চেন্নাই, 21 মার্চ : IPL-এ তাদের ঘরের মাঠে প্রথম ম্যাচের টিকিট বিক্রি থেকে অর্জিত টাকা পুলওয়ামায় শহিদ জওয়ানদের পরিবারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল চেন্নাই সুপার কিংস (CSK)। এই মরশুমের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরোর বিরুদ্ধে মাঠে নামছে CSK।
14 ফেব্রুয়ারি পুলওয়ামায় CRPF কনভয়ে হামলা চালায় জইশ-ই-মহম্মদের এক আত্মঘাতী জঙ্গি। শহিদ হন 40 জন জওয়ান। সেই শহিদ জওয়ানদের পরিবারকে সাহায্যের কথা ঘোষণা করল চেন্নাই সুপার কিংস।
23 মার্চ চিপকে IPL-র প্রথম ম্যাচ। ওই ম্যাচে টিকিট বিক্রি করে যে আয় হবে, তা শহিদ জওয়ানদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। চেন্নাই সুপার কিংসের ডিরেক্টর রাকেশ সিং বলেন, "আমাদের অধিনায়ক ভারতীয় সেনার সাম্মানিক কর্নেল। তিনি চেক তুলে দেবেন।"