই চেম্বার অফ ট্রেড ইন্ডাস্ট্রির তরফে চিঠি পৌঁছেছে BCCI-এর সদর দপ্তরে ৷ যদিও বর্তমান পরিস্থিতি বিচার করে আগামী সপ্তাহে স্পনসরশিপ নিয়ে বৈঠক করবে IPL-এর গভর্নিং কাউন্সিল ৷

প্রসঙ্গত, IPL-এর টাইটেল স্পনসর ছাড়াও গত বছর সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় দলের স্পনসর ছিল অন্য এক চিনা মোবাইল সংস্থা ৷ সেপ্টেম্বরের পর সেই জায়গায় এসেছে একটি ভারতীয় এডুকেশনাল টেকনোলজি কোম্পানি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.