কলকাতা, 1 মার্চ : মুস্তাক আলির পর বিজয় হাজারে ট্রফিতেও মূলপর্বে উঠতে পারলেন না অনুষ্টুপ মজুমদার, অভিমন্যু ঈশ্বরণরা । চণ্ডীগড়, সৌরাষ্ট্রের পরে এবার হরিয়ানার বিরুদ্ধেও জিততে পারল না বাংলা । প্রথমে ব্যাট করতে নেমে 177 রানে অলআউট হয়ে যায় বাংলা । জবাবে 43.5 ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় হরিয়ানা ।
বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং- তিন বিভাগেই ধারাবাহিকভাবে ব্যর্থ বাংলা । হরিয়ানার বিরুদ্ধে উইকেটরক্ষক শুভঙ্কর বলের 54 রান ছাড়া অনুষ্টুপ মজুমদারের 31 এবং অর্ণব নন্দীর 30 উল্লেখযোগ্য । হরিয়ানার চৈতন্য বিষনয় এবং শুভম রহিলার হাফ সেঞ্চুরি জয়ের ভীত গড়ে দেয় । বাংলার বোলারদের মধ্যে শাহবাজ আহমেদের তিন উইকেট ছাড়া আর কেউই দাগ কাটতে পারেননি ।
রঞ্জি ট্রফি হবে না । মুস্তাক আলি টি টোয়েন্টি-র পর বিজয় হাজারে ট্রফি ছিল সম্ভবত চলতি মরশুমের বোর্ডের শেষ টুর্নামেন্ট । আর এই দুই টুর্নামেন্টে ব্যর্থ বাংলা । গত মরশুমের পারফরমেন্সের পর কেন এই বিপর্যয় তা নিয়ে ময়নাতদন্তের কথা বলেছে সিএবি । প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া জানিয়েছেন, "এই দুই টুর্নামেন্টের পারফরম্যান্স হতাশাজনক । আমরা আরও ভালো কিছু আশা করেছিলাম । কেন এই ব্যর্থতা তা নিয়ে রিভিউ মিটিং করা হবে । সেখানে কোচ, অধিনায়ক, নির্বাচকদের নিয়ে বিশদে ব্যর্থতার কারণ নিয়ে আলোচনা হবে ।" শুধু তাই নয়, ভিশন টোয়েন্টি টোয়েন্টিকে ভিশন 2025 সাল অবধি নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে । যেখানে বয়সভিত্তিক ক্রিকেটে জোর দিয়ে নতুন প্রতিভার অন্বেষণ এবং পরিমার্জন করা হবে ।
আরও পড়ুন : তিনি নাকি 44 ! ফের বয়স বিতর্কে আফ্রিদি
ইতিমধ্যে যুগ্ম সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ক্রিকেটারদের ওয়ান-ডে টুর্নামেন্টের জন্য যোগ দিতে বলেছেন । তাঁর মতে, গত সেপ্টেম্বর মাস থেকে প্রস্তুতিতে যাতে কোনও খামতি না থাকে তার ব্যবস্থা করা হয়েছিল । ভিভিএস লক্ষ্মণ প্রস্তুতিতে যোগ দিয়েছিলেন । কল্যাণীতে শিবিরও করা হয়েছিল । অনুশীলন ম্যাচের আয়োজন করা হয়েছিল । তা সত্ত্বেও কোথায় ভুল তা খতিয়ে দেখার সময় হয়েছে বলে মনে করেন স্নেহাশিস । দলের পারফরমেন্স দেখে হতাশ কোচ অরুণলাল । তিনি এব্যাপারে সিএবি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন । ইতিমধ্যেই নতুন মরশুমের জন্য ক্রিকেটারদের কী করতে হবে তার তালিকা তুলে দেওয়া হয়েছে । ব্যর্থতার কারণ খুঁজে ঘুরে দাড়ানোর চেষ্টা শুরু বাংলার অন্দরমহলে ।