ETV Bharat / sports

লারার রাজকীয় ইনিংসে জয় পন্টিংদের - বুশফায়ার ব্যাস

ফের ব্যাট হাতে বিধ্বংসী লারাকে দেখা গেল ৷ অবসর ভেঙে অস্ট্রেলিয়ার দাবানলের জন্য ত্রাণ তহবিল গড়ার জন্য বুশফায়ার ব্যাস খেলছেন লারা ৷ সেখানেই 11 বলে করলেন অপরাজিত 30 রান ৷

image
ব্রায়ান লারা
author img

By

Published : Feb 9, 2020, 2:25 PM IST

Updated : Feb 9, 2020, 2:37 PM IST

মেলবোর্ন, 9 ফেব্রুয়ারি : বয়স হয়েছে ঠিকই, কিন্তু তাঁর ব্যাটে যে এখনও মরচে পড়েনি তা দেখিয়ে দিলেন ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান চার্লস লারা ৷ দেখালেন, বয়সের পাশে লেখা থাকা 50 শুধুমাত্র একটা সংখ্যা ৷ অস্ট্রেলিয়ায় বুশ ফায়ার ব্যাশে মাত্র 11 বলে খেলে তুললেন 30 রান ৷ যদিও তারপর মাঠ ছাড়েন তিনি ৷

সম্প্রতি অস্ট্রেলিয়ায় বিধ্বংসী দাবানলে কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে। ছাই হয়ে গেছে ১১ মিলিয়ন হেক্টর বনভূমি। ভস্মীভূত প্রায় ২ হাজার বাড়ি। এই ভয়াবহতার কথা মাথায় রেখে গড়া হয় দাবানল ত্রাণ তবহলি। তহবিলের অর্থ সংগ্রহণের জন্য একটি ম্যাচের আয়োজন করা হয় মেলবোর্নে। রবিবার সেই ম্যাচেই মুখোমুখি হয় পন্টিং একাদশ বনাম গিলক্রিস্ট একাদশ ৷ সেখানেই লারার ব্যাটিং বিক্রমের সৌজন্যে 10 ওভারে পন্টিং একাদশ করেন 104 রান ৷ জবাবে 103 রানে থেমে যায় গিলক্রিস্ট একাদশের ইনিংস ৷

3টি চার ও 2টি ছয়ে সাজানো লারার ৩০ রানের ইনিংস৷ চোখ জুড়িয়ে যাওয়া এক্সট্রা কভার ড্রাইভের মাধ্যমে প্রথম চার মারেন লারা ৷ 50 বছরেও যে তাঁর ম্যাজিক পুরো ফিকে হয়ে যায়নি অ্যান্ড্রু সাইমন্ডের বলে মারা 81 মিটারের একটি ছক্কাই তার প্রমাণ ৷

2007 সালে ক্রিকেটকে বিদায় জানান লারা ৷ উইন্ডিজ়ের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড তাঁর দখলে ৷ টেস্টে তাঁর মোট রান 11,953 ৷ টেস্টে ইনিংসে ব্যক্তিগত 400 রানের রেকর্ডও রাজপুত্রর দখলেই আছে ৷

মেলবোর্ন, 9 ফেব্রুয়ারি : বয়স হয়েছে ঠিকই, কিন্তু তাঁর ব্যাটে যে এখনও মরচে পড়েনি তা দেখিয়ে দিলেন ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান চার্লস লারা ৷ দেখালেন, বয়সের পাশে লেখা থাকা 50 শুধুমাত্র একটা সংখ্যা ৷ অস্ট্রেলিয়ায় বুশ ফায়ার ব্যাশে মাত্র 11 বলে খেলে তুললেন 30 রান ৷ যদিও তারপর মাঠ ছাড়েন তিনি ৷

সম্প্রতি অস্ট্রেলিয়ায় বিধ্বংসী দাবানলে কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে। ছাই হয়ে গেছে ১১ মিলিয়ন হেক্টর বনভূমি। ভস্মীভূত প্রায় ২ হাজার বাড়ি। এই ভয়াবহতার কথা মাথায় রেখে গড়া হয় দাবানল ত্রাণ তবহলি। তহবিলের অর্থ সংগ্রহণের জন্য একটি ম্যাচের আয়োজন করা হয় মেলবোর্নে। রবিবার সেই ম্যাচেই মুখোমুখি হয় পন্টিং একাদশ বনাম গিলক্রিস্ট একাদশ ৷ সেখানেই লারার ব্যাটিং বিক্রমের সৌজন্যে 10 ওভারে পন্টিং একাদশ করেন 104 রান ৷ জবাবে 103 রানে থেমে যায় গিলক্রিস্ট একাদশের ইনিংস ৷

3টি চার ও 2টি ছয়ে সাজানো লারার ৩০ রানের ইনিংস৷ চোখ জুড়িয়ে যাওয়া এক্সট্রা কভার ড্রাইভের মাধ্যমে প্রথম চার মারেন লারা ৷ 50 বছরেও যে তাঁর ম্যাজিক পুরো ফিকে হয়ে যায়নি অ্যান্ড্রু সাইমন্ডের বলে মারা 81 মিটারের একটি ছক্কাই তার প্রমাণ ৷

2007 সালে ক্রিকেটকে বিদায় জানান লারা ৷ উইন্ডিজ়ের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড তাঁর দখলে ৷ টেস্টে তাঁর মোট রান 11,953 ৷ টেস্টে ইনিংসে ব্যক্তিগত 400 রানের রেকর্ডও রাজপুত্রর দখলেই আছে ৷

Thane (Maharashtra), Feb 09 (ANI): Fire broke out at a factory in Morivali Industrial Area in Ambernath. Fire tenders are present at the spot. Fire-fighting operation is underway. More details are awaited.

Last Updated : Feb 9, 2020, 2:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.