আবু ধাবি, 9 নভেম্বর : ক্যাচ মিস মানেই ম্যাচ মিস ৷ 22 গজের এই আপ্তবাক্যটা হয়তো রপ্ত করতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ ৷ তাই দ্বিতীয় কোয়ালিফায়ারে শিখর ধাওয়ান সহ দিল্লি ক্যাপিটালসের তিনজন ব্যাটসম্যানের ক্যাচ মিস করলেন হায়দরাবাদের ফিল্ডাররা ৷ ফল যা হওয়ার তাই হল ৷ দিল্লির কাছে হেরে খেতাব জয়ের দৌড় থেকে ছিটকে যেতে হয়েছে তাদের ৷ দিল্লির বিরুদ্ধে 17 রানে হারের পর অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলেই দিলেন, এত ক্যাচ ছাড়লে আর সুযোগ মিস করলে অন্তত টুর্নামেন্ট জেতা যায় না ৷
দিল্লির ইনিংসে শিখর ধাওয়ান, মার্কাস স্টোইনিস ও শ্রেয়াস আইয়ারের ক্যাচ ছাড়ে হায়দরাবাদের ফিল্ডাররা ৷ এছাড়া হায়দরাবাদের ফিল্ডারদের মিসফিল্ড ও ওভার থ্রোর কারণে দিল্লির ঝুলিতে যোগ হয় রান ৷ যার জেরে হায়দরাবাদকে 189 রানের বড় লক্ষ্যমাত্রা দিতে সক্ষম হয় দিল্লি ৷ IPL থেকে ছিটকে গিয়ে এই ভুলের মাশুল দিতে হয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে ৷ জয়ের আশা জাগিয়েও 17 রান আগেই আটকে যায় ওয়ার্নাররা ৷ ম্যাচ শেষে ক্ষুব্ধ হায়দরাবাদ অধিনায়ক বলেছেন, "মাঠে ক্রিকেটাররা কী মনোভাব নিয়ে খেলছে সেটাই আসল ৷ সুযোগ পেয়েও ছেড়ে দেওয়া ও এত ক্যাচ মিস করলে কখনও টুর্নামেন্ট জেতা যায় না ৷ ক্রিকেটারদের এই অ্যাটিটিউডের কারণেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেলাম ৷"
সমালোচনার পাশাপাশি দলের প্রশংসাও করেছেন ওয়ার্নার ৷ মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের দিকে সমস্ত ফোকাস থাকলেও প্লে অফে জায়গা করে নিয়েছিল হায়দরাবাদ ৷ একাধিক ক্রিকেটারের চোটের ধাক্কা সামলে তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করায় খুশি ওয়ার্নার ৷