পোর্ট অফ স্পেন, 3 জুলাই : ওয়েস্ট ইন্ডিজ়ের কিংবদন্তি ব্যাটসম্যান প্রয়াত এভারটন উইকসকে শ্রদ্ধা জানালেন আর এক কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা ৷ বলেন, তিনি স্যার এভারটন উইকসকে অত্যন্ত শ্রদ্ধা করতেন ৷
বুধবার 95 বছর বয়সে বার্বাডোজ়ের ক্রাইস্টচার্চে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ৷ বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে উইকসের সঙ্গে তাঁর একটি ফোটো শেয়ার করে লারা লেখেন, ‘‘বহু বছর আগে উইলো কাঠ দিয়ে টেস্ট ক্রিকেট শাসন করেছেন মহান ক্রিকেটার স্যার এভারটন উইসক ৷ আমার সৌভাগ্য হয়েছিল থ্রি W-র শেষ জীবিত সদস্যকে কেরিয়ারের শেষ দিকে ব্যাট করতে দেখার ৷’’ ওয়েস্ট ইন্ডিজ়ের বিখ্যাত থ্রি W- র সদস্য ছিলেন উইকস ৷ অন্য দু’জন হলেন, ফ্র্যাঙ্ক ওরেল ও ক্লয়েড ওয়ালকট ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তাঁর কেরিয়ারে এভারটন 48টি টেস্ট ম্যাচ খেলেছিলেন ৷ রান করেছিলেন 4 হাজার 455 ৷ ব্য়াটিং গড় ছিল 58.61 ৷ এর মধ্যে 1948 সালে টেস্টে পরপর পাঁচ ম্যাচে শতরান করার রেকর্ডও আছে ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন 141 রান ৷ এর পর ভারতের বিরুদ্ধে পর পর চারটি ইনিংসে করেছিলেন যথাক্রমে 128, 194,162,ও 101 রান ৷ এর পরের ইনিংসে করেছিলেন 90 রান ৷
উইকসকে নিয়ে লারা আরও বলেন, ‘‘আমি অবশ্যই বলব তাঁর ব্যাটিং সম্পর্কে পড়ে ও ভিডিয়ো ক্লিপ দেখে তাঁকে অন্যতম সেরা ব্যাটসম্যানদের তালিকায় সবার উপরে রাখতেই হবে ৷ মাইক টাইসনের মতো শক্তিশালী আবার অত্যন্ত নমনীয় ৷ ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেট ও আমার ব্যাটিং নিয়ে সর্বদা কথা বলতেন ৷ আমি তাঁকে শ্রদ্ধা করি ৷ ওয়েস্ট ইন্ডিজ়ের কথা ভাবতেন ৷ তাঁর মন্তব্যে তিনি সর্বদা পরিষ্কার ছিলেন ৷ তাঁর মৃত্যু ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেট ও ক্রিকেট বিশ্বের অভূতপূর্ব ক্ষতি ৷ সত্যিই তিনি মহান ওয়েস্ট ইন্ডিয়ান ৷’’