ETV Bharat / sports

জ়াহির খানের 42 তম জন্মদিনে শুভেচ্ছা ক্রিকেটারদের - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল

প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং একটি ভিডিয়ো পোস্ট করেছেন । ওই ভিডিয়োতে কিছু বিশেষ মুহূর্ত তুলে ধরেছেন তিনি ।

জ়াহির খানের 42 তম জন্মদিন
জ়াহির খানের 42 তম জন্মদিন
author img

By

Published : Oct 7, 2020, 8:33 PM IST

হায়দরাবাদ, 7 অক্টোবর : 42 বছরে পা রাখলেন জ়াহির খান । আজ তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা । বাদ যায়নি ICC ও BCCI-ও ।

জ়াহির খান বর্তমানে আরব আমিরশাহীতে রয়েছেন । মুম্বই ইন্ডিয়ানসের ক্রিকেট অপারেশন ডিরেক্টরের দায়িত্ব সামলাচ্ছেন তিনি । টুইটারে কোহলি লেখেন, "বারবার ফিরে আসুক এই শুভ দিনটি @ImZaheer । আপনার আগামী বছর সুখ ও সাফল্যে ভরে উঠুক এই কামনা করি । আজকের দিনটিতে আনন্দ উপভোগ করুন ।"

  • To my brother from another mother - who grows lazier with every birthday! Just remember, I've got your back in your old age too 😜 Wishing you another year of lounging on the sofa 😂 lots of love and best wishes! Happy birthday @ImZaheer pic.twitter.com/x2fwYoeO1w

    — Yuvraj Singh (@YUVSTRONG12) October 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং একটি ভিডিয়ো পোস্ট করেছেন । ওই ভিডিয়োতে কিছু বিশেষ মুহূর্ত তুলে ধরেছেন তিনি । ভিভিএস লক্ষ্মণ টুইটারে লেখেন, "জ়্যাক, বারবার এই দিনটি ফিরে আসুক । সামনের বছরটির জন্যে শুভেচ্ছা জানাই ।"

প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান মহম্মদ কাইফ জ়াহির খানের পেস বোলিংয়ের প্রশংসা করে লেখেন, "জ়াহির খান পেস বোলিং সম্পর্কে যেটা জানেন না, সেটা জানার মতো নয় । একজন চ্যাম্পিয়ন বোলার, নিঃস্বার্থ মেন্টর এবং এখন সফল কোচ । পেস বোলিংয়ে PhD করা বিনয়ী ব্যক্তিকে আজকের বিশেষ দিনে শুভেচ্ছা জানাচ্ছি । শুভ জন্মদিন ড. জ়্যাক ।"

হায়দরাবাদ, 7 অক্টোবর : 42 বছরে পা রাখলেন জ়াহির খান । আজ তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা । বাদ যায়নি ICC ও BCCI-ও ।

জ়াহির খান বর্তমানে আরব আমিরশাহীতে রয়েছেন । মুম্বই ইন্ডিয়ানসের ক্রিকেট অপারেশন ডিরেক্টরের দায়িত্ব সামলাচ্ছেন তিনি । টুইটারে কোহলি লেখেন, "বারবার ফিরে আসুক এই শুভ দিনটি @ImZaheer । আপনার আগামী বছর সুখ ও সাফল্যে ভরে উঠুক এই কামনা করি । আজকের দিনটিতে আনন্দ উপভোগ করুন ।"

  • To my brother from another mother - who grows lazier with every birthday! Just remember, I've got your back in your old age too 😜 Wishing you another year of lounging on the sofa 😂 lots of love and best wishes! Happy birthday @ImZaheer pic.twitter.com/x2fwYoeO1w

    — Yuvraj Singh (@YUVSTRONG12) October 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং একটি ভিডিয়ো পোস্ট করেছেন । ওই ভিডিয়োতে কিছু বিশেষ মুহূর্ত তুলে ধরেছেন তিনি । ভিভিএস লক্ষ্মণ টুইটারে লেখেন, "জ়্যাক, বারবার এই দিনটি ফিরে আসুক । সামনের বছরটির জন্যে শুভেচ্ছা জানাই ।"

প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান মহম্মদ কাইফ জ়াহির খানের পেস বোলিংয়ের প্রশংসা করে লেখেন, "জ়াহির খান পেস বোলিং সম্পর্কে যেটা জানেন না, সেটা জানার মতো নয় । একজন চ্যাম্পিয়ন বোলার, নিঃস্বার্থ মেন্টর এবং এখন সফল কোচ । পেস বোলিংয়ে PhD করা বিনয়ী ব্যক্তিকে আজকের বিশেষ দিনে শুভেচ্ছা জানাচ্ছি । শুভ জন্মদিন ড. জ়্যাক ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.