ETV Bharat / sports

মেলবোর্নে দুর্দান্ত কামব্যাক ভারতের, রাহানের প্রশংসায় কোহলি - Boxing day test

বর্ডার - গাভাসকর সিরিজে ভারতের দুর্দান্ত কামব্যকের পিছনে রাহানের নেতৃত্ব দেখছেন বিরাট ।

Kohli
Kohli
author img

By

Published : Dec 29, 2020, 12:47 PM IST

মেলবোর্ন, 29 ডিসেম্বর : দায়িত্বটা যে যোগ্য মানুষের হাতে তুলে গিয়েছিলেন তা জানতেন । মেলবোর্নের মাঠে বক্সিং ডে টেস্টে ভারতের দুর্দান্ত জয়ের পর সেই বিশ্বাসটা আরও পোক্ত হল অধিনায়ক বিরাট কোহলির । মেলবোর্ন টেস্টে জয়ের ক্ষেত্রে দলের প্রতিটি সদস্যের অবদান রয়েছে । কিন্তু জয়ের নেপথ্যে স্ট্যান্ড ইন অধিনায়কের অজিঙ্ক রাহানে ঠান্ডা মাথার বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি রয়েছে সবচেয়ে বেশি চর্চায় । আজ 8 উইকেটে ভারতের জয় নিশ্চিত হতেই টুইটারে দলের উদ্দেশে অভিনন্দন বার্তা পাঠালেন কোহলি । আলাদা করে লিখলেন রাহানের কথা ।

অ্যাডিলেডে লজ্জার হারের ঘা-টা এখনও দগদগে । তারপর দেশে ফিরে গিয়েছেন দলের অন্যতম অস্ত্র বিরাট কোহলি । দলে অনুপস্থিত দুই স্ট্রাইক বোলার ইশান্ত শর্মা ও মহম্মদ শামি । চোট পেয়েছেন উমেশ যাদব । অন্যদিকে দলে শুভমন গিল, মহম্মদ সিরাজের মত নতুন মুখ । ফলে রাহানের কাজটা সহজ ছিল না মোটেও । ব্যাট হাতে টেস্ট দলের নির্ভরযোগ্য সদস্য ছিলেন । এবার দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক হিসেবেও সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নিলেন ।

  • What a win this is, absolutely amazing effort by the whole team. Couldn't be happier for the boys and specially Jinks who led the team to victory amazingly. Onwards and upwards from here 💪🇮🇳

    — Virat Kohli (@imVkohli) December 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দুই ইনিংসে রাহানের অবদান 112 ও 27 (অপরাজিত) । ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা গিয়েছে তাঁরই ঝুলিতে । মেলবোর্নের সেই নায়কের উদ্দেশে বিরাট লিখেছেন, "অবিস্মরণীয় জয় । এর পিছনে গোটা দলের অবদান রয়েছে । তবে আলাদা করে জিংকসের কথা বলব । ওর নেতৃত্বেই এই জয় । দলের জন্য ভীষণ খুশি ।"

মেলবোর্ন, 29 ডিসেম্বর : দায়িত্বটা যে যোগ্য মানুষের হাতে তুলে গিয়েছিলেন তা জানতেন । মেলবোর্নের মাঠে বক্সিং ডে টেস্টে ভারতের দুর্দান্ত জয়ের পর সেই বিশ্বাসটা আরও পোক্ত হল অধিনায়ক বিরাট কোহলির । মেলবোর্ন টেস্টে জয়ের ক্ষেত্রে দলের প্রতিটি সদস্যের অবদান রয়েছে । কিন্তু জয়ের নেপথ্যে স্ট্যান্ড ইন অধিনায়কের অজিঙ্ক রাহানে ঠান্ডা মাথার বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি রয়েছে সবচেয়ে বেশি চর্চায় । আজ 8 উইকেটে ভারতের জয় নিশ্চিত হতেই টুইটারে দলের উদ্দেশে অভিনন্দন বার্তা পাঠালেন কোহলি । আলাদা করে লিখলেন রাহানের কথা ।

অ্যাডিলেডে লজ্জার হারের ঘা-টা এখনও দগদগে । তারপর দেশে ফিরে গিয়েছেন দলের অন্যতম অস্ত্র বিরাট কোহলি । দলে অনুপস্থিত দুই স্ট্রাইক বোলার ইশান্ত শর্মা ও মহম্মদ শামি । চোট পেয়েছেন উমেশ যাদব । অন্যদিকে দলে শুভমন গিল, মহম্মদ সিরাজের মত নতুন মুখ । ফলে রাহানের কাজটা সহজ ছিল না মোটেও । ব্যাট হাতে টেস্ট দলের নির্ভরযোগ্য সদস্য ছিলেন । এবার দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক হিসেবেও সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নিলেন ।

  • What a win this is, absolutely amazing effort by the whole team. Couldn't be happier for the boys and specially Jinks who led the team to victory amazingly. Onwards and upwards from here 💪🇮🇳

    — Virat Kohli (@imVkohli) December 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দুই ইনিংসে রাহানের অবদান 112 ও 27 (অপরাজিত) । ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা গিয়েছে তাঁরই ঝুলিতে । মেলবোর্নের সেই নায়কের উদ্দেশে বিরাট লিখেছেন, "অবিস্মরণীয় জয় । এর পিছনে গোটা দলের অবদান রয়েছে । তবে আলাদা করে জিংকসের কথা বলব । ওর নেতৃত্বেই এই জয় । দলের জন্য ভীষণ খুশি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.