আবু ধাবি, 10 সেপ্টেম্বর : কোরোনা মুক্ত হলেন চেন্নাই সুপার কিংসের পেসার দীপক চহার । তাঁর দ্বিতীয় কোরোনা রিপোর্টও নেগেটিভ এসেছে । ইতিমধ্যেই টিম হোটেলে ফিরেছেন তিনি । সব ঠিক থাকলে দলের অনুশীলনে খুব তাড়াতাড়ি যোগ দেবেন দীপক ।
এই বিষয়ে CSK CEO কে এস বিশ্বনাথন বলেছেন, "পরপর দু'টো টেস্ট নেগেটিভ আসার পর দীপক চহার টিমে ফিরেছেন । এবার BCCI - এর প্রোটোকল অনুযায়ী, দীপককে কার্ডিওভাসকুলার টেস্ট করাতে হবে । যেটাতে বোঝা যাবে উনি সুস্থ হয়ে উঠছেন কি না । এরপর আরও একবার কোরোনা পরীক্ষা হবে । রিপোর্ট নেগেটিভ এলে তবেই অনুশীলনে যোগ দিতে পারবেন ।"
অনুশীলনে ফিরতে কতদিন সময় লাগবে ? বিশ্বনাথন বলেছেন, "উনি কত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছেন তার উপর এটা নির্ভর করছে । অন্তত দিন চারেক তো লাগবেই । তবে এ বিষয়ে নিশ্চয়তা নেই ।"