ETV Bharat / sports

জীবনের অন্যতম সেরা স্বীকৃতি, বললেন অরুণলাল - Saurav Ganguly

এবছর CAB-র লাইফটাইম অ্যাচিভমেন্ট (জীবনকৃতি) সম্মান পাচ্ছেন প্রাক্তন ক্রিকেটার অরুণলাল । এই সম্মান পাওয়াকে জীবনের অন্যতম সেরা স্বীকৃতি বললেন তিনি ।

বাংলার খেলোয়াড়দের সঙ্গে অরুণলাল (ফাইল ফোটো)
author img

By

Published : Jul 31, 2019, 6:23 AM IST

কলকাতা, 31 জুলাই : "দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছি । বাংলার হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ হয়েছে । সবকিছু মাথায় রেখেও বলছি CAB-র লাইফটাইম অ্যাচিভমেন্ট (জীবনকৃতি) সম্মানের গুরুত্ব আমার কাছে বিরাট । দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সমান না হলেও খুব কাছাকাছি থাকবে ।"এভাবেই নিজের প্রতিক্রিয়া জানালেন অরুণলাল ।

লড়াইয়ের যেন আর এক নাম তিনি । খেলোয়াড় জীবনে পিচ আঁকড়ে পড়ে থেকে প্রতিটি রান সংগ্রহ করেছেন । পরিস্থিতি যত কঠিন হয়েছে, প্রতিপক্ষ বোলাররা যত দাঁতমুখ বার করেছে ততই ডালপালা ছড়িয়ে কঠিন লড়াই ছুড়ে দিয়েছেন অরুণলাল । জীবনকৃতির সম্মানকে লড়াইয়ের স্বীকৃতি বলে মনে করছেন । দেশ, বাংলার হয়ে খেলার পরে কোচের দায়িত্ব সামলাচ্ছেন । নতুন মরশুমে সেই লড়াইকে দলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন ।

তিন অগাস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে CAB-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান । বর্ষসেরা ও জেন্টালম্যান ক্রিকেটারের পুরস্কার উঠবে অভিমণ্যু ঈশ্বরনের হাতে । সেরা মহিলা ক্রিকেটার দীপ্তি শর্মা । অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি অজিঙ্কা রাহানে । তবে জীবনকৃতি সম্মান কে পাচ্ছেন তা নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে । রাজু মুখার্জি, দীপংকর সরকার, সম্বরণ ব্যানার্জিরা জীবনকৃতি সম্মানের দৌড়ে ছিলেন । শেষ পর্যন্ত অরুণলালকে বেছে নেয় CAB প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির কমিটি ।

কলকাতা, 31 জুলাই : "দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছি । বাংলার হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ হয়েছে । সবকিছু মাথায় রেখেও বলছি CAB-র লাইফটাইম অ্যাচিভমেন্ট (জীবনকৃতি) সম্মানের গুরুত্ব আমার কাছে বিরাট । দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সমান না হলেও খুব কাছাকাছি থাকবে ।"এভাবেই নিজের প্রতিক্রিয়া জানালেন অরুণলাল ।

লড়াইয়ের যেন আর এক নাম তিনি । খেলোয়াড় জীবনে পিচ আঁকড়ে পড়ে থেকে প্রতিটি রান সংগ্রহ করেছেন । পরিস্থিতি যত কঠিন হয়েছে, প্রতিপক্ষ বোলাররা যত দাঁতমুখ বার করেছে ততই ডালপালা ছড়িয়ে কঠিন লড়াই ছুড়ে দিয়েছেন অরুণলাল । জীবনকৃতির সম্মানকে লড়াইয়ের স্বীকৃতি বলে মনে করছেন । দেশ, বাংলার হয়ে খেলার পরে কোচের দায়িত্ব সামলাচ্ছেন । নতুন মরশুমে সেই লড়াইকে দলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন ।

তিন অগাস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে CAB-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান । বর্ষসেরা ও জেন্টালম্যান ক্রিকেটারের পুরস্কার উঠবে অভিমণ্যু ঈশ্বরনের হাতে । সেরা মহিলা ক্রিকেটার দীপ্তি শর্মা । অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি অজিঙ্কা রাহানে । তবে জীবনকৃতি সম্মান কে পাচ্ছেন তা নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে । রাজু মুখার্জি, দীপংকর সরকার, সম্বরণ ব্যানার্জিরা জীবনকৃতি সম্মানের দৌড়ে ছিলেন । শেষ পর্যন্ত অরুণলালকে বেছে নেয় CAB প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির কমিটি ।

Intro:"দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছি। বাংলার হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ হয়েছে। সবকিছু মাথায় রেখেও বলছি সিএবির জীবনকৃতি সম্মানের গুরুত্ব আমার কাছে বিরাট। দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সমান না হলেও খুব কাছাকাছি থাকবে,"এভাবেই নিজের প্রতিক্রিয়া জানালেন অরুনলাল। লড়াইয়ের অপর নাম তিনি। খেলোয়াড়ি জীবনে পিচ আকড়ে পড়ে থেকে প্রতিটি রান সংগ্রহ করেছেন। পরিস্থিতি যত কঠিন হয়েছে, প্রতিপক্ষ বোলাররা যত দাতমুখ বার করেছে ততই ডালপালা ছড়িয়ে কঠিন লড়াই ছুড়ে দিয়েছেন অরুনলাল। জীবনকৃতি র সম্মান কে লড়াইয়ের স্বীকৃতি বলে মনে করছেন। দেশ বাংলার হয়ে খেলার পরে কোচের দায়িত্ব সামলাচ্ছেন। নতুন মরসুমে সেই লড়াই কে দলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। তিন অগস্ট নেতাজী ইনডোর স্টেডিয়ামে সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বর্ষসেরা ও জেন্টালম্যান ক্রিকেটারের পুরস্কার উঠবে অভিমণ্যু ঈশ্বরনের হাতে। সেরা মহিলা ক্রিকেটার দীপ্তি শর্মা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি আজিঙ্কা রাহানে। তবে জীবনকৃতি সম্মান কে পাচ্ছেন তা নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। রাজু মুখার্জি, দীপঙ্কর সরকার, সম্বরন ব্যানার্জি রা জীবনকৃতি সম্মানের দৌড়ে ছিলেন। শেষ পর্যন্ত অরুনলালকে বেছে নেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর কমিটি।


Body:অরুন


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.