ETV Bharat / sports

জাতীয় দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান হলেন চেতন শর্মা - জাতীয় দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান নিযুক্ত হলেন চেতন শর্মা

প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার দেশের হয়ে 23টি টেস্ট ম্যাচ খেলেছিলেন ৷ এছাড়া 65টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি ৷ জাতীয় দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান পদে তিনি প্রাক্তন স্পিনার সুনীল জোশির স্থলাভিষিক্ত হলেন ৷

চেতন শর্মা
চেতন শর্মা
author img

By

Published : Dec 24, 2020, 10:46 PM IST

দিল্লি, 24 ডিসেম্বর : জাতীয় দলের নির্বাচক প্যানেলের চেয়ারম্যান নিযুক্ত হলেন প্রাক্তন ক্রিকেটার চেতন শর্মা ৷ মদন লালের নেতৃত্বে ক্রিকেট অ্যাডভাইজ়ারি কমিটি তাঁকে নির্বাচিত করেন ৷

প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার দেশের হয়ে 23টি টেস্ট ম্যাচ খেলেছিলেন ৷ এছাড়া 65টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি ৷ জাতীয় দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান পদে তিনি প্রাক্তন স্পিনার সুনীল জোশির স্থলাভিষিক্ত হলেন ৷ এছাড়া প্রাক্তন পেসার দেবাশিস মোহান্তি ও অ্যাবে কুরুভিলাও নির্বাচক প্যানেলে যোগ করা হয়েছে ৷

একটি বিবৃতি দিয়ে ভারতীয় বোর্ডের তরফে বলা হয়েছে, ‘‘কমিটি চেয়ারম্যানের দায়িত্বের জন্য চেতন শর্মার নাম মনোনীত করেছে ৷ বেশি টেস্ট ম্যাচ খেলার উপর ভিত্তি করেই এই মনোনয়ন ৷ সিএসি এক বছর ধরে তাঁর পারফরমেন্সের উপর নজর রাখবে ৷ তারপর পুনরায় মনোনীত করা হবে ৷’’

আরও পড়ুন :- আইএসএলে প্রথম জয় পাওয়াই লক্ষ্য পিলকিংটনদের

পশ্চিম জ়োন থেকে অজিত আগরকর, অ্যাবে কুরুভিলা এবং নয়ন মোঙ্গিয়া নির্বাচক পদের জন্য আবেদন করেছিলেন ৷ অন্যদিকে উত্তর জ়োন থেকে চেতন শর্মা, বিজয় দাহিয়া, অজয় রাতরা ও নিখিল চোপড়া আবেদন করেন ৷ অন্যদিকে শিবসুন্দর দাস, দেবাশিস মোহান্তি ও রণদেব বসু পূর্বাঞ্চল থেকে আবেদন করেন ৷

দিল্লি, 24 ডিসেম্বর : জাতীয় দলের নির্বাচক প্যানেলের চেয়ারম্যান নিযুক্ত হলেন প্রাক্তন ক্রিকেটার চেতন শর্মা ৷ মদন লালের নেতৃত্বে ক্রিকেট অ্যাডভাইজ়ারি কমিটি তাঁকে নির্বাচিত করেন ৷

প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার দেশের হয়ে 23টি টেস্ট ম্যাচ খেলেছিলেন ৷ এছাড়া 65টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি ৷ জাতীয় দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান পদে তিনি প্রাক্তন স্পিনার সুনীল জোশির স্থলাভিষিক্ত হলেন ৷ এছাড়া প্রাক্তন পেসার দেবাশিস মোহান্তি ও অ্যাবে কুরুভিলাও নির্বাচক প্যানেলে যোগ করা হয়েছে ৷

একটি বিবৃতি দিয়ে ভারতীয় বোর্ডের তরফে বলা হয়েছে, ‘‘কমিটি চেয়ারম্যানের দায়িত্বের জন্য চেতন শর্মার নাম মনোনীত করেছে ৷ বেশি টেস্ট ম্যাচ খেলার উপর ভিত্তি করেই এই মনোনয়ন ৷ সিএসি এক বছর ধরে তাঁর পারফরমেন্সের উপর নজর রাখবে ৷ তারপর পুনরায় মনোনীত করা হবে ৷’’

আরও পড়ুন :- আইএসএলে প্রথম জয় পাওয়াই লক্ষ্য পিলকিংটনদের

পশ্চিম জ়োন থেকে অজিত আগরকর, অ্যাবে কুরুভিলা এবং নয়ন মোঙ্গিয়া নির্বাচক পদের জন্য আবেদন করেছিলেন ৷ অন্যদিকে উত্তর জ়োন থেকে চেতন শর্মা, বিজয় দাহিয়া, অজয় রাতরা ও নিখিল চোপড়া আবেদন করেন ৷ অন্যদিকে শিবসুন্দর দাস, দেবাশিস মোহান্তি ও রণদেব বসু পূর্বাঞ্চল থেকে আবেদন করেন ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.