ETV Bharat / sports

IPL-র প্রথম ম্যাচের আয় পুলওয়ামায় শহিদ জওয়ানদের পরিবারকে দেবে CSK - crpf

23 তারিখ মাঠে নামছে চেন্নাই

CSK
author img

By

Published : Mar 21, 2019, 5:17 AM IST

চেন্নাই, 21 মার্চ : IPL-এ তাদের ঘরের মাঠে প্রথম ম্যাচের টিকিট বিক্রি থেকে অর্জিত টাকা পুলওয়ামায় শহিদ জওয়ানদের পরিবারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল চেন্নাই সুপার কিংস (CSK)। এই মরশুমের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরোর বিরুদ্ধে মাঠে নামছে CSK।

14 ফেব্রুয়ারি পুলওয়ামায় CRPF কনভয়ে হামলা চালায় জইশ-ই-মহম্মদের এক আত্মঘাতী জঙ্গি। শহিদ হন 40 জন জওয়ান। সেই শহিদ জওয়ানদের পরিবারকে সাহায্যের কথা ঘোষণা করল চেন্নাই সুপার কিংস।

23 মার্চ চিপকে IPL-র প্রথম ম্যাচ। ওই ম্যাচে টিকিট বিক্রি করে যে আয় হবে, তা শহিদ জওয়ানদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। চেন্নাই সুপার কিংসের ডিরেক্টর রাকেশ সিং বলেন, "আমাদের অধিনায়ক ভারতীয় সেনার সাম্মানিক কর্নেল। তিনি চেক তুলে দেবেন।"

চেন্নাই, 21 মার্চ : IPL-এ তাদের ঘরের মাঠে প্রথম ম্যাচের টিকিট বিক্রি থেকে অর্জিত টাকা পুলওয়ামায় শহিদ জওয়ানদের পরিবারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল চেন্নাই সুপার কিংস (CSK)। এই মরশুমের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরোর বিরুদ্ধে মাঠে নামছে CSK।

14 ফেব্রুয়ারি পুলওয়ামায় CRPF কনভয়ে হামলা চালায় জইশ-ই-মহম্মদের এক আত্মঘাতী জঙ্গি। শহিদ হন 40 জন জওয়ান। সেই শহিদ জওয়ানদের পরিবারকে সাহায্যের কথা ঘোষণা করল চেন্নাই সুপার কিংস।

23 মার্চ চিপকে IPL-র প্রথম ম্যাচ। ওই ম্যাচে টিকিট বিক্রি করে যে আয় হবে, তা শহিদ জওয়ানদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। চেন্নাই সুপার কিংসের ডিরেক্টর রাকেশ সিং বলেন, "আমাদের অধিনায়ক ভারতীয় সেনার সাম্মানিক কর্নেল। তিনি চেক তুলে দেবেন।"

Amritsar (Punjab), Mar 20 (ANI): The Border Security Force (BSF) personnel today celebrated 'Holika Dahan' in Amritsar. The jawans celebrated the occasion by burning the Holika and dancing around it. The entire country is in festive mood as people gear up to play the festival of colours tomorrow.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.