কলকাতা, 25 নভেম্বর : ইডেনে গোলাপি টেস্টের চতুর্থ ও পঞ্চম দিনের টিকিটের টাকা ফেরত দেবে CAB ৷ 3 দিনের কম সময়ে শেষ হয়েছে ভারত বনাম বাংলাদেশের গোলাপি টেস্ট ম্যাচ । দিন ও রাতের টেস্ট ম্যাচ ঘিরে তুমুল উৎসাহ ছিল কলকাতায় । ফলে টেস্ট ম্যাচের পাঁচ দিনের প্রায় সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল । কিন্তু তৃতীয় দিনে মাত্র 47 মিনিটেই জয় তুলে নেয় ভারত ৷ মাত্র আড়াই দিনেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় চতুর্থ ও পঞ্চম দিনের টিকিট যারা কেটেছিলেন তাঁরা আশাহত হন । তাঁদের অনেকেই টিকিটের টাকা নষ্ট হল বলে আক্ষেপ করেছে ।
এই অবস্থায় অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছে CAB -র ৷ সচিব অভিষেক ডালমিয়া জানান, যে দর্শকরা অন লাইনে টেস্টের চতুর্থ ও পঞ্চম দিনের টিকিট কেটেছিলেন তাঁদের টাকা ফেরত দেওয়া হবে । টেস্ট ক্রিকেট নির্ধারিত পাঁচদিনের বদলে তৃতীয় বা চতুর্থ দিনে খেলা শেষ হওয়ার ঘটনা নতুন নয় । সেজন্য CAB-কে টিকিটের টাকা ফেরত দিতে হবে এমন বাধ্যবাধকতাও নেই বলে জানিয়েছেন সংস্থার কোষাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায় । তিনি বলেন, "দুই বছর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় টাকা ফেরত দেওয়া হয়েছিল।"
তৃতীয় দিনে হারের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা বাংলাদেশ কতক্ষণ খেলা চালিয়ে যাবে তা নিয়ে সন্দেহ ছিল । তা সত্ত্বেও দর্শকভরা গ্যালারি চমকে দিয়েছিল বিরাট কোহলি সহ পুরো ভারতীয় দলকে । তাই CAB জানিয়েছে, ক্রিকেটপ্রেমীদের এই মানসিকতাকে সম্মান জানাতেই টিকিটের টাকা ফেরতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷