ETV Bharat / sports

লকডাউনে চুল কেটে 8 লাখ টাকা জরিমানা ! - Borussia Dortmund forward Jadon Sancho

লকডাউনে বাড়িতে হেয়ারস্টাইলিশ ডেকে চুল কাটার অপরাধে মোটা অঙ্কের জরিমানা দিত হল বরুশিয়া ডর্টমুন্ডের ফুটবলার জেডন স্যাঞ্চাকে ৷

লকডাউনে চুল কেটে 8 লাখ টাকা জরিমানা !
লকডাউনে চুল কেটে 8 লাখ টাকা জরিমানা !
author img

By

Published : Jun 7, 2020, 1:36 PM IST

বার্লিন, 7 জুন: লকডাউনে চুল কেটে বড়সড় অঙ্কের জরিমানা গুনতে হল দুই ফুটবলারকে ৷ বরুশিয়া ডর্টমুন্ডের তারকা ফুটবলার জেডন স্যাঞ্চো এবং ম্যানুয়েল আকাঞ্জির চুল কাটার জন্য বাড়িতে হেয়ার স্টাইলিশ ডেকেছিলেন ৷ সেই ছবি ছড়িয়ে পড়তেই নিয়মভঙ্গের দায়ে মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয় তাদের ৷ ভারতীয় মুদ্রায় সেই অর্থের পরিমাণ 8 লাখ 53 হাজার টাকা ৷

জার্মানিতে লকডাউনে সরকারি নিয়ম ভাঙলেই জরিমানার মুখে পড়তে হচ্ছে ৷ তা সত্ত্বেও নিয়মের তোয়াক্কা না করেই বাড়িতে হেয়ার স্টাইলিশ ডেকেছিলেন স্যাঞ্চো ও আকাঞ্জি ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্টও করেন তারা ৷ ছবিতে দেখা যাচ্ছে, চুল কাটার সময় তাদের মুখে মাস্ক ছিল না ৷ এছাড়া হেয়ার স্টাইলিশও গ্লাভস পরেননি ৷ সেই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি ৷ কোরোনা আতঙ্কের মাঝে ফুটবলারদের এমন বেপরোয়া কাজ দেখে চোখ কপাল উঠেছে জার্মান ফুটবল ফেডারেশনের কর্তাদের ৷ এরপরই ওই দুই ফুটবলারকে মোটা অঙ্কের জরিমানা করা হয় ৷

কিন্তু গোটা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে ছাড়েননি স্যাঞ্চো ৷ অনূর্ধ্ব-17 বিশ্বকাপে ভারতে খেলে যাওয়া এই ফুটবলার টুইটে লেখেন, "DFL-এর এই সিদ্ধান্ত একেবারে হাস্যকর ৷"

বার্লিন, 7 জুন: লকডাউনে চুল কেটে বড়সড় অঙ্কের জরিমানা গুনতে হল দুই ফুটবলারকে ৷ বরুশিয়া ডর্টমুন্ডের তারকা ফুটবলার জেডন স্যাঞ্চো এবং ম্যানুয়েল আকাঞ্জির চুল কাটার জন্য বাড়িতে হেয়ার স্টাইলিশ ডেকেছিলেন ৷ সেই ছবি ছড়িয়ে পড়তেই নিয়মভঙ্গের দায়ে মোটা অঙ্কের টাকা জরিমানা করা হয় তাদের ৷ ভারতীয় মুদ্রায় সেই অর্থের পরিমাণ 8 লাখ 53 হাজার টাকা ৷

জার্মানিতে লকডাউনে সরকারি নিয়ম ভাঙলেই জরিমানার মুখে পড়তে হচ্ছে ৷ তা সত্ত্বেও নিয়মের তোয়াক্কা না করেই বাড়িতে হেয়ার স্টাইলিশ ডেকেছিলেন স্যাঞ্চো ও আকাঞ্জি ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্টও করেন তারা ৷ ছবিতে দেখা যাচ্ছে, চুল কাটার সময় তাদের মুখে মাস্ক ছিল না ৷ এছাড়া হেয়ার স্টাইলিশও গ্লাভস পরেননি ৷ সেই ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি ৷ কোরোনা আতঙ্কের মাঝে ফুটবলারদের এমন বেপরোয়া কাজ দেখে চোখ কপাল উঠেছে জার্মান ফুটবল ফেডারেশনের কর্তাদের ৷ এরপরই ওই দুই ফুটবলারকে মোটা অঙ্কের জরিমানা করা হয় ৷

কিন্তু গোটা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে ছাড়েননি স্যাঞ্চো ৷ অনূর্ধ্ব-17 বিশ্বকাপে ভারতে খেলে যাওয়া এই ফুটবলার টুইটে লেখেন, "DFL-এর এই সিদ্ধান্ত একেবারে হাস্যকর ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.