ETV Bharat / sports

বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খোলেনি ক্রিকেট : রোল্যান্ড বুচার

1980-81-তে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্টে অভিষেকের সময় ইংল্যান্ডের হয়ে প্রথম কৃষ্ণাঙ্গ খেলোয়াড় হিসেবে ইতিহাসে জায়গা করে নেন বুচার ।

author img

By

Published : Jul 6, 2020, 9:30 PM IST

Roland Butcher
Roland Butcher

দিল্লি, 6 জুলাই : ফুটবল বরাবরই সক্রিয় ছিল, কিন্তু বর্ণবিদ্বেষের বিরুদ্ধে খুব কম কাজ করেছে ক্রিকেট । বললেন প্রাক্তন ব্যাটসম্যান এবং ইংল্যান্ডের প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার রোল্যান্ড বুচার । মে মাসে অ্যামেরিকার মিনিয়াপলিসে পুলিশি হেপাজতে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পরই "ব্ল্যাক লাইভস ম্যাটার" আন্দোলন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে । সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ়ের অলরাউন্ডার কার্লোস ব্রেথওয়েট বলেন, বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হওয়াই যথেষ্ট নয় । তাঁর মতে, বিশ্বজুড়ে মানসিকতার পরিবর্তনের প্রয়োজন।

একটি সাক্ষাৎকারে রোল্যান্ড বুচার বলেন, “বছরের পর বছর ধরে এই ব্যাপারে খুব সক্রিয় ছিল ফুটবল । আমি মনে করি বরাবরই চুপ থেকেছে ক্রিকেট ।” ইংল্যান্ডের হয়ে তিনটি টেস্ট এবং তিনটি ওয়ান ডে খেলেছেন এই প্রাক্তন ব্যাটসম্যান । নিজে কখনও বর্ণবিদ্বেষের সম্মুখীন হয়েছিলেন কি না জানতে চাইলে তিনি বলেন, "লোকেরা আমাকে কখনওই সরাসরি গালি দেয়নি । আমি বলছি না যে এখানে কোনও বর্ণবিদ্বেষ ছিল না । আমি নিজে সরাসরি এর মুখোমুখি না হলেও আমি জানি, অন্যান্যদের উপর সত্যিই নির্যাতন করা হয়েছিল এবং তা পরে ধরাও পড়ে ।"

খেলাধূলা থেকে বর্ণবিদ্বেষ দূর করার বিষয়টি কতটা কঠিন ? জানতে চাইলে তিনি বলেন, "ক্লাবগুলি অ্যাজেন্ডা নির্ধারণ করতে পারে এবং কোনও ধরনের বর্ণবিদ্বেষ সহ্য না করার নীতি নির্ধারণ করতে পারে । তাদের পথ দেখাতে হবে ।" রোল্যান্ড বুচার 1980-81 সালে ইংল্যান্ডের হয়ে তিনটি টেস্ট এবং একাধিক ওয়ান ডে খেলেন।

দিল্লি, 6 জুলাই : ফুটবল বরাবরই সক্রিয় ছিল, কিন্তু বর্ণবিদ্বেষের বিরুদ্ধে খুব কম কাজ করেছে ক্রিকেট । বললেন প্রাক্তন ব্যাটসম্যান এবং ইংল্যান্ডের প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার রোল্যান্ড বুচার । মে মাসে অ্যামেরিকার মিনিয়াপলিসে পুলিশি হেপাজতে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পরই "ব্ল্যাক লাইভস ম্যাটার" আন্দোলন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে । সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ়ের অলরাউন্ডার কার্লোস ব্রেথওয়েট বলেন, বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হওয়াই যথেষ্ট নয় । তাঁর মতে, বিশ্বজুড়ে মানসিকতার পরিবর্তনের প্রয়োজন।

একটি সাক্ষাৎকারে রোল্যান্ড বুচার বলেন, “বছরের পর বছর ধরে এই ব্যাপারে খুব সক্রিয় ছিল ফুটবল । আমি মনে করি বরাবরই চুপ থেকেছে ক্রিকেট ।” ইংল্যান্ডের হয়ে তিনটি টেস্ট এবং তিনটি ওয়ান ডে খেলেছেন এই প্রাক্তন ব্যাটসম্যান । নিজে কখনও বর্ণবিদ্বেষের সম্মুখীন হয়েছিলেন কি না জানতে চাইলে তিনি বলেন, "লোকেরা আমাকে কখনওই সরাসরি গালি দেয়নি । আমি বলছি না যে এখানে কোনও বর্ণবিদ্বেষ ছিল না । আমি নিজে সরাসরি এর মুখোমুখি না হলেও আমি জানি, অন্যান্যদের উপর সত্যিই নির্যাতন করা হয়েছিল এবং তা পরে ধরাও পড়ে ।"

খেলাধূলা থেকে বর্ণবিদ্বেষ দূর করার বিষয়টি কতটা কঠিন ? জানতে চাইলে তিনি বলেন, "ক্লাবগুলি অ্যাজেন্ডা নির্ধারণ করতে পারে এবং কোনও ধরনের বর্ণবিদ্বেষ সহ্য না করার নীতি নির্ধারণ করতে পারে । তাদের পথ দেখাতে হবে ।" রোল্যান্ড বুচার 1980-81 সালে ইংল্যান্ডের হয়ে তিনটি টেস্ট এবং একাধিক ওয়ান ডে খেলেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.